ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

খানসামায় ঋণের টাকায় কেনা অটোভ্যান চুরি;দিশেহারা দিনমজুর পরিবার


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৭-৮-২০২৩ বিকাল ৬:২০

দিনাজপুরের খানসামায় ঋণের টাকায় কেনা ২টি ব্যাটারিচালিত অটোভ্যান চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মিল্লাত ওরফে (পাগলা) এবং তার ছেলে মামুন নামে দুই দিনমজুর।

জানা যায়, গত ২৫ আগষ্ট (শুক্রবার) দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় নিজ বাড়ির বারান্দায় শিকল ও তালা লাগিয়ে অটোভ্যান চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে ভ্যান না পেয়ে চিৎকার দিতে থাকে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি সবার।
মিল্লাত ওরফে (পাগলা) খানসামা উপজেলার খামার পাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
মিল্লাতের পরিবার ও তার প্রতিবেশীরা জানান,
মিল্লাত (পাগলা) কারিতাস এবং তার ছেলে মামুন ব্র্যাক থেকে ঋণের টাকায় ভ্যান দুইটি সাজিয়েছেন। এখনো কিস্তি পরিশোধ হয়নি। এর মধ্যেই চুরি হয়ে গেল ভ্যান দুইটি। অটোভ্যান দুইটিই ছিল পিতা পুত্রের আয়ের একমাত্র অবলম্বন। ভ্যান চালিয়ে যে সামান্য আয় হতো তা দিয়ে তাদের সংসার কোনোমতো চলত।
আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে শনিবার দিনভর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি হয়ে যাওয়া ভ্যান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তারা। এমনকি তাদের চোখমুখে নেমে এসেছে অন্ধকার।

মিল্লাত পাগলা'র স্ত্রী গুলজান (৩৬) সকালের সময়কে মুঠোফোনে জানান, ভ্যান চালিয়েই ২ মেয়ের বিয়ে দিয়েছি এখনও মেয়ের বিয়েতে ঋণের টাকাই বাকী আছে তারপরেও কারিতাস থেকে লোন নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তার স্বামী। এখনো শোধ হয়নি কিস্তির টাকা। এখন কীভাবে চলবে তাদের সংসার?
দিনাজপুরের নূরজাহান কামিল মাদ্রসার আইসিটি প্রভাষক আব্দুর রহমান লিটন সকালের সময়কে বলেন,মিল্লাত পাগেলা ও তার ছেলে দুজনেই দরিদ্র, দিনমজুর। সংসারের জীবিকা নির্বাহের জন্য একমাত্র অটোভ্যান ছিল তাদের সম্বল। কিন্তু অটোভ্যানদুটি চুরি হওয়ায় তার শেষ সম্বল আর নাই। আয়ের পথ বন্ধ হয়ে নিরুপায় হয়ে পড়েছে।
তিনি আরও জানান, কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি খানসামা উপজেলায় ব্যাপক চুরি হচ্ছে। চৌকারদারী টহল আরো জোড়দার করার জন্য, নিয়ম শৃংখলা বাহিনী, প্রশাসন, স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ কামনা করছি।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন