ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরাধমুক্ত হোক


আব্দুর রহিম photo আব্দুর রহিম
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ৪:১৭

যে অসহায় মানুষগুলোকে আমরা মেহমান হিসেবে গ্রহণ করেছিলাম; আজ তারা আমাদের গলার কাঁটা। তাদের আচরণ আর কর্মকাণ্ডে আমরা ভীতসন্ত্রস্ত। এমন কোনো অপরাধ নেই তারা করছে না। কিন্তু কেন? আমরা তো তাদের ভাই ভেবেছিলাম। খাবার, ঘর ভাগ করে দিয়েছিলাম। দিয়েছিলাম পরনের কাপড়। ভাবতে অবাক লাগে- এখন তাদের ভয়ে আমরা তটস্থ থাকছি! এই, কখন যেন তারা কাকে তুলে নিয়ে যায়। হত্যা করে; কিংবা আমাদের মাল লুটে নেয়। বলছিলাম রোহিঙ্গাদের কথা। রোহিঙ্গা সন্ত্রাসীদের কারণে কক্সবাজারে এখন অস্ত্রের ঝনঝনানী। আসলে তাদের নিয়ে কিছু এনজিও এবং বিদেশি সংস্থা ‘খেলছে’। এই খেলা বন্ধ করতে হবে। তাদের প্রত্যাবাসনে বিরোধিতা করা যাবে না। তারা তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে গেলেই সব সমস্যার সমাধান হবে।
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হত্যা, ধর্ষণ, খুন, গুলি, লুটতরাজ, মাদক ব্যবসা নিত্য ঘটনায় পরিণত হয়েছে। তাদের কারণে বেড়েছে সামাজিক অস্থিরতা। রোহিঙ্গা সন্ত্রাসীদের জন্য কক্সবাজারের পাহাড়ে গড়ে উঠেছে অস্ত্রের কারখানা। সম্প্রতি এমন একটি অস্ত্রের কারখানার সন্ধান পায় র‌্যাব। সেখান থেকে ৬ জনকে আটক করা হয়। তারা র‌্যাবকে জানিয়েছে- এই অস্ত্রের একটা অংশ যেত রোহিঙ্গা ক্যাম্পে। এ কারণে ওই এলাকা অস্থির হয়ে উঠেছে।
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর চৌধুরীর কথায় উঠে এসেছে ভয়ের কথা। তার ভাষ্য, আমরাই এখন আতঙ্কে থাকি। রোহিঙ্গারা আসার পর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা চুরি, ডাকাতি, খুন, অপহরণ, মাদকসহ নানা ধরনের অপরাধে যুক্ত। এলাকার অনেক মানুষকে তারা অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে। আমরা সরকারের ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানিয়েছি। আপাতত রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নিরাপত্তা বাড়ানোর জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। এই আতঙ্ক শুধু কবীর চৌধুরীর নয়। ওই এলাকার সব বাসিন্দা একই ধরনের কথা বলছেন। তাদের দাবি- রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরাধমুক্ত হোক।
গণমাধ্যমের খবর অনুসারে, টেকনাফের হ্নীলা রঙ্গীখালি এলাকার দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা ও ডাকাত দলের আস্তানায় অভিযান চালায় র‌্যাব-১৫। সেখানে অস্ত্রের কারাখানার সন্ধান মেলে। সেখান থেকে দুইটি একনলা লম্বা বন্দুক, চারটি এলজি, একটি অর্ধনির্মিত এলজি, সাত রাউন্ড শটগানের কার্তুজ, ১০ রাউন্ড রাইফেলের কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি আগুন জ্বালানোর মেশিন, দুইটি লেদ মেশিন, দুইটি বাটাল, দুইটি লোহার পাইপসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হকের ভাষ্য, এই চক্রের প্রধান ফয়সাল উদ্দিন ওরফে ফয়সালকে ৫ সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গহীন পাহাড়ে একাধিক ডাকাত চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় আছে। ডাকাত চক্র প্রতিনিয়ত এলাকাবাসী এবং অন্যান্য এলাকা থেকে আগত পর্যটকদের নানাভাবে হয়রানিসহ খুন, অপহরণ ও ধর্ষণ জাতীয় অপরাধ সংঘটিত করে আসছে। সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এই অস্ত্র কোথায় যায়? জানতে চাইলে র‌্যাব কর্মকর্তা বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছেও যায় এই অস্ত্র। আসলে ২০১৭ সালের আগ পর্যন্ত এখানে মাদকের অত বেশি বিস্তার ছিল না। রোহিঙ্গারা আসার পর মাদকের বিস্তার বেড়েছে। আর এই মাদকের কারণে অস্ত্রের ব্যবহারও বাড়ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলো সীমান্তের এত কাছে যে, অপরাধীরা কোনোভাবে সীমান্ত পার হলেই এদের ক্যাম্পে চলে আসে। আর কোন সন্ত্রাসী যদি ওই ক্যাম্পে একবার ঢুকে পড়ে তাহলে তাকে ধরা বেশ কঠিন। এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা অভিযান করি। গত এক বছরে এই এলাকা থেকে আমরা প্রায় দেড়শ অস্ত্র উদ্ধার করেছি। শুধু এবারই নয় গত জানুয়ারিতে টেকনাফে টানা ৯ ঘণ্টা অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতদলের ৬ সদস্যকে আটক করে কোস্টগার্ড। তখন কোস্টগার্ডের কর্মকর্তা লে. কমান্ডার বি এন আব্দুর রহমান বলেছিলেন, শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাতদল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত সদস্যরা দ্বীপের বনের মধ্যে লুকিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড দ্বীপটি চারদিক থেকে ঘেরাও করে ৬ জন সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। তখন তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ২টি, একনলা বন্দুক ৩টি, এলজি ২টি, শটগান একটি, দেশি পিস্তল ৬টি, ম্যাগাজিন ৪টি, তাজা গোলা ৪৫০ রাউন্ডসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদের ভাষ্য, এত অল্প জায়গায় এত বেশি মানুষ থাকলে নিরাপত্তা সংকট তো হবেই। এখন এই সংকটের সমাধান যেভাবে সম্ভব, সেটা তো হচ্ছে না। ওদের ফেরত পাঠিয়ে দিতে পারলেই সমস্যার সমাধান হয়ে যেত। এখন সেটা তো সম্ভব হচ্ছে না। ফলে আমাদের যেটা করা দরকার, সেটা হল, নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে হবে। নিরাপত্তা বাহিনীর সদস্যও বাড়াতে হবে। পাশাপাশি মিয়ানমারের উপর চাপ সৃষ্টি অব্যহত রাখতে হবে, যাতে দ্রুত রোহিঙ্গাদের ফেরানো যায়।
গণমাধ্যমের খববে বলা হয়, গত মাসেও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। অষ্টম এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর তখন বলেছিলেন, ক্যাম্পে দুই দল রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আরও দুইজন মারা যান। এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ক্যাম্প নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষ। এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে।
এখন কথা হলো রোহিঙ্গারা কি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চেয়ে শক্তিশালী? আমি বলব- অবশ্যই না। এ দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জঙ্গিদের পরাস্থ করেছে। তারা জঙ্গিদের প্রায় সমূলে উৎপাটন করেছে। আর রোহিঙ্গা সন্ত্রাসীরা তো জঙ্গিদের কাছে কিছুই না। তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। অপরাধীদের গ্রেফতার করে রোহিঙ্গা ক্যাম্প নিরাপদ করতে হবে। নিরাপদ করতে হবে কক্সবাজারকে। আমাদের প্রিয় মাতৃভূমিতে কোনো সন্ত্রাসীর স্থান নেই- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথা বাস্তবে রূপ দিতে হবে। লেখক: সিনিয়র সাংবাদিক

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত

দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

কুমিল্লায় ৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকে হস্তান্তর করলো বিএসএফ

সন্ত্রাসী কায়দায় বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে লিগ্যাল নোটিশ

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প: রেলের প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয়

বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিতে ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি

বাগেরহাটে ইসলামী আন্দোলনের প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিমের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

সাবেক চেয়ারম্যান জাফরপত্নী আমিনার জেল

নাগরপুরে টিটিসি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ পারভীন দূর্নীতির সাম্রাজ্য গড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নড়াইল-১ আসনে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ