ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

খানসামায় ধানচাষে জনপ্রিয় হচ্ছে পার্চিং পদ্ধতি


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১২-৯-২০২৩ বিকাল ৫:৫৬
দিনাজপুরের খানসামায় আমন ক্ষেতের পোকা দমনে কৃষকরা পাচিং পদ্ধতি ব্যবহার করছেন। কৃষকের কাছে পদ্ধতিটি দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে। খানসামার প্রায় ৭০ ভাগ কৃষক এ পদ্ধতি ব্যবহার করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৬টি ইউনিয়নে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৭শত ৫০ হেক্টর।
আর ধান উৎপাদনের প্রধান অন্তরায় হলো ক্ষতিকারক পোকার আক্রমণ। জমিতে সার দেওয়ার পর থেকেই ক্ষেতে ক্ষতিকর ঘাসফড়িং, চুঙ্গি, পাতা মোড়ানো ও মাজরা পোকার আক্রমণ দেখা দেয়। এ সকল পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষকরা কৃষি ও পরিবেশবান্ধব পাচিং পদ্ধতি, ডেড ও আলোর ফাঁদ ব্যবহার করছে। তবে এর মধ্যে পাচিং পদ্ধতিটা কৃষিবান্ধব পদ্ধতি।
এটি দিনদিন কৃষকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে একরপ্রতি ক্ষেতে ৯/১০ বাঁশের কাঠি ও বিভিন্ন গাছের ডাল (খুঁটি) পুঁতে দিতে হয়। এই ডালে (খুঁটি) ওপর বিভিন্ন পাখি বসে ক্ষতিকারক পোকা খেয়ে ফেলে। এ পদ্ধতি ব্যবহার করায় ক্ষেতে কীটনাশক ব্যবহার কম ও আর্থিকভাবে লাভবান হয় কৃষকরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ধান ক্ষেত ঘুরে দেখাগেছে, কৃষকরা ধানক্ষেতের মধ্যে বাঁশের কাঠি ও বিভিন্ন গাছের ডাল (খুঁটি) পুঁতে রেখেছে। এসব ডালে (খুঁটি) ওপর দোয়েল, ফিঙ্গে, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি বসে আছে। এ সকল পাখি ধানক্ষেতের পোকা খেয়ে ফেলছে।
খামারপাড়া গ্রামের কৃষক রাসেল ইসলাম জানান, ধানক্ষেতে ক্ষতিকর ঘাসফড়িং, চুঙ্গি, পাতা মোড়ানো ও মাজরা পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় পাচিং পদ্ধতি ব্যবহার করছি।
সহজপুর গ্রামের কৃষক আবু হাতেম বলেন, ধানক্ষেতে পাচিং পদ্ধতি ব্যবহার করছি।আমি ক্ষেতের মধ্যে অনেকগুলো গাছের ডাল পুঁতে রেখেছি। এসব ডালে পাখি বসে ক্ষেতের ক্ষতিকারক পোকা খেয়ে ফেলছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা শ.ম, জাহেদুল ইসলাম জানান, ক্ষতিকারক পোকার হাত থেকে ক্ষেতের ফসল রক্ষায় খানসামার অধিকাংশ কৃষক পাচিং পদ্ধতি ব্যবহার করছে। পাচিং পদ্ধতি একটি পরিবেশবান্ধব পদ্ধতি। বিনা খরচে এ পদ্ধতি ব্যবহার করে কৃষকরা যেমন পোকার হাত থেকে ফসল রক্ষা করছে তেমনি আর্থিকভাবেও লাভবান হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার জানান পাচিং পদ্ধতিে বালাইনাশকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে দ‚ষণমুক্ত রাখতে ভ‚মিকা রাখছে। সেই সঙ্গে জমিতে জৈব সার হিসেবে পাখির বিষ্ঠা পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। উপজেলাতে ধান চাষে কয়েক বছর ধরে পার্চিং পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই পদ্ধতিতে ফসলি জমিতে পুতে রাখা ডালগুলোর ওপর পাখি বসে ফসলের জন্য ক্ষতিকারক পোকা খেয়ে ফেলার ফলে আর কীটনাশক ব্যবহার করতে হয় না। যার ফলে কম খরচে অধিক ফলন পাওয়া যায়।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত