ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আদালতের স্হগিতাদেশ প্রত্যাহারের পর তড়িঘড়ি করে নতুন ইজারাদার পরিবর্তন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ৩:৩০

র্দীঘ দিন মামলায় স্থগিত আদেশের শেষে তড়িঘড়ি করে এক দিনের ভিতরেই আমিন বাজার ল্যান্ডিং ষ্টেশনের ইজারা দেয় ঢাকা নদী বন্দর বিআইডবিউটিএ।এতে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তিকে ইজারা দেওয়া হলে ক্ষুদ্ব হয় অন্য ইজারাদাররা।
বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম-পরিচালক আলমগীর কবীর স্বাক্ষরিত এক কার্যাদেশ পত্রে  আমিন বাজার ল্যান্ডিং ষ্টেশন শুল্ক আদায় ও লেবার হ্যান্ডলিং পয়েন্টেটি স্পট কোটেশনে পরিচালনার অনুমতি দেওয়া হয় ।
কার্যাদেশ পত্রে থেকে জানা যায়, ৮ আগষ্ট থেকে ৩১ শে আগষ্ট পর্যন্ত ঢাকা নদী বন্দর নিয়ন্ত্রণাধীন আমিন বাজার ল্যান্ডি ষ্টেশন শুল্ক আদায় ও লেবার হ্যান্ডলিং পয়েন্টটি ইজারা দেওয়া হয়।এতে আরো উল্লেখ রয়েছে সোমবার (৭ আগষ্ট) স্পট কোটেশনের মাধ্যমে সর্ব্বোচ্চ দর প্রস্তাব হওয়ায় স্থানীয় কমিটি ইসমাইল হোসেনকে অনুমতি পত্র দেয়।
তবে সাবেক ইজারাদার রাজু আহম্মেদ জানান,হঠাৎ করেই সোমবার(৭ আগষ্ট) কোর্টের স্থগিত আদেশ প্রত্যাহার করে।তবে আমাকে কোন চিঠি পাঠানো বা ঘাট কাউকে হস্তান্তরের জন্য কিছু জানানো হয়নি।রাতে ইসমাইলের লোক জন ঘাট দখল করতে আসলে পরে আমি জানতে পারি।তবে ঘাট কিভাবে ইসমাইল পেলো তা কোনও ইজারাদার জানে না।পরে ইসমাইলের লোক আমার মোবাইলে একটি কপি পাঠায়।তখন জানতে পেরেছি, সে ঘাট পেয়েছে।তবে এখানে কোনো দর আহŸান করা হয়নি বা কাউকে দর প্রস্তাবের সুযোগ দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে তিনি।
এবিষয়ে বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম-পরিচালক আলমগীর কবীর জানান,‘সাময়িকভাবে এক জন লোককে কোটেশনের মাধ্যমে আমিন বাজার ল্যান্ডিং ষ্টেশন দেওয়া হয়েছে।এটার কোনো ট্রেন্ডার দেওয়া হয় নাই।ট্রেন্ডার দেওয়া হবে আগামী মাসের ১ তারিখে মূলত  সরকার থেকে দুইটি নিয়ম আছে।একটা সরাসরি কালেকশন করতে পারে বা লোক নিয়োগ করতে পারে।
তবে ইজারাদার ইসলাইল ট্রেন্ডার ছাড়া  কিভাবে ঘাট পেলো জানতে চাইলে তিনি জানান, ঘাট আমি পেয়েছি। বিস্তারিক জানতে চাইলে তিনি তার অফিসে দেখা করতে বলে প্রতিবেদককে।
বিআইডবিøউটিএ অতিরিক্ত পরিচালক (আইন)  এ,কে,এম আরিফ উদ্দিন জানান,সোমবার নি¤œ আদালত থেকে রায় হওয়ার পর ওই দিনই ইসমাইল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক