ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

তারেক-জোবায়দার বিরুদ্ধে প্রদত্ত রায় প্রত্যাহার দাবি ইবির বিএনপি পন্থী শিক্ষকদের


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ৪:৪৮

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে প্রদত্ত ফরমায়েশী রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী প্রায় ২৫ জন শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে ইউট্যাব ইবি শাখার সভাপতি প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আবু জাফর খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমান ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ আলিনুর রহমান।

এ সময় প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. আব্দুর রহমান আনওয়ারী, প্রফেসর ড. মোঃ আব্দুস সামাদ, ইউট্যাব ইবি শাখার ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলী, প্রফেসর মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. নুরুন নাহার, প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী , প্রফেসর ড. মোঃ শরফরাজ নেওয়াজ, প্রফেসর ড. মোঃ রাশেদুজ্জামান, প্রফেসর ড. মোঃ আব্দুল গফুর গাজী, প্রফেসর ড. আবুল কাশেম তালুকদার, প্রফেসর ড. মোঃ হাফিজুর রহমান, প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামান, প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, প্রফেসর ড. মোছাঃ খোদেজা খাতুন, প্রফেসর ড. মোঃ খাইরুল ইসলাম ও ড. মোঃ নাসির উদ্দিন খান প্রমূখ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইউট্যাবের সদস্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান বলেন, দেশনায়ক তারেক রহমান এবং তাঁর স্ত্রী হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ফরমায়েশী রায় প্রদান করা হয়েছে, সে রায় অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আশাকরি এ সংশ্লিষ্ট যারা আছেন তারা অবশ্যই তাদের বিজ্ঞ এবং জুডিশিয়ারি সিদ্ধান্তের মাধ্যমে এটি প্রত্যাহার করে নিবেন।

ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, আজকে আমরা অত্যন্ত বেদনার সাথে এই মানববন্ধন করছি। দেশনায়ক তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে যে রায় প্রদান করা হয়েছে সেটি পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদীর সবচেয়ে জনপ্রিয় নেতা যার আহ্বানে সারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। তার বলিষ্ঠকন্ঠ স্তব্ধ করে দেয়ার জন্যই মূলত এই ধরনের আয়োজন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে এটি প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন