ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

অনিশ্চয়তার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের স্বপ্ন


শিকদার শফিকুল ইসলাম মাসুদ photo শিকদার শফিকুল ইসলাম মাসুদ
প্রকাশিত: ৬-৮-২০২১ বিকাল ৬:৩৭
দিন পেরিয়ে মাস,মাস পেরিয়ে বছর এভাবে কেটে গেলো কয়েকটি বছর! এরই ফাঁকে কেটে যাচ্ছে আরও একটি বছর তবুও থেমে থাকেনি আমাদের জীবনের পথচলা। স্কুলজীবন শেষ করে ভর্তি হওয়ার কথা ছিল কলেজে তরুণ সতেজ প্রাণগুলো একে অপরের সাথে তাল মিলিয়ে কাপানোর কথা ছিল কলেজ ক্যাম্পাস। কচি প্রাণগুলোর সে সুযোগ আর হয়নি। চার দেয়ালের মধ্যে মুঠোফোন কিংবা ট্যাবের স্ক্রিনে তাকিয়েই শেষ করতে হচ্ছে সাধের কলেজজীবন।
 
এই গেল শহরের উচ্চবিত্তদের জীবন গ্রামের নিম্নবিত্ত মধ্যবিত্ত জীবন যেন এক হতাশার দিন গোনে অনেকের মোবাইল ট্যাপ থাকলেও ভালো ইন্টারনেট যোগাযোগের যোগাযোগ না থাকার কারণে তারা বঞ্চিত হচ্ছে অনলাইন ক্লাস থেকে। আবার অনেক শিক্ষার্থীদের ভালোইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা থাকলেও অভিভাবকদের ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে ভুল পথের দিকে ধাবিত হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী 
 
অনেক পরিবার আবার পরিবারের অসচ্ছলতার কারণে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। তাদের ভেতর একজন ছিল মুহাম্মদ আবু সালেহ। নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হয় দেশ ও জাতির জন্য কিছু করবে। ছোটবেলা থেকেই পার হতে হয়েছে অনেক প্রতিবন্ধকতা। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে দাখিল ও আলিমে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের পাস করে। তার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। নিজের জমানো টাকা দিয়ে ভার্সিটির জন্য প্রাইভেট কোচিংও করে। কিন্তু ব্যর্থ হয়ে হতাশার দিন গুনছে। এভাবেই হাজারো তরুণ মেধাবীর প্রাণ ঝরে যাচ্ছে অকালে।
 
অনেক আশা নিয়ে গ্রামের সবার প্রিয় ছেলেটা ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। মা–বাবা অনেক দিন পর হয়তো একটু হাঁফছেড়ে বেঁচেছিলেন। এবার ছেলে আস্তে আস্তে বড় হবে, দিন যাবে দুঃখের ভার কমতে থাকবে। তবে সুখ বেশিদিন সহ্য হয় না বলে একটা কথা আছে। কয়েক সপ্তাহ ক্লাস করার পর প্যানডেমিকের জন্য যখন বন্ধ ঘোষণা করা হলো, তখন কে আর জানত, এই বন্ধই এক নাগাড়ে বছর পেরিয়ে আরেক বছর আনবে?
 
খোকা মাকে সান্ত্বনা দেয়। মা আশায় বুক বাঁধেন। কিন্তু খোকা আর আশা করতে পারে না। তার আশা করার সব শক্তি, সাহস কিংবা ইচ্ছা যেন দেশের বিধিনিষেধ আর টিকার ফাঁদে আটকে পড়েছে।
 
কবে শেষ হবে টিকাদান কার্যক্রম আর কবেই–বা উঠবে বিধিনিষেধ?প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে সব কার্যক্রম পরিচালনা করা গেলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নানা জটিলতায় সেটা সম্ভব হচ্ছে না। উন্নত দেশগুলোয় ব্লেন্ডিং পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চললেও দেশের নীতিনির্ধারকেরা কী ভাবছেন, কে জানে!
 
শ্রাবণের আকাশজুড়ে তাই আজ শুধু অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার শেষ কোথায়?

এমএসএম / জামান

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ

কোচিং-এর গোলকধাঁধায়, শ্রেণিকক্ষে পাঠদানে গুরুত্ব নেই

সাংবাদিকের দল সমর্থন গণতন্ত্রের জন্য হুমকি

ইঁদুরের কৃতজ্ঞতা

নাগরিক সেবা ও প্রত্যাশার সংকট: রাষ্ট্রীয় কর্মচারী কোথায়?

টেকসই সমাজ গঠনে সাম্য একটি অপরিহার্য ভিত্তি

শুভ জন্মাষ্টমী : সত্য, সুন্দর ও সাম্য প্রতিষ্ঠায় শান্তির বার্তা

রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য

জনগণের অংশগ্রহণে নির্বাচিতরাই কাশ্মীরের শাসক

স্বৈরশাসকের বিদায়, বিদ্রোহ ও পলায়ন

জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমান

এপিআই ও এক্সিপিয়েন্ট উৎপাদনে বাংলাদেশের আত্মনির্ভরশীলতা: স্বাস্থ্য ও অর্থনীতির নবদিগন্ত উন্মোচন

ট্রাম্প-উরসুলার বাণিজ্য চুক্তিতে স্বস্তির হাওয়া