ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

কম্বডিয়ায় মিলিনা ফ্যাশন কোম্পানিতে লোক পাঠানোর নামে প্রতারণার দায়ে দুই প্রতারক গ্রেফতার


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৫-৭-২০২৩ দুপুর ১২:২৭
বাংলাদেশের ও কম্বডিয়ার স্বনামধন্য গার্মেন্টস প্রতিষ্ঠান মিলিনা ফ্যাশন কোম্পানি লি: এর নাম ব্যবহার করে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে আকর্শনীয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরি দেয়া ও কম্বোডিয়া পাঠানোর কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। হান্নান নামে ভুক্তভোগী এক ব্যক্তির কাছ থেকে তথ্য পেয়ে, মিলিনা ফ্যাশন কোম্পানি লি: এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো:আব্দুল জলিল র‍্যাব ১ উত্তরা- ঢাকাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 অভিযোগে পেয়ে  গত ২৩/৭/২০২৩ ইং  তারিখ রবিবার, র‍্যাব ১ এর টহল দলের ইনচার্জ পুলিশ পরিদর্শক সরদার মোহাম্মদ তরিকুল ইসলাম ( বিপি ) এর নেতৃত্বে ঢাকার দক্ষিণখান আজমপুর, মধ্যপাড়া জনক মহিউদ্দিন সাহেবের বাড়ির দ্বিতীয় তলায়, প্রতারক চক্রের ভাড়া করা অফিস থেকে  আনোয়ার জাহিদ (৩৪)পিতা আব্দুস সাত্তার - গ্রাম আলিয়ারপুর,  থানা +জেলা চুয়াডাঙ্গা  এবং মোঃ কাকন (৩১)পিতা,সেলিম ভূঁইয়া গ্রাম, দক্ষিণ বালিয়াতলী থানা,মুলাদী জেলা বরিশাল, দুই ব্যক্তিকে আটক করে।  আটকৃত তারা দুজনেই জানায় এই প্রতারক চক্রের মূল হোতা পলাতক সিকদার মোহাম্মদ শাহাবুদ্দিন (৫৪) পিতা জয়নাল আবেদীন সিকদার,তার বাড়ি, দক্ষিণ বালিয়াতলী গ্রামে, থানা- মুলাদী, জেলা বরিশাল। শাহাবুদ্দিনের পরিকল্পনা এবং পরিচালনায় দীর্ঘদিন যাবত মিলিনা ফ্যাশন কোম্পানি লি: এর নাম ও ভুয়া পরিচয় দিয়ে,তাদের প্রতারণা কার্যক্রম চালিয়ে আসছে,এবং অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।
 র‍্যাব, অফিস তল্লাশি চালিয়ে ১৫ টি পাসপোর্ট, একটি ভুয়া ট্রেড লাইসেন্স, একটি নিয়োগ বিজ্ঞপ্তি, তিনটি আবেদন ফরম, ত্রিশটি চুক্তি নামা, দুইটি সীলমোহর, দুইটি ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন জব্দ করে। 
এ ব্যাপারে মিলিনা ফ্যাশন কোম্পানি লি: এর এমডি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক,সি.আই.পি 
মো:আবুল খায়ের( ভূঁইয়া) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, আমরা দীর্ঘদিন দেশে ও প্রবাসে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি, আমাদের প্রতিষ্ঠানের সুনাম,খ্যাতি রয়েছে। এই সুনাম খ্যাতি পুঁজি করে একটি দুষ্টু চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে। বিষয়টি আমরা জানতে পেরে তাৎক্ষণিক আইনের আশ্রয় নেই এবং খুবই দ্রুত এই চক্রের দুজন অপরাধী ধরা পড়ে , আশা করি অন্যান্য সদস্যরা অতিসত্বর আটক হবে এবং এদের দৃষ্টান্তমূলক সাজা হবে। 

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা