তালায় ড্রাগন ফল চাষে কৃষক হাসে
সাতক্ষীরার তালায় ইউটিউব দেখে প্রভাষক তৌহিদুর রহমান,শেখ কামাল কে সাথে নিয়ে শখের বসে ড্রাগন ফল চাষ করে কৃষি ক্ষাতে নতুন মাত্রা যোগ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। পুষ্টি গুণে ভরা ড্রাগন ফল চাষ করে আর্থিক ভাবে লাভবান ও হচ্ছেন তিনি ।
সরেজমিনে, উপজেলার ফলেয়া গ্রামের প্রভাষক তৌহিদুর রহমান,পাটকেলঘাটা টু মাগুরা সড়ক সংলগ্ন দৃষ্টি নন্দন বিশাল এ ড্রাগন বাগান গড়ে তুলেছেন। তিনি পেশায় একজন শিক্ষক হলেও ছোট বেলা থেকেই কৃষির প্রতি ছিলো তার গভীর আগ্রহ। সেই আগ্রহ থেকেই ইউটিউব চ্যানেল দেখে ড্রাগন ফল চাষে উৎসাহী হয়ে ২০২০ সালে শখের বসে অল্প পরিসরে হাতে গোনা কয়েকটি চারা রোপন করেন। এরপর ধরন ভালো এবং কম খরচে লাভ বেশি হাওয়ায়। পরে বাণিজ্যিক ভাবে চাষের পরিধি বাড়িয়ে তিনি ৭ বিঘা জমিতে ২ হাজার ড্রাগণ গাছের চারা রোপন করেছেন। চলতি মৌসুমে এরই মধ্যে ড্রাগণ ফল ও চারা বিক্রি করে আয় করেছেন প্রায় ৪০ লাখ টাকা । স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় বিদেশী এই ফল চাষে এলাকার অনেকেই আগ্রহী হয়ে ড্রাগন চাষে ঝুকছেন । স্থানীয় কৃষি বিভাগ ও এই ফল চাষ প্রসারের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছেন বলে জানা যায়। সফল চাষী শেখ কামাল জানান- গাছ রোপণের ১০ থেকে ১৫ মাসের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। ফুল ফোটার ৩০ দিনের মাথায় ড্রাগন ফল তোলার উপযুক্ত হয়। ড্রাগন চাষে নিজের খামারে উৎপাদিত কেঁচো কম্পোজ সার ব্যবহার করে থাকেন। ড্রাগন চাষে কীটনাশক ব্যবহার করা হয়না। শুধুমাত্র ছত্রাকনাশক স্প্রে করা হয় ফলকে রিনাপদ রাখার জন্য।আমাদের ৭ বিঘা জমি থেকে এখন প্রতি সপ্তাহে প্ৰায় ৩০ মণ ড্রাগণ ফল বিক্রি করতে পারছি। একই সাথে চারা গাছ ও বিক্রি হচ্ছে । আমাদের ড্রাগন গাছে ৩শত ৫০ গ্রাম থেকে শুরু করে ৭শত ৫০ গ্রাম পর্যন্ত ফলের ওজন হয়। চলতি মৌসুমে এরই মধ্যে ফল ও চারা গাছ বিক্রি করে আয় হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। এলাকার অনেক কৃষক ড্রাগন ফলের চাষ দেখে বাগান করতে আগ্রহী হয়ে উঠেছে। আর বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বাগান থেকে ফল ও চারা ক্রয় করে নিয়ে যাচ্ছে। বিদেশি ফল গুলোর মধ্যে এদেশে সবচেয়ে বেশি সম্ভাবনাময় ফল হচ্ছে ড্রাগন। এটি সুস্বাদু, ভিতর টকটকে লাল রঙের এবং আকারে বেশ বড়ও হয় বলে জানান তারা। তালা উপজেলা কৃষি কর্মকর্তা জানান- আমরা চাষীদের কারিগরি শিক্ষা প্রদান করে থাকি এবং তালা উপজেলার মাটি ড্রাগন ফল চাষের জন্য উপযুক্ত। বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে ড্রাগনের চাষ শুরু হয়েছে। পতিত জমিতে এ ফল চাষ করা যায়। সরকারি ভাবে ড্রাগন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে । এছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টির সরকারি ভাবে চেষ্টা চলছে বলে জানিয়েছেন ।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু
Link Copied