ঢাকা রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জুড়ীতে অবিনব কায়দার গরু চোরি: গরুসহ গাড়ি আটক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৬-৮-২০২৩ দুপুর ২:৩৮

মৌলভীবাজার জেলার জুড়ীতে অবিনব কায়দার গরু চোরির সময় গরুসহ গাড়ি আটক করেছে এলাকাবাসী। এ সময় চুরির গরু উদ্ধার করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন গরুর মালিক এমন অভিযোগ উঠেছে। চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামে ঘটেছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে জুড়ী থানায় একটি জিডি করা হয়েছে।

জানা যায়, কচুরগুল এলাকার কবির মিয়ার একটি গরুর বাছুর প্রতিদিনের মত ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন নিজের চাষকৃত ধানের জমির কাছে। বিকেলে হঠাৎ গরু না দেখে আশেপাশে খোঁজ করেন তিনি। পরে আশেপাশের কয়েকজন শিশু জানান একটি মিনি কারে করে কয়েকজনকে তারা ঘুরাঘুরি করতে দেখেছেন। এ ঘটনা এলাকায় জানাজানি  হলে মুঠোফোনে সবাই চারদিকে যোগাযোগ করেন। কিছুক্ষনের মধ্যে খবর আসে গাড়িটি পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকায় গেলে স্থানীয়রা রাস্তায় গাছ ফেলে গাড়িটি আটকের চেষ্টা করে। কিন্তু চোর চক্র বাঁধা অতিক্রম করে গরু ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় চোরকে ধাওয়া করলে সমনভাগ চা বাগানে  গরু ফেলে রেখে কার নিয়ে পালায় চোর চক্র। মিনিকারের পিছু পিছু মোটরসাইকেল নিয়ে তাড়া করে বেশকয়েকজন যুবক পাথারিয়া চা বাগানের শ্রমিকদের সহযোগীতায় গাড়িটি আটক করেন। গাড়িটি আটক করে ১০ নং দক্ষিন ভাগ ইউনিয়ন পরিষদে নিয়ে যান গরুর মালিক সহ এলাকাবাসী। সেখানে গিয়ে গরুর মালিক পক্ষের লোকজন গাড়িসহ গরুটি জুড়ীতে নিয়ে আসার কথা বললে স্থানীয় কয়েছ আহমদ গরুর মালিকপক্ষের একজনকে মারধর করে। 

কচুরগুল এলাকার জুবের আহমদ বলেন, আমরা চোরি হওয়া গরুটি  বেশ কয়েক কিলোমিটার দূরে এসে জামকান্দি এলাকার মানুষের সহযোগীতায় আটক করি। চোর চক্রের পক্ষ হয়ে আমাদের একজনকে মারধরের বিষয়টি খুবই দুঃখজনক।

গরুর মালিক কবির উদ্দিন বলেন, এ চোর চক্র আমাদের এলাকায় অভিনব কায়দায় বেশকয়েকটি গরু চুরি করেছে। আমরা চুরির ঘটনার সুষ্ঠু বিচার চাই।ইউপি সদস্য মাইনুদ্দিন, জয়নাল ইসলাম ও এমদাদুল ইসলাম চৌধুরী মাছুৃম বলেন,  জামকান্দি এলাকার লোকজনের সহযোগিতায় গাড়িও গরু আটক করা হয়েছে। এব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে গাড়ির মালিককে বের করে প্রকৃত  চোরের শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে জুড়ী থানার এসআই অঞ্জন কুমার দাস বলেন, গরু চুরির বিষয়ে থানায় একটি জিডি  হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দিনাজপুরে কেজিতে ১০-২৫ টাকা বেড়েছে নতুন আলুর দাম

হাটহাজারীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো হাইচ চালকের

লাকসামে লীট হেলথ কেয়ার হসপিটাল প্রাঃ লিঃ এর উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সকালের সময়ের ১ দশকে পদার্পণ উপলক্ষ্যে হিলিতে কেককাটা ও দোয়া অনুষ্ঠিত

রাজস্থলী কুদুমছড়া বৌদ্ধ বিহারে পাঁচ দিনব্যাপী বিদর্শন ভাবনা নানা আয়োজনের সম্পন্ন

মোহনগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শ্মশান ও গোচারণভূমি দখলের অভিযোগ

দিগন্ত জুড়ে হলুদে রাঙা ক্ষেতলাল, সরিষা ফুলে হাসছে মাঠ

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ভূরুঙ্গামারীতে অসহায় বৃদ্ধের পাশে শ্রী পরিমল চন্দ্র সাহা

সুনামগঞ্জে গৃহবধূ সুমি দাশের আত্মহত্যা এখন হত্যা মামলায় রূপান্তর, স্বামী কারাগারে

একনজরে লক্ষ্মীপুর জেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখার ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত