ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সাভার কলেজের গেই‌টে শিক্ষার্থীর মাথা ফাটালেন সাবেক ছাত্রলীগ নেতা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১১-৮-২০২৩ দুপুর ৩:৬

ঢাকার সাভার সরকারি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মারধরে ওসমান গনি নামের ওই ছাত্রের মাথায় গভীর ক্ষত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে সাভার সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত ওসমান গনি সাভার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা হলেন, ফারহান শাকিল (২৬)।  তিনি সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী।থানায় লি‌খিত অ‌ভি‌যোগসূ‌ত্রে জানা যায়, সাভার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষা সফর নিয়ে প্রাথমিক আলোচনা সভার কাজ
চলছিল বিভাগে। সেখানে ওসমান গনির সাথে শিক্ষা সফরের চাঁদা নিয়ে ফারহান শাকিলের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর কলেজ থেকে বের হওয়ার পথে প্রধান ফটকে ওৎ পে‌তে থাকা ফারহান শাকিলসহ তার অনুসারীরা ওসমান গনির পথ রোধ করে বিভিন্ন প্রশ্ন করতে থা‌কে ফারহান শাকিল ও তার অনুসারী টম। এক পর্যায়ে তারা দুজন মিলে ওসমান গ‌নি‌কে এ‌লোপাথা‌ড়ি লা‌ঠি দিয়ে মারধর শুরু করে।  ফারহান শাকিলের মোটর সাইকেলের চাবির আঘাতে ওসমান গনির মাথা ফে‌টে রক্তাক্ত হলে তারা মারধর বন্ধ করে দ্রুত ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে যায়।

পরে ওসমান গনির বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাভার সুপার মেডিকেল হাসপাতালে ও পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে ওসমান গনির সঙ্গে থাকা তার এক সহপাঠী জানান, উসমান গনির মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও তার পিঠে বাঁশের আঘাতে নীলা ফুলা জখম হয়েছে।

ডাক্তারের বরাত দিয়ে তারা আরও জানান,তার মাথায় সেলাইয়ের পর চিকিৎসকের পরামর্শে তার সিটিস্ক্যান করানো হয়েছে। সিটি স্ক্যানের প্রতিবেদন পেয়ে পরবর্তী ব্যবস্থা নেবে চিকিৎকরা।এদিকে, ঘটনার ব্যাপারে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমরুল হাসান প্রতিবেদককে বলেন, কলেজের বাইরে প্রধান ফটকের সামনে মারধরের ঘটনা শুনেছি। ওসমান গনির চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা