ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

শনিবার ত্রিশালে গণটিকা প্রদান কার্যক্রম শুরু


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২১ বিকাল ৫:৩৭

সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে ময়মনসিংহের ত্রিশালে। গত মাসে ত্রিশাল উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেড় শতাধিক ও এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (কোভিড ফোকাল পার্সন) ডা. মাহির আঞ্জুম।

তিনি জানান, করোনা সংক্রমনরোধে ত্রিশাল উপজেলায় পৌরসভাসহ ১২টি ইউনিয়নে টিকা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ত্রিশাল উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৬টি ইউনিয়ন যথাক্রমে ধানীখোলা, বইলর, কাঁঠাল, কানিহারী, ত্রিশাল সদর ও বালিপাড়া ইউনিয়নে আগামী ৭ আগস্ট থেকে তিন দিন টিকা প্রদান করা হবে। একই সাথে পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়নে একযোগে স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করা হবে। ৮ আগস্ট থেকে তিন দিন রামপুর, সাখুয়া, হরিরামপুর, মঠবাড়ী, আমিরাবাড়ী ও মোক্ষপুর ইউনিয়নে টিকা প্রদান করা হবে। প্রতি ইউনিয়নে প্রাথমিকভাবে ৬০০ করে টিকা প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান ডা. মাহির আঞ্জুম। একই সাথে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৮০০ করে টিকা দেয়া হবে বলেও তিনি জানান। ১২টি ইউনিয়ন ও ‍একটি পৌরসভায় প্রাথমিকভাবে প্রায় ১০ হাজার মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে বলেও তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত অনলাইনে নিবন্ধিত হয়েছেন ২০ হাজার ৮৪৭ জন। প্রথম ডোজ সম্পন্ন হয়েছে ১০ হাজার ৯৯০ জনের ‍এবং দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে ৪ হাজার ২৫২ জনের।

উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় টিকা প্রদান কার্যক্রমের সফল বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আমিন, রামপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হক সরকার, কাঁঠাল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, কানিহারী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল, ধানীখোলা ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, সাখূয়া ইউপি চেয়ারম্যান শাহ মো. গোলাম ইয়াহিয়া, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মণ্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (কোভিড ফোকাল পার্সন) ডা. মাহির আঞ্জুম। ৭ আগস্ট থেকে ত্রিশালে যে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে তার সফল বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / জামান

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন

বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ

ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার