ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কুবিতে পূজা উদযাপন পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ২:৫০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১৬ তম ব্যাচকে অনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে৷ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এই আয়োজন হয়। দীপ চৌধুরীর সঞ্চালনায় ও পরিষদের সভাপতি ধ্রুব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ১৬ তম আবর্তনের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে, এজন্য তোমাদের এগিয়ে যেতে হবে। আমার অনুরোধ তোমরা এমন কোন কাজে জড়িয়ে যাবে না যার দ্বারা এই প্রতিষ্ঠানের দেশ ও সমাজের কাছে মাথা নত করতে হবে।'

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো প্রথমেই তোমাদের অভিনন্দন জানাচ্ছি৷ আমার কিছু ভিশন আছে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে৷ এজন্য সকলের সহযোগিতা দরকার৷ মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয় দারুন উন্নতি করছে৷ 

তিনি আরো বলেন, আমি এখানে শুধু ফাইল সাইন করার জন্য আসিনি, বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বস্থানীয় জায়গায় নিয়ে যেতে চাই। মেধাবৃত্তি চালু করেছি, গবেষনা ও পাবলিকেশনে সুবিধা বৃদ্ধি করছি ও সকলকে উৎসাহিত করছি৷ খুব অল্পসময়ের মধ্যের হাই র‍্যাংকড জার্নালে আমাদের শিক্ষকরা গবেষনা প্রকাশ করছে৷ গুচ্ছেও পছন্দের তালিকায় পর পর দুই বছর আমরা শীর্ষে।

পূজা উদযাপন পরিষদের সভাপতি ধ্রুব বিশ্বাস বলেন, আমি উপাচার্য স্যারসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য৷ উপাচার্য স্যার যে অগ্রযাত্রায় শামিল হয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই৷ পাশাপাশি স্যারকে হেয় প্রতিপন্ন করার মতো ষড়যন্ত্র যারা করছে পূজা উদযাপন পরিষদ সবসময়ই তার বিপক্ষে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি