সাভার কলেজের গেইটে শিক্ষার্থীর মাথা ফাটালেন সাবেক ছাত্রলীগ নেতা

ঢাকার সাভার সরকারি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। মারধরে ওসমান গনি নামের ওই ছাত্রের মাথায় গভীর ক্ষত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে সাভার সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত ওসমান গনি সাভার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা হলেন, ফারহান শাকিল (২৬)। তিনি সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী।থানায় লিখিত অভিযোগসূত্রে জানা যায়, সাভার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষা সফর নিয়ে প্রাথমিক আলোচনা সভার কাজ
চলছিল বিভাগে। সেখানে ওসমান গনির সাথে শিক্ষা সফরের চাঁদা নিয়ে ফারহান শাকিলের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর কলেজ থেকে বের হওয়ার পথে প্রধান ফটকে ওৎ পেতে থাকা ফারহান শাকিলসহ তার অনুসারীরা ওসমান গনির পথ রোধ করে বিভিন্ন প্রশ্ন করতে থাকে ফারহান শাকিল ও তার অনুসারী টম। এক পর্যায়ে তারা দুজন মিলে ওসমান গনিকে এলোপাথাড়ি লাঠি দিয়ে মারধর শুরু করে। ফারহান শাকিলের মোটর সাইকেলের চাবির আঘাতে ওসমান গনির মাথা ফেটে রক্তাক্ত হলে তারা মারধর বন্ধ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ওসমান গনির বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাভার সুপার মেডিকেল হাসপাতালে ও পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে ওসমান গনির সঙ্গে থাকা তার এক সহপাঠী জানান, উসমান গনির মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও তার পিঠে বাঁশের আঘাতে নীলা ফুলা জখম হয়েছে।
ডাক্তারের বরাত দিয়ে তারা আরও জানান,তার মাথায় সেলাইয়ের পর চিকিৎসকের পরামর্শে তার সিটিস্ক্যান করানো হয়েছে। সিটি স্ক্যানের প্রতিবেদন পেয়ে পরবর্তী ব্যবস্থা নেবে চিকিৎকরা।এদিকে, ঘটনার ব্যাপারে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমরুল হাসান প্রতিবেদককে বলেন, কলেজের বাইরে প্রধান ফটকের সামনে মারধরের ঘটনা শুনেছি। ওসমান গনির চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
