ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আদর্শবান শিক্ষক ফকীর আব্দুল কাদের


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ৪:১৯

শিক্ষা একটি অধিকার। বাংলাদেশের সংবিধানের ১৭তম ধারার মাধ্যমে সব শিশুর জন্য শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক এবং বাধ্যতামূলক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকের বাংলাদেশে একদিকে যেমন দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঠিকই হচ্ছে কিংবা দেশে শিক্ষার হারও সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলছে, কিন্তু অন্যদিকে আমাদের শিক্ষা ব্যবস্থা সাংবিধানিকভাবে স্বীকৃত সেই দেশের প্রয়োজন মেটানোর জায়গাটিতে অনেকটাই ব্যর্থ বলে প্রমাণিত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি পেয়েছে, তথাপি আমাদের শিক্ষা জগতে অনুকরণীয় এবং পথিকৃৎ শিক্ষকের সংখ্যা একেবারেই নগণ্য। একজন আদর্শ শিক্ষকই পারেন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানপিপাসা এবং নৈতিকতার বীজ বপন করতে। আর ঠিক এই জায়গাটিতেই আমাদের দেশে ধীরে ধীরে একটা শূন্যতা তৈরি হচ্ছে। কারণ, আমাদের শিক্ষা জগতে সেই সব অনুকরণীয় শিক্ষকের অভাব বেড়েই চলেছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে শিক্ষাকে কীভাবে একটি সামাজিক, সাংস্কৃতিক এবং নৈতিক আন্দোলনে পরিণত করা যায়, তার একটি অনন্য সাধারণ উদাহরণ তৈরি করেছেন শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও ক্রীড়া  ব্যক্তিত্ব এবং সামাজিক আন্দোলনের পুরোধা অধ্যক্ষ ফকীর আব্দুল কাদের। 
রাজবাড়ী জেলার ছোট একটি উপজেলা গোয়ালন্দ। এই উপজেলার কছিমদ্দিন সরদার পাড়ায় একটি সাধারণ পরিবার থেকে বেড়ে উঠেছেন ফকীর আব্দুল কাদের । তাঁর জন্ম ১৯৬৫ সালের ১০ অক্টোবর। মৌলভী মরহুম আমির উদ্দিন ফকীর এবং মরহুম মাজেদা খাতুনের সেজো ছেলে ফকীর আব্দুল কাদের। 


স্কুল জীবন থেকেই তিনি খুব দুরন্ত ও সংস্কৃতিমনা। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সমাজের মানুষের সেবা করবেন। এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তিনি খুবই সাধারণ জীবন যাপন করতেন। ধনী, গরীব সবাইকেই সমান গুরুত্ব দেন। সমাজের ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য অধ্যক্ষ ফকির আব্দুল কাদেরের  নিরলস প্রচেষ্টায় গোয়ালন্দ উপজেলায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে । ১. গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুল (সাধারণ শাখা), গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুল ভোকেশনাল শাখা) ৩.এফ.কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ৪.এফ. কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স (ছয় মাস মেয়াদী) ৫.এফ. কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ (বিএম) ৬.এফ. কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ(ভোকেশনাল)  অপরিসীম ধৈর্য, অনুকরণীয় শৃঙ্খলা আর ঐকান্তিক প্রচেষ্টায় তার এই ছয়টি প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শুধু শিক্ষাই নয়, পাশাপাশি তাদের যোগ্য, দূরদৃষ্টিসম্পন্ন, কর্তব্যপরায়ণ, চরিত্রবান, আত্মনির্ভরশীল, বিনয়ী ও সৎসাহসী করে গড়ে তোলে। পুঁথিগত বিদ্যার পাশাপশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, শরীরচর্চা, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরে বিশেষ গুরুত্বারোপ করে থাকে এই প্রতিষ্ঠান গুলোতে। এসব ছাত্র-ছাত্রীরা কম টাকায় লেখাপড়ার সুযোগ পাচ্ছে। তিনি নিজে গ্রামে ঘুরে ঝরে পড়া ছেলে-মেয়েদের খুঁজে বের করেন। তাদেরকে বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে লেখাপড়ার ব্যবস্থা করে দেন। সমাজের অবহেলিত নারীদের জন্য তিনি সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ এবং ছেলেদের জন্য কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও সিভিল (বিল্ডিং) প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। এছাড়াও তিনি তাদেরকে উপজেলার বিভিন্ন দপ্তরে প্রশিক্ষণের জন্য  উদ্ধুদ্ধ ও সহযোগিতাও করেন। সেই সঙ্গে বিভিন্ন দপ্তরে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য সুপারিশও করে থাকেন। সম্প্রতি শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও ক্রীড়া  ব্যক্তিত্ব এবং সামাজিক আন্দোলনের পুরোধা অধ্যক্ষ ফকীর আব্দুল কাদের শিক্ষক সমিতির (বিটিএ) এর সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ কে ২২ দিনের আন্দোলন সফল হওয়ায় রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

 

Sunny / Sunny

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন