ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

শিবচরে বর্ণাঢ্য আয়োজনে ৪৫ তম বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১-৯-২০২৩ দুপুর ৪:৩৮

মাদারীপুর জেলার  শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর)  সকালে শিবচর পৌরসভার হেলিপ্যাড সংলগ্ন চৌধুরী বাড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা  বিএনপির সদস্য দেলোয়ার হোসেন খান দিলু, শিবচর পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেমায়েত হোসেন খান,উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শামিম আহসান চৌধুরী,মহিলা দলের নেত্রী সুহাদা আক্তার  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান মিলন,উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব বিদ্যুৎ দত্ত প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তার নিজ হাতে গড়ে তোলা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আজ প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা আজ এগিয়ে চলেছি।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,এখন থেকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে আরো শক্তিশালী করা যায় তার জন্য প্রতিদিন একজন দুইজন লোকের সাথে কথা বলেন।আপনার আপনাদের প্রতিবেশিদের সাথে কথা বলনে,বন্ধুদের সাথে কথা বলেন,আত্মীয় স্বজনদের বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেন।আমাদের দল এখনো স্বীধান্ত নেয়নি নির্বাচনে যাওয়ার। যদি যায় তাহলে আমরাও যাবো।আমাদের প্রস্তুুতি থাকবে কারন আমরাও একটি গনতান্ত্রিক দল।আপনারা সবাইকে বলবেন আপনাদের দু:খের দিন শেষ এখন বুকভরে হাসবেন।আমি আর একটি কথা বলবো, একজন রোগী যখন অসুস্থ হয় তখন প্রথম তাকে আইসিইউতে নেয় তার পর তাকে সিসিইউতে নেয় এর পরে লাইফ সাপোর্টে নেয়।আপনারা মনে করবেন আওয়ামী লীগ অলরেডি সিসিইউতে ডুকে গেছে। আগামী ১ মাসের মধ্যে লাইফ সাপোর্টে যাবে ইনশাআল্লাহ। 

পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সামনের দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্বে দলীয় সকল কর্মসূচী বাস্তবায়নের আহবান জানান।   

এমএসএম / এমএসএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী