মালয়েশিয়া পাঠানোর কথা বলে ২৪ লাখ টাকা আত্মসাৎ

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের প্রতারক মনির হোসেন, আব্দুল কাদের ও সামাদ চক্রের খপ্পরে পড়ে বিদেশে পাঠানোর নামে ১৬ ব্যক্তির কাছ থেকে ২৪ লাখ টাকা ও পাসপোর্ট আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ব্যক্তিরা সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন।প্রতারণার শিকার ওই ১৬ ব্যক্তি হলেন নড়াইল জেলার চৌগাছা গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে আরব আলী ও হাদিয়ার,মুলদাইড় গ্রামের হাকিম খানের ছেলে মাসুদ রানা, মুলদাইড় গ্রামের বাদশা খানের ছেলে ইমরুল, মুলদাইড় গ্রামের তাইজুল মিয়ার ছেলে আমির হামজা,সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার করশালিকার গ্রামের মো,কাদের আলী ছেলে কাদের আলী,
রাজেম আলীর ছেলে আজিজুল ইসলাম, মো আনার হোসেন এর ছেলে
মো.আমজাদ আলী,মো.সুইহা মিয়ার ছেলে রাজিবুল, সাহেব আলীর ছেলে রাকিব হোসেন,স্বপন মিয়ার ছেলে মামুন মিয়া,জিন্দার আলীর ছেলে কোরবান ও নুর ইসলাম হোসেন,সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শালিকা গ্রামের কাদের আলীর ছেলে সাইদ মিয়া, এক ওই গ্রামের ছেলে আজিজুল ইসলাম, আনোয়ার হোসেনের ছেলে আমজাদ, আলী সুইহা মিয়ার ছেলে রাজিবুল, ইসলাম সাব আলীর ছেলে রকিব হোসেন, ময়মনসিংহ নান্দাইল উপজেলার সিংদই গ্রামের স্বপন মিয়ার ছেলে মামুন মিয়া, সিরাজগঞ্জের শাহজাদপুরের জিন্দা মিয়ার ছেলে কোরবান,নূর ইসলাম, জুয়েল,সাইদুল, রায়হান হুসাইন, রবিন, অভিযোগের আরজি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ।পরে তাঁরা পরীক্ষা করে দেখেন সেটি জাল (নকল) মেডিকেল।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগীরা তাঁদের বাড়ি এসে টাকা ফেরত চান। এর পর থেকে তাঁদের বিদেশে পাঠানোর কথা বলে কালক্ষেপণ করতে থাকেন।এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসও হয়।একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগীরা সম্প্রতি লোহাগড়া থানা একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, ঝাউডাঙ্গা গ্রামের সামাদ মিয়ার ছেলে মনির হোসেন, আব্দুল কাদের, সামাদ মিয়া, থানায় অভিযোগ করেছেন। ভুক্তভোগীরা বলেন, বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি ও বন্ধক রেখে এবং এনজিও থেকে সুদে টাকা নিয়ে তাঁরা দুই ভাই ২৪ লাখ টাকা দিয়েছেন। এখন সুদের টাকা পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে।
ভুক্তভোগীরা আরও বলেন, স্ত্রী-সন্তানদের নিয়ে সংসারের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ
Link Copied