ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

সম্মিলিত প্রচেষ্টায় খুবিকে এগিয়ে নিয়ে যেতে হবে : খুবি উপাচার্য


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২২-৮-২০২৩ রাত ৯:৩৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘টিচিং লার্নিং আন্ডার ওবিই ফ্রেমওয়ার্ক’ শীর্ষক দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ ২২ আগস্ট (মঙ্গলবার) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, শিক্ষকরা মহান পেশায় নিয়োজিত। এ পেশায় নিজেকে আত্মনিয়োগ করে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একক প্রচেষ্টায় সব কিছু করা যায় না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়কে কাক্সিক্ষত লক্ষ্যে দিকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদেরও পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। এজন্য অল্প সময়ের মধ্যে ওবিই কারিকুলা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আত্মস্থ করতে পেরেছেন, এটাই আমাদের সার্থকতা। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এমন একটি প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। পরে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন প্রফেসর ড. মো. রায়হান আলী, প্রফেসর ড. সাবিহা হক ও প্রফেসর সেহরীশ খান। এর আগে সকালে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. সালেকুল ইসলাম ও ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) আইকিউএসির পরিচালক ড. রাজিব লোচন দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। টেকনিক্যাল সেশন শেষে ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

সড়ক দুর্ঘটনা রোধে পিরোজপুর সড়ক বিভাগ এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে

রায়গঞ্জের সলঙ্গায় গণেশের মূর্তি উদ্ধার

রায়গঞ্জে অবৈধ ১টি ভাটা গুড়িয়ে দিয়ে ৩ টি ইটভাটায় ৮ লক্ষাধিক টাকা জরিমান আদায়

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে খানসামায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

নরসিংদীতে ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার

নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার

খালিয়াজুরীর ধনু নদ থেকে তিন মাছ শিকারীর লাশ উদ্ধার

মিরসরাইয়ে বাবার বসত ঘরে তালা দিলো ছেলে

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা' নিপীড়ন' ধর্ষন ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

সন্দ্বীপে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভাওয়াল কলেজ ছাত্রদলের মানববন্ধন

ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

প্রথম স্ত্রীকে খুশি করতে ২য় স্ত্রী হাসিনার মাথা কেটে দেহ আলাদা করে হত্যা, গ্রেফতার স্বামী