ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

খুলনায় দুদিনের মেডিকেল ক্যাম্পে পাঁচ স্টেশনের ১৪০ বনরক্ষীর স্বাস্থ্য পরীক্ষা


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ১০:৫৬

খুলনার সুন্দরবন পশ্চিম বিভাগে দুদিনের মেডিকেল ক্যাম্পে ১৪০ জন বনরক্ষীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া না গেলেও কয়েকজনের হৃদরোগ ও ডায়াবেটিসের অবস্থা গুরুতর বলে শনাক্ত করেছেন চিকিৎসকরা। তাদের  বিশেষ চিকিৎসক দেখানোর পরামর্শ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ‍আগস্ট) দুপুরে শুরু হওয়া সুন্দরবন পশ্চিম বিভাগের দাকোপের সুতারখালী স্টেশনে দুদিনের ওই বিশেষ ক্যাম্প শুক্রবার শেষ হয়েছে। চলতি সপ্তাহে সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের ১৩০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

বনরক্ষী ও কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবনে বিদ্যুৎ ও মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় কারাগারের মতো মনে হয়। সেখানে একদিকে যেমন খাওয়ার পানির সংকট রয়েছে, তেমনি সংকট রয়েছে খাদ্যসামগ্রীর। কোনোকিছু কিনতে গেলে কয়েক ঘণ্টা ট্রলার চালিয়ে লোকালয়ে গিয়ে তা কিনতে হয়। পরিবার ও সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন বনরক্ষীরা বনের মধ্যে একপ্রকার অসহায় জীবনযাপন করেন। এর বিনিময়ে সামান্য কোনো সুবিধাও তারা পান না। এসব কারণে সুন্দরবনে নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বনরক্ষী নানান শারীরিক ও মানসিক সমস্যায় ভোগেন। কিন্তু নানা জটিলতায় তারা সহজে চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন না। এমন পরিস্থিতিতে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ একটি যুগান্তকারী মাইলফলক। এটি একদিকে যেমন বনরক্ষীদের উৎসাহিত করবে, অন্যদিকে তাদের স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করবে। এমন ব্যবস্থা চলমান রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন তারা।

তারা জানান, খুলনার শেষ লোকালয় থেকে সুন্দরবনের নীলকমল ফরেস্ট স্টেশনের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। অন্য কোনো যানবাহন না থাকায় ট্রলারে করে লোকালয়ে আসতে সময় লাগে কমপক্ষে ৭ ঘণ্টা। গত বছরের ফেব্রুয়ারিতে ওই স্টেশনের বনরক্ষী জাহিদ হোসেন (৪৬) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। ট্রলারে করে খুলনায় আনার পথে তিনি মারা যান। জাহিদ হোসেনের মতো সুন্দরবনের বনরক্ষীদের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে বা স্বাস্থ্যঝুঁকি কমাতে বিশেষ মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে।

এই মেডিকেল ক্যাম্পের আওতায় বনরক্ষীদের ইসিজি, রক্তচাপ, ডায়াবেটিস ও র‌্যাপিড করোনা পরীক্ষা করা হয়েছে। এ কাজে সার্বিক সহযোগিতা দিয়েছে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ওই স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার ও চারজন টেকনিশিয়ান চিকিৎসা সেবা দিয়েছেন। ওই ক্যাম্পের মাধ্যমে দুদিন খুলনা রেঞ্জ এলাকায় বনের মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন বন ফাঁড়ি ও স্টেশনে গিয়ে ১৪০ জনকে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেয়া হয়েছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন বলেন, স্বাস্থ্য পরীক্ষায় ৪-৫ জনের ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্তের তথ্য পাওয়া গেছে। ইসিজিতে ধরা পড়েছে একজনের হৃদযন্ত্রের অবস্থা খুবই খারাপ। চিকিৎসকরা ওই তিন-চারজনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা ও অন্যান্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। ওই ক্যাম্পের মাধ্যমে পরীক্ষা না করালে বড় কোনো অঘটনও ঘটে যেতে পারত বলে মনে করেন তিনি। তবে কারো শরীরে করোনা ভাইরাস বা সে ধরনের কোনো উপসর্গের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রত্যেককে করোনা প্রতিষেধক টিকা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন- সুন্দরবন খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দো, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন, খুলনা রেঞ্জ কর্মকর্তা মো. আবু সালেহ, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশফাক আহমেদ, বন মামলা আদালতের আইনজীবী মো. কামরুজ্জামান প্রমুখ।

এমএসএম / জামান

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ