সোনাইমুড়ীতে নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স হাইকোর্টের স্থগিতাদেশ

হাইকোর্টের নং-১৫০৫৯/২০২২ রীট মামলায় ডিভিশন বেঞ্চ কর্তৃক গত ২২ আগস্ট নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের জনৈক মোহাম্মদ আনোয়ার হোসেন এর নিকাহ রেজিষ্ট্রার লাইসেন্স এর উপর স্থগিতাদেশ দেয়া হয়।
এর আগে গত ১মার্চ (স্মারক নং-১০৫) মোহাম্মদ আনোয়ার হোসেন তার নিজ এলাকা চাটখিল উপজেলার ৪ নং বদলকোর্ট ইউনিয়নের প্যানেলে ১ নং ক্রমিকধারী হিসেবে নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করলে সে প্যানেলটির বিরুদ্ধে আদালতে মামলা হলে ২০১৮ সালে (মামলা নং-৩২৩০/২০১৮) সেটিও হাইকোর্ট ০৬-০৩-২০১৮ ইং তারিখে স্থগিতাদেশ দেন।
জানা যায়, অযোগ্য, তথ্যগোপনকারী ও প্রতারনার আশ্রয়কারী প্যানেলে ১নং ক্রমিকধারী মোহাম্মদ আনোয়ার হোসেনকে গত ২৪-০৭-২০২৩ ইং তারিখে ১০.০০.০০০০.১৩১.১১.০৮৯.০৫-২৬৩. নং স্বারকে নিকাহ রেজিষ্ট্রার লাইসেন্স প্রদান এবং গত ১৩-আগস্ট ৫৬৭/৬ নং স্বারকে নোয়াখালী জেলা রেজিস্ট্রার অফিস আদেশ প্রদান করেন।
মোহাম্মদ আনোয়ার হোসেন চাটখিল উপজেলার (অন্য উপজেলা) ৪ নং বদলকোর্ট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড (হিরাপুর-নিশ্চিন্তপুর) হিরাপুর গ্রামের মোঃ বেলায়েত হোসেনের ছেলে ও উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা।
বিষয়টিকে চ্যালেঞ্জ করে নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার নিয়োগে ২৬/১০/২০২২ ইং তারিখে ২১১ নং স্বারকে প্যানেলভুক্ত ২নং ক্রমিকধারী মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁঞা মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন নং-১৫০৫৯/২০২২ দায়ের করিলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কর্তৃক উক্ত নিকাহ রেজিষ্ট্রার লাইসেন্স এর উপর স্থগিতাদেশ প্রদান করেন।
গত ২০২০ সালে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের কাজী হাফিজ উদ্দিনের মৃত্যুজনিত কারনে পদটি শূণ্য হয়। গত ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুরী সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও সোনাইমুড়ীর তৎকালীন সাবরেজিস্টার সুমন ঘোষ স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে প্যানেলের ১ নং ক্রমিকধারী মোহাম্মদ আনোয়ার হোসেন ও ২ নং ক্রমিকধারী মেহাম্মদ বেলাল হোছাইন ভূঁঞা সহ মোট ৬ জন নিয়োগের জন্য আবেদন করে।
এর মধ্যে ৫ আবেদনকারী সোনাইমুড়ী পৌরসভা এলাকার বাসিন্দা হলেও চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নের ৫নং ওয়ার্ড (হিরাপুর-নিশ্চিন্তপুর) হিরাপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসেনকে প্যানেলে ১ নং দেখিয়ে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুরী সংক্রান্ত উপদেষ্টা কমিটি নিয়ম নীতির তোয়াক্কা না করে
বিধি লঙ্ঘন করে নিয়োগ বিজ্ঞপ্তি গোপন রেখে আবেদনকারীদের সাক্ষাৎকার ছাড়া গত ২৫-১০-২০২২ইং তারিখে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক নিকাহ রেজিস্ট্রার প্যানেল প্রস্তুত করে পরের দিন ২৬-১০-২০২২ইং (স্বারক নং-২১১ মন্ত্রণালয়ে প্রেরণ করে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুরী সংক্রান্ত উপদেষ্টা কমিটি।
মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ এর বিধান মোতাবেক নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মৃত্যুজনিত কারনে নিকাহ রেজিস্ট্রারের পদ শূণ্য হওয়ায় উক্ত শূণ্য পদে লাইসেন্স প্রদানের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতকল্পে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিকট হতে গত ২৬-০৯-২০২২ হতে ১১-১০-২০২২ ইং তারিখের মধ্যে দরখাস্ত নেয়া হয়।
এতে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুরী সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সুমন ঘোষ বরাবর ৬ জন প্রার্থী আবেদন করে।
উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে ৬ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই করে প্রস্তুতকৃত প্যানেলভূক্ত ৩ জন প্রার্থীর নামের তালিকা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব বরাবর প্রেরণ করেন।
প্যানেলের ১ নং ক্রমিকধারী মোহাম্মদ আনোয়ার হোসেন চাটখিল উপজেলা ও থানা (অন্য উপজেলা ও থানা) ৪ নং বদলকোট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হিরাপুর গ্রামে তার স্থায়ী ও বর্তমান ঠিকানা। তার জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন উপরোক্ত ঠিকানায়। সে ঠিকানা গোপন রেখে দরখাস্তে তার স্থায়ী ও বর্তমান ঠিকানা সোনাইমুড়ী থানা, সোনাইমুড়ী পৌরসভা, গ্রাম-শিমুলিয়া লিখে। যা সঠিক নয়।
পৌরসভার সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ নেয়ার বিধান থাকলে সেটি দরখাস্তে যোগ করা হয়নি।
নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুরীর (নিয়োগের) নিমিত্তে প্যানেলভুক্ত প্রার্থীদের তালিকায় ভুল তথ্য প্রদান করা হয়।
সোনাইমুড়ী উপজেলার নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুরী সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও সোনাইমুড়ীর তৎকালীন সাব-রেজিস্ট্রার সুমন ঘোষ জানান আবেদনকারী মোহাম্মদ আনোয়ার হোসেন সোনাইমুড়ী পৌরসভার ২নং ওয়ার্ড শিমুলিয়ার বাসিন্দা হিসেবে আবেদন করেন।
সোনাইমুড়ী পৌরসভার ২নং ওয়ার্ড (শিমুলিয়া) কাউন্সিলর মোঃ জাকির হোসেন (লাতু) জানান আনোয়ার হোসেন নামে কোন ব্যাক্তিকে আমি প্রত্যয়ন/নাগরিকত্ব সনদ প্রদান করি নাই। আনোয়ার হোসেন আমার এলাকার বাসিন্দা নয় এখানে তার কোনো বাড়ী-ঘর নেই।
নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স মঞ্জুরীর (নিয়োগ পক্রিয়াতে) নিমিত্তে প্যানেলভুক্ত প্রার্থীদের তালিকায় যোগ্য প্রার্থীকে অগ্রাধিকার না দিয়ে অযোগ্য প্রার্থীকে যোগ্য করে ১ নং ক্রমিকধারী হিসেবে নাম লিপিবদ্ধ করা হয়।
এতে করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়।
এমএসএম / এমএসএম

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন
