২১বছর আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে পারিনি- বাহাউদ্দিন নাছিম

"১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে পর্যন্ত ২১বছর আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে পারিনি। খুনি জিয়ার সরকার, স্বৈরাচারী এরশাদ সরকার, খালেদা-নিজামীর সরকার বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করেছে, তাদের পৃষ্ঠপোষকতা করেছে। তাদের পৃষ্ঠপোষকতার কারণে ২১ বছর আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে পারিনি।"
২৮ আগস্ট, সোমবার বিকাল ৩:৩০টায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এইসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, বিএনপি জামাতের রাজনীতির লক্ষ্য হলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। বাংলাদেশকে আত্মমর্যাদাশীল দেশে পরিণত হতে না দেওয়া। তাদের সেই রাজনীতি এখনো চলছে৷ তারা তাদের লক্ষ্য বাস্তবায়নে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে। ২১আগস্ট গ্রেনেড হামলা করে তাদের প্রধান টার্গেট ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করা। তারা আমেরিকার মাটিতে সজিব ওয়াজেদ জয়কে হত্যা করতে চেয়েছে। তারা শুধু বঙ্গবন্ধুর পরিবারকেই নয়, তার আদর্শের অনুসারীদেরকেও হত্যা করতে চায়। কারণ তাদের উদ্দেশ্যই হলো বাংলাদেশকে ব্যর্থ করে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করা। বাংলা ও বাঙালি জাতিকে নিঃশেষ করে দিতে চায়। বাংলাকে দুর্ভিক্ষের ঘাটিতে পরিণত করতে চায়। কিন্তু তাদের এইসব প্রচেষ্টা সফল হয়নি। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সফলতার দিকে এগিয়ে চলছে। আজকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশকে সল্পোন্নত রাষ্ট্রে পরিণত করেছিলেন, দেশের প্রবৃদ্ধি ছিল ৯%। তার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকার এত পরিমাণ প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ সফল হোক এটা তারা চায় না। আমরা দেখেছি তারা সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা করেছে। সিরিজ বোমা হামলা, গ্রেনেড হামলা, বাংলা ভাই, শায়খ আবদুর রহমানকে তারা সৃষ্টি করেছে। আমরা এইসব সাম্প্রদায়িক সন্ত্রাসীদের নির্মুল করতে চাই। আমরা কৃষিবিদরা যদি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বিএনপি জামাত অপশক্তি কোনোদিনও সফল হতে পারবে না। আমরা সাধারন মানুষের কাছে গিয়ে শেখ হাসিনার সাফল্যকে তুলে ধরার মাধ্যমে আবারো গণতন্ত্রের বিজয় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ এর উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কেআইবি'র সাবেক মহাসচিব কৃষিবিদ মোঃ মোবারক আলী। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, কৃষিবিদ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেআইবি'র সহ-সভাপতি কৃষিবিদ ডা. মোঃ মাহবুব আলম ফারুক।
এমএসএম / এমএসএম

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

দেশের স্বার্থেই কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে- ভেটেরিনারি অনুষদের ডিন

সভায় বসেছে প্রকৌশলীদের দাবি নিয়ে গঠিত কমিটি

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার
