ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ডাটা প্রাইভেসি এবং প্রটেকশন আইন করা জরুরি: আইইবি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৩০-৭-২০২৩ বিকাল ৫:৫৮
'দেশে ডাটা প্রাইভেসি এবং ডাটা সিকিউরিটি আইন নেই৷ ডাটা গর্ভনেন্স খুবই গুরুত্বপূর্ন। ডাটা পলিসিতে ডাটা কে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে এবং কতটুকু ডাটা ব্যবহার করবে তা সুনিশ্চিত সরকারকেই করতে হয়৷ ফলে দেশে ডাটা প্রাইভেসি এবং প্রটেকশন আইন করা জরুরি'।
 
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র কম্পিউটারকৌশল বিভাগের উদ্যোগে রবিবার (২৯ জুলাই) রাজধানী রমনায় আইইবির কাউন্সিল হলে 
'ডাটা প্রাইভেসি এবং প্রটেকশন-ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক নিরাপত্তা' শীর্ষক সেমিনার অনুষ্ঠানে বক্তারা এই সব কথা বলেন৷  
 
সেমিনারে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. মঞ্জুরুল হক মঞ্জুর স্বাগত বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যে এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ব্যক্তিগত ডাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জাতীয় সম্পদ৷ এই সম্পদ সুরক্ষায় সবাইকেই সচেতন ও সজাগ থাকতে হবে৷ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডাটাকে সুরক্ষিত রাখতে কম্পিউটার প্রকৌশলীরা আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি৷  
 
এই সময় সেমিনারে বক্তারা বলেন, ডাটা প্রাইভেসি আইন উন্নত দেশগুলোতে প্রচলিত ও প্রয়োগ করা হচ্ছে। ডাটা প্রাইভেসি এবং সিকিউরিটি আইন থাকলে ডাটা ম্যানেজমেন্টে কার কি ভূমিকা, কার কি দায়িত্ব তা সুস্পষ্ট উল্লেখিত থাকতো৷ ব্যক্তি সামাজিকভাবে তথ্য শেয়ারে সচেতন হতে হবে৷ সব তথ্য সামাজিকভাবে শেয়ার করা ঠিক না। ডাটা প্রাইভেসিতে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
 
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু, প্রকৌশলী মো: নুরুজ্জামান,
প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এবং প্রকৌশলী খায়রুল বাশার। 
 
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফআইসি ব্যাংকের সিআইএফটি কর্মকর্তা  প্রকৌশলী মো. মুশফিকুর রহমান। 
 
কম্পিউটারকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলামের  সভাপতিত্বে সঞ্চালনা করেন সম্পাদক প্রকৌশলী তানভীর মাহমুদুল হাসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ। 
 
এই সময় আরও উপস্থিত ছিলেন, আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী রনক আহসান, প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তীসহ আইইবির কম্পিউটারকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ।

এমএসএম / এমএসএম

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান