ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার প্ল্যান নিয়ে ইয়েস ম্যাম এর মাস্টার সেশন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ১১:৫৮

দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে ধারাবাহিক সেশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইয়েস ম্যাম। বাংলাদেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোতে মাসে ৩ টি করে দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক বিশেষ মাস্টার সেশনের আয়োজন তারা করে চলেছে। এবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২৬ জুলাই বিভিন্ন চাকুরী সন্ধানী শিক্ষার্থীদের জন্য একটি মাস্টার সেশন আয়োজন করা হয়। সেশন মাস্টার হিসাবে উপস্থিত ছিলেন দেশের নামকরা বক্তা নাজনীন নাহার, ফাউন্ডারঃ টেক সলিউশন। তিনি বাংলাদেশ আইসিটি জারনালিস্ট ফোরাম এর সভানেত্রী। সেশনে আরো উপস্থিত ছিলেন ড তানভীর আবির (ডিরেক্টরঃ ক্যারিয়ার ডেভেলপমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন),জনাব সাইদুর রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিবিএ), মোঃ হাসানুর জামান এডমিনিস্ট্রেটিভ অফিসার, কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এবং কাঞ্চন নাহার শান্তা, ফাউন্ডারঃ ইয়েস ম্যাম। বিশ্ববিদ্যালয়ের স্টাফদের আন্তরিক সহায়তায় ইয়েস ম্যাম দেড় ঘন্টার সেশনটি কার্যকর ভাবে আয়োজন করতে সক্ষম হয়। ৬০ জন শিক্ষার্থী এই সেশনে অংশ নেয়, যার মধ্যে ৫০ জনই ছিলেন নারী। এই সেশনের মাধ্যমে ক্যারিয়ার নিয়ে তাদের চিন্তা শক্তি এবং দৃষ্টি উন্মোচিত হয় । অনেক শিক্ষার্থী তাদের নানান জিজ্ঞাসা এবং ভাবনার কথা এই সেশনে তুলে ধরে। 
ইয়েস ম্যাম এর প্রতিষ্ঠাতা আইসিটি উদ্যোক্তা কাঞ্চন নাহার শান্তা অনুষ্ঠানের এক অংশে বলেন: সফল উদ্যোক্তাদের গল্পই আমরা শুধু শুনি, কিন্তু সেই সাফল্যের পেছনের সংগ্রামী গল্প অনেকেই জানে না। ত্যাগ ও অধ্যবসায়ের ধারণ করার মাধ্যমে আমার কাজ অব্যাহত রেখেছি। ইয়েস ম্যাম সুচারুভাবে সাথে এসব দক্ষতার ঘাটতি সমস্যা সমাধানের জন্য কাজ করবে। যদিও আমাদের দেশের যুবকরা মেধাবী; কিন্তু সঠিক গাইড লাইনের অভাবে তারা তাদের কর্মজীবনের সুপরিকল্পনা করতে পারে না। নিজেদের জন্য সঠিক কর্মক্ষেত্র বেছে নিতে এবং কর্মক্ষেত্রেও নিজেদের প্রমাণ করতে তারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। বিশেষ করে নারী প্রার্থীরা সবচেয়ে বেশি ভোগেন। এসব বিষয় মাথায় রেখেই কাজ করছে ‘ইয়েস ম্যাম’।
উল্লেখ্য, দেশের শিক্ষিত নারীদের জন্য ইয়েস ম্যাম একটি বিশেষ ডেডিকেটেড জবসাইট ব্যবস্থা করবে। এই সাইটে নারীরা চাকরীর বিজ্ঞাপন দেখে তাদের সিভি জমা দিবে। দেশের একমাত্র লোকেশন ম্যাপ ভিত্তিক জব সার্চ পোর্টাল হিসেবে আত্ম প্রকাশ করতে যাচ্ছে ইয়েস ম্যাম ওয়েবসাইট।  সফট স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার প্ল্যানিংয়ে শিক্ষার্থীদের সাহায্য করার লক্ষ্যে আগামী ৪ মাসের মধ্যে ইয়েস ম্যাম বাংলাদেশের শীর্ষ স্থানীয় সব বিশ্ববিদ্যালয় দক্ষতা বিকাশ এবং ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কিত ১৫ টি মাস্টার সেশন এবং সেমিনার বিনামূল্যে আয়োজন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশনগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবেন। নবীণ শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার প্লান করতে পারবে এবং দক্ষতা উন্নয়ন করে সঠিক ক্যারিয়ার গঠনে ইয়েস ম্যাম এর সঠিক দিক নির্দেশনা গ্রহণ করবে। দেশের চাকুরি খাতের শীর্ষ কর্মকর্তা ও সফল উদ্যোক্তাগণ এসব সেশনে মাস্টার হবেন বলে আশা করা যায়।

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন