জুড়ীতে অবিনব কায়দার গরু চোরি: গরুসহ গাড়ি আটক
মৌলভীবাজার জেলার জুড়ীতে অবিনব কায়দার গরু চোরির সময় গরুসহ গাড়ি আটক করেছে এলাকাবাসী। এ সময় চুরির গরু উদ্ধার করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন গরুর মালিক এমন অভিযোগ উঠেছে। চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামে ঘটেছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে জুড়ী থানায় একটি জিডি করা হয়েছে।
জানা যায়, কচুরগুল এলাকার কবির মিয়ার একটি গরুর বাছুর প্রতিদিনের মত ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন নিজের চাষকৃত ধানের জমির কাছে। বিকেলে হঠাৎ গরু না দেখে আশেপাশে খোঁজ করেন তিনি। পরে আশেপাশের কয়েকজন শিশু জানান একটি মিনি কারে করে কয়েকজনকে তারা ঘুরাঘুরি করতে দেখেছেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে মুঠোফোনে সবাই চারদিকে যোগাযোগ করেন। কিছুক্ষনের মধ্যে খবর আসে গাড়িটি পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকায় গেলে স্থানীয়রা রাস্তায় গাছ ফেলে গাড়িটি আটকের চেষ্টা করে। কিন্তু চোর চক্র বাঁধা অতিক্রম করে গরু ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় চোরকে ধাওয়া করলে সমনভাগ চা বাগানে গরু ফেলে রেখে কার নিয়ে পালায় চোর চক্র। মিনিকারের পিছু পিছু মোটরসাইকেল নিয়ে তাড়া করে বেশকয়েকজন যুবক পাথারিয়া চা বাগানের শ্রমিকদের সহযোগীতায় গাড়িটি আটক করেন। গাড়িটি আটক করে ১০ নং দক্ষিন ভাগ ইউনিয়ন পরিষদে নিয়ে যান গরুর মালিক সহ এলাকাবাসী। সেখানে গিয়ে গরুর মালিক পক্ষের লোকজন গাড়িসহ গরুটি জুড়ীতে নিয়ে আসার কথা বললে স্থানীয় কয়েছ আহমদ গরুর মালিকপক্ষের একজনকে মারধর করে।
কচুরগুল এলাকার জুবের আহমদ বলেন, আমরা চোরি হওয়া গরুটি বেশ কয়েক কিলোমিটার দূরে এসে জামকান্দি এলাকার মানুষের সহযোগীতায় আটক করি। চোর চক্রের পক্ষ হয়ে আমাদের একজনকে মারধরের বিষয়টি খুবই দুঃখজনক।
গরুর মালিক কবির উদ্দিন বলেন, এ চোর চক্র আমাদের এলাকায় অভিনব কায়দায় বেশকয়েকটি গরু চুরি করেছে। আমরা চুরির ঘটনার সুষ্ঠু বিচার চাই।ইউপি সদস্য মাইনুদ্দিন, জয়নাল ইসলাম ও এমদাদুল ইসলাম চৌধুরী মাছুৃম বলেন, জামকান্দি এলাকার লোকজনের সহযোগিতায় গাড়িও গরু আটক করা হয়েছে। এব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে গাড়ির মালিককে বের করে প্রকৃত চোরের শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে জুড়ী থানার এসআই অঞ্জন কুমার দাস বলেন, গরু চুরির বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট
জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার