ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দশ বছর পর আমন চাষের আওতায় অনাবাদি ২ হাজার একর জমি


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৯-৮-২০২৩ বিকাল ৫:৩৮

আমাদের গ্রামের জমিগুলোতে বিগত ১০ বছর ধরে বর্ষাকালে কোন চাষ হচ্ছিলনা। বছরের বেশিরভাগ সময় জমিগুলো পরিত্যাক্ত থাকতো। কিন্তু কোনদিন আমন চাষ করতে পারিনি। তবে এবার থেকে আমরা আমন চাষ শুরু করেছি।’
কথাগুলো বলছিলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের ৩২ বছর বয়সী শ্রী গৌতম চন্দ্র বিশ্বাস নামে এক কৃষক।
তিনি সকালের সময়কে বলেন, ১০ বছরের বেশি সময় ধরে আমাদের থেকে জমিগুলো পরিত্যক্ত হিসেবে পড়ে থাকতো। এবারই প্রথম আমন চাষের আওতায় আসলো। 'নিজেও অবাক হচ্ছি, তবে এখন চাষাবাদ করতে পেরে খুব ভালো লাগছে।'

জানা যায়, আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে বর্ষাকালে পানি নিষ্কাসন বন্ধ হয়ে যায় নলবাড়ী বিল হতে দুবলিয়া গ্রাম পর্যন্ত প্রায় ৬-৭ কিলোমিটার জায়গা। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় দশ বছর ধরে দুই হাজার একর জমি বর্ষাকালে জমি অনাবাদি হয়ে পড়ে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন ঐ এলাকার কৃষকেরা। এ সব দিক বিবেচনায় স্বাভাবিক পরিবেশে চাষাবাদের লক্ষ্যে একটি ক্যানেল সংস্কারের কার্যক্রম শুরু করেন ইউনিয়ন পরিষদ।

গত ২১ জুলাই (শুক্রবার) বিকেলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃষক সমাবেশে ৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রশস্ত করে ক্যানেল খননের পরিকল্পনা করা হয়।
এর পরে গত ২৪ জুলাই (সোমবার) দুপুরে
কাবিখা প্রকল্পের আওতায় নলবাড়ী মাটিয়ালের ব্রিজ থেকে পুষুপাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এই ক্যানেল সংস্কার কাজের উদ্বোধন করেছিলেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন। সেখানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য/সদস্যা এবং ওই এলাকার কৃষকগণ।
এতে জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে ওই এলাকার কৃষিজমিগুলো চাষাবাদের উপযোগী হবে শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ওই এলাকার চাষীরা। দীর্ঘদিন পর তাদের জমিতে আরও চাষাবাদ হবে জেনে হাসি ফুটেছে কৃষকদের মুখে।

স্থানীয় কৃষকরা সকালের সময়কে জানান, প্রায় দশ বছর ধরে বর্ষা আসলেই জলাবদ্ধতা তৈরি হয়ে ক্যানেলের দুই পাশে শত শত একর জমি অনাবাদি থেকে যেত। যার ফলে বর্ষা মৌসুৃমে আমাদের কষ্টে দিনযাপন করতে হতো। ইউনিয়ন পরিষদের উদ্যোগে ক্যানেল সংস্কার করা হয়েছে এখন আমরা আবারও চাষাবাদ করতে পেরেছি এটা ভেবেই খুব আনন্দ লাগছে। এজন্য কৃষকরা আমরা ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন সকালের সময়কে বলেন, ওই এলাকায় জলাবদ্ধতা ছিল একটি অভিশাপ স্বরুপ।
'"এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না" প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে এবং দীর্ঘদিন ধরে এ জলাবদ্ধতায় কৃষকদের দুঃখ দুর্দশার কথা উপলব্ধি করে ক্যানেল সংস্কার করা জরুরি মনে করি। জনগণের ভোগান্তি লাঘবে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলাম এমনকি উর্দ্ধতন কর্মকর্তার সাথে বহুবার যোগাযোগও করেছি। পার্শ্ববতী জমির মালিক ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় এই কাজ সফল করতে পেরেছি। এখন ওই এলাকার কৃষকেরা আমন চাষ করতে সক্ষম হয়েছে এবং তাদের মুখে হাসি ফুটেছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত