কুবিতে 'ইনফরমেশন শেয়ারিং' সভা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ে এবং একটি গবেষণা প্রতিষ্ঠানের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি 'ইনফরমেশন শেয়ারিং' নামক একটি সভা আয়োজন করেছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, "যেই বিশ্ববিদ্যালয়ের রিসার্চ, পাবলিকেশন্স, নতুন নতুন নলেজ বেশি, সেই বিশ্ববিদ্যালয়গুলো পৃথিবীর প্রথম সারির বিশ্ববিদ্যালয়। আমরা চাই এই এমওইউ চুক্তির মাধ্যমে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা রিসার্চ, পাবলিকেশন্স, জয়েন রিসার্চ বাড়াবে। আমাদের রিসার্চ যাবে আন্তর্জাতিক পর্যায়ে। আমাদের শিক্ষার্থীরা যখন সেখানে স্কলার হিসেবে যাবে, সফলতার স্বাক্ষর রাখবে তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বাড়বে। আমাদের বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে এগিয়ে নিয়ে যাবে।"
তিনি আরো বলেন, "আমি এই বিশ্ববিদ্যালয়কে লিডিং পর্যায়ে নিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের ক্রিটিকাল থিংকিং, অথেন্টিক লার্নিং বাড়াতে চাই। ওপেন ডিসকাশনের সুযোগ দিতে চাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করছি। আমার যে লক্ষ্য সেখান থেকে কেউ সড়াতে পারবে না।"
অনুষ্ঠানের প্রধান আলোচক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল মাজেদ পাটোয়ারী শিক্ষক-শিক্ষার্থীদের ইউনিভার্সিটি অব মালেশিয়া সারাওয়াক এবং সানওয়ে ইউনিভার্সিটি, মালেশিয়া কি কি সুযোগ সুবিধা আছে তা দেখান। এবং কীভাবে শিক্ষার্থীরা সেখানে পড়তে যাবে কি কি সুযোগ সুবিধা তারা পাবে তা বলেন।
উল্লেখ্য, গত ২১ ও ২৫ জুলাই ইউনিভার্সিটি অব মালেশিয়া সারাওয়াক এবং সানওয়ে ইউনিভার্সিটি, মালেশিয়ার সাথে এমওইউ চুক্তি স্বাক্ষর করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এছাড়া গত ১৮ জুন বাংলাদেশ কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) এর সাথে এমওইউ স্বাক্ষর করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
Link Copied