ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

খানসামায় ঋণের টাকায় কেনা অটোভ্যান চুরি;দিশেহারা দিনমজুর পরিবার


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৭-৮-২০২৩ বিকাল ৬:২০

দিনাজপুরের খানসামায় ঋণের টাকায় কেনা ২টি ব্যাটারিচালিত অটোভ্যান চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মিল্লাত ওরফে (পাগলা) এবং তার ছেলে মামুন নামে দুই দিনমজুর।

জানা যায়, গত ২৫ আগষ্ট (শুক্রবার) দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় নিজ বাড়ির বারান্দায় শিকল ও তালা লাগিয়ে অটোভ্যান চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে ভ্যান না পেয়ে চিৎকার দিতে থাকে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি সবার।
মিল্লাত ওরফে (পাগলা) খানসামা উপজেলার খামার পাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
মিল্লাতের পরিবার ও তার প্রতিবেশীরা জানান,
মিল্লাত (পাগলা) কারিতাস এবং তার ছেলে মামুন ব্র্যাক থেকে ঋণের টাকায় ভ্যান দুইটি সাজিয়েছেন। এখনো কিস্তি পরিশোধ হয়নি। এর মধ্যেই চুরি হয়ে গেল ভ্যান দুইটি। অটোভ্যান দুইটিই ছিল পিতা পুত্রের আয়ের একমাত্র অবলম্বন। ভ্যান চালিয়ে যে সামান্য আয় হতো তা দিয়ে তাদের সংসার কোনোমতো চলত।
আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে শনিবার দিনভর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি হয়ে যাওয়া ভ্যান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তারা। এমনকি তাদের চোখমুখে নেমে এসেছে অন্ধকার।

মিল্লাত পাগলা'র স্ত্রী গুলজান (৩৬) সকালের সময়কে মুঠোফোনে জানান, ভ্যান চালিয়েই ২ মেয়ের বিয়ে দিয়েছি এখনও মেয়ের বিয়েতে ঋণের টাকাই বাকী আছে তারপরেও কারিতাস থেকে লোন নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তার স্বামী। এখনো শোধ হয়নি কিস্তির টাকা। এখন কীভাবে চলবে তাদের সংসার?
দিনাজপুরের নূরজাহান কামিল মাদ্রসার আইসিটি প্রভাষক আব্দুর রহমান লিটন সকালের সময়কে বলেন,মিল্লাত পাগেলা ও তার ছেলে দুজনেই দরিদ্র, দিনমজুর। সংসারের জীবিকা নির্বাহের জন্য একমাত্র অটোভ্যান ছিল তাদের সম্বল। কিন্তু অটোভ্যানদুটি চুরি হওয়ায় তার শেষ সম্বল আর নাই। আয়ের পথ বন্ধ হয়ে নিরুপায় হয়ে পড়েছে।
তিনি আরও জানান, কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি খানসামা উপজেলায় ব্যাপক চুরি হচ্ছে। চৌকারদারী টহল আরো জোড়দার করার জন্য, নিয়ম শৃংখলা বাহিনী, প্রশাসন, স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ কামনা করছি।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত