শিবচরে বর্ণাঢ্য আয়োজনে ৪৫ তম বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাদারীপুর জেলার শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে শিবচর পৌরসভার হেলিপ্যাড সংলগ্ন চৌধুরী বাড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন খান দিলু, শিবচর পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেমায়েত হোসেন খান,উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শামিম আহসান চৌধুরী,মহিলা দলের নেত্রী সুহাদা আক্তার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান মিলন,উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব বিদ্যুৎ দত্ত প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তার নিজ হাতে গড়ে তোলা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আজ প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা আজ এগিয়ে চলেছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,এখন থেকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে আরো শক্তিশালী করা যায় তার জন্য প্রতিদিন একজন দুইজন লোকের সাথে কথা বলেন।আপনার আপনাদের প্রতিবেশিদের সাথে কথা বলনে,বন্ধুদের সাথে কথা বলেন,আত্মীয় স্বজনদের বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেন।আমাদের দল এখনো স্বীধান্ত নেয়নি নির্বাচনে যাওয়ার। যদি যায় তাহলে আমরাও যাবো।আমাদের প্রস্তুুতি থাকবে কারন আমরাও একটি গনতান্ত্রিক দল।আপনারা সবাইকে বলবেন আপনাদের দু:খের দিন শেষ এখন বুকভরে হাসবেন।আমি আর একটি কথা বলবো, একজন রোগী যখন অসুস্থ হয় তখন প্রথম তাকে আইসিইউতে নেয় তার পর তাকে সিসিইউতে নেয় এর পরে লাইফ সাপোর্টে নেয়।আপনারা মনে করবেন আওয়ামী লীগ অলরেডি সিসিইউতে ডুকে গেছে। আগামী ১ মাসের মধ্যে লাইফ সাপোর্টে যাবে ইনশাআল্লাহ।
পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সামনের দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্বে দলীয় সকল কর্মসূচী বাস্তবায়নের আহবান জানান।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
