ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আপগ্রেডেশন বোর্ডের সভা ঘিরে পাবিপ্রবি কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৮-৮-২০২৩ বিকাল ৫:১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আপগ্রেডেশন বোর্ডের সভা ঘিরে ধাক্কাধাকি। ৯ দফা দাবি তুলে ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়া পাবিপ্রবি কর্মকর্তা সমিতির সদস্যদের সাথে ভিসি সদস্যদের এই ধাক্কাধাকির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষ দর্শীরা জানান। তবে প্রশাসন বলছে, আপগ্রেডেশন বোর্ডের সভা বাধাগ্রস্ত করতে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে কর্মসূচি দেয় কর্মকর্তারা।
সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আপগ্রেডেশন বোর্ডের সভা শুরু হয়। আর সকাল ১০টা  থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে সমিতির সদস্যরা।
সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে সমিতির সদস্যরা বাধা দেন। এতে উপাচার্যের সহযোগিদের সঙ্গে সমিতির সদস্যদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বাধা উপেক্ষা করেই উপাচার্য কার্যালয়ে আপগ্রেডেশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অবস্থান কর্মসূচির ২ ঘণ্টার মাথায় কর্মসূচি সমাপ্ত করেন সমিতির সদস্যরা।
কর্মকর্তা সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে-নীতিমালা অনুযায়ী আপগ্রেডেশনের মেয়াদপূর্ণ হওয়ায় কর্মকর্তাদের আপগ্রেডেশন দ্রুত সময়ের মধ্যে করা, এডহক ভিত্তিতে কর্মরত কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ  দেয়া, কর্মকর্তাদের নিয়োগবিধি সংশোধন করা, কর্মকর্তাদের শিক্ষাছুটি, লিয়েন ছুটিসহ যাবতীয় প্রাপ্র ছুটি হয়রানি ছাড়া প্রদান করা, কর্মকর্তাদের সুযোগ-সুবিধা না পাওয়ার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হয়; কিন্তু সুযোগ-সুবিধা পাওয়ার  ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হয় না, এমন দ্বৈতনীতি পরিহার করা, মরহুম ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মোঃ শহিদুল ইসলামের সহধর্মিনীর চাকরির ব্যবস্থা করা, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য গঠিত উপ-কমিটির সকল কর্মকর্তাকে অন্তর্ভূক্ত করা এবং ৪% গৃহনির্মাণ ঋণ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন।
নামপ্রকাশ্যে অনিচ্ছুক প্রশাসনের কয়েকটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এক পক্ষ পদোন্নতির জন্য চেষ্টা করছেন। তারা এবারও উপেক্ষিত। এজন্য আজকে তারা এই সভা বাধাগ্রস্ত করতে অবস্থান নিয়েছে। আজকে যারা প্রার্থী ছিলেন তারা তৃতীয় একটি পক্ষের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।
এবিষয়ে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বলেন, ‘আমাদের দাবিগুলো দীর্ঘদিনের, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের বারবার আশ্বাস দিয়েও বাস্তবায়ন করছে না। এজন্য আমাদের আজকের কর্মসূচি। এখানে তৃতীয় কোনো পক্ষে ইন্ধন নেই। থাকলে তো আপগ্রেডেশন বোর্ডের সভা কক্ষে গিয়েই বাধা দিতাম। আর অবস্থান কর্মসূচি সাধারণত স্বল্পসময়ের জন্যই হয় এজন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে অবস্থান শেষ করেছি।’
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আওয়াল কবির জয় বলেন, ‘সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কোনো পদ যদি শূন্য থাকে তাহলে বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দিতে হবে। এখানে পদোন্নতির কোনো সুযোগ নেই। আমার জানা মতে বিজ্ঞপ্তি দিয়ে কাউকে না পেয়ে দুইজনকে এরকম শূন্য পদে পদোন্নতি দিয়েছে। এজন্য কর্মকর্তা সমিতির সদস্যরা শূন্য পদে পদোন্নতির জন্য আজকের এই আন্দোলন করছেন বলে আমি জানতে  পেরেছি। তাদের দাবি-যদি একজন-দুজনকে দেয়া হয় তাহলে তাদেরকেও দেয়া হোক।’
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 
তবে প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ‘বিষয়টি আমি পুরোপুরিভাবে জানি না। এখন তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে কর্মকর্তারা এই কর্মসূচি দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বা কেন তারা অবস্থান নিয়েছিল সেটা যাচাইয়ের চেষ্টা চলছে।’

এমএসএম / এমএসএম

আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি