ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আগামীর বাংলাদেশ পরিচালিত হবে মুক্তিযুদ্ধের আদর্শিক নেতৃত্বের মাধ্যমেঃ পেশাজীবী সমন্বয় পরিষদ


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১৬-৯-২০২৩ বিকাল ৫:৩০

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে "মুক্তিযুদ্ধের চেতনা এবং আগামীর বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এবং বিএসএমএমইউ’র সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ.। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ। 
আলোচনা সভায় বক্তারা বলেন, ড. ইউনুস সাহেবের মামলা নিয়ে অপপ্রচার হচ্ছে৷ উনার মামলা নিয়ে সঠিক তথ্য বিশ্ববাসীকে জানাতে পারলে বিশ্বনেতারা প্রশ্ন করার সুযোগ থাকতো না। এটি একটি বিচারিক মামলা। অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে৷ শেখ হাসিনার উন্নয়ন মডেল এখন বিশ্বব্যাপী জনপ্রিয়। সবাই এই মডেলকেই অনুসরণ করছে৷ পেশাজীবি সংগঠনগুলোই পেশাদারিত্বের সাথে সেই উন্নয়নের কথাগুলো সর্বত্র পৌঁছে দিতে হবে৷ সংবিধানকে সমুন্নত রেখে সামনে এগিয়ে যেতে হবে৷ বর্তমান সরকারের চ্যালেঞ্জ হলো গুজব অপপ্রচার নিয়ন্ত্রণ করা৷ সেই গুজব অপপ্রচার রোধ করে গণতন্ত্র, অসাম্প্রদায়িক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য দেশের স্বার্থে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে৷ আগামী নির্বাচন মোকবেলায় পেশাজীবীরা সমন্বিত পরিকল্পনা করে আগাতে হবে৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র এখনো চলমান। পেশাজীবীরা অতীতের মতো সাহসের সাথেই সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে৷ সুশাসন মানে ভয়মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। মানবতা লঙ্ঘন করে পশ্চিমারাই। আগামী নির্বাচন প্রক্রিয়া আরও সহজ ও পেশীমুক্ত করতে হবে তবেই সৎ ব্যক্তিরা নির্বাচিত হবে। মুক্তিযুদ্ধের পরই অসাম্প্রদায়িক বাংলাদেশ চেতনা তৈরি করার পরিকল্পনা করা ছিল। পরে কারা এই দেশকে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছে তা নিয়ে আমাদের ভাবতে হবে। সাংস্কৃতিক সামাজিক সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে পেশাজীবীরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখনো স্বাধীনতার যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয়৷ স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলমান৷ পেশাজীবীরা সক্রিয় হয়ে সঠিকভাবেই আগাতে হবে৷ আগামী নির্বাচনেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কোথায় যাবে৷ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ গঠন করতে হলে দেশের মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

আলোচনায় অংশগ্রহণ করেন এটর্নি জেনারেল এডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, বাসসের এমডি সাংবাদিক আবুল কালাম আজাদ, নাট্যকার ও অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক গোলাম কুদ্দুস,  ডুয়েটের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মো. হাবিবুর রহমান, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত, ঢাবির সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম, বিটিভির সাবেক পরিচালক ম. হামিদ,আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আইইবির সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা,বাংলাদেশের বার কাউন্সিলের চেয়ারম্যান এডভোকেট মোখলেসুর রহমান বাদল, ঢাবির চারুকলা অনুষদের ডীন শিল্পী অধ্যাপক নিসার হোসেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম. খাবিরুজ্জামান,পিইঞ্জ, বাংলাদেশের কলেজ-শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক, জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক ফরিদা ইয়াসমিন, ঢাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল নূর দুলাল, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান, কৃষিবিদ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক কৃষিবিদ খাইরুল আলম প্রিন্স, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, রুকুন উদ্দিন পাঠান, ডাঃ মাহবুবুর রহমান বাবু, কাজী মুকুল, বিএফজেইউ এর মহাসচিব সাংবাদিক দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক আক্তার হোসেন, এডভোকেট আবদুল্লাহ আবু, অধ্যাপক হান্নানা বেগমসহ দেশ বরেণ্য পেশাজীবী-বুদ্ধীজীবী নাগরিকবৃন্দ।  
এসময় আরও উপস্থিল ছিলেন, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, ইঞ্জিনিয়ার আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী, অধ্যাপক ডাঃ মাহতাব উদ্দিন স্বপ্নীল, অধ্যাপক ড. মিজানুর রহমান মজুমদার, ইঞ্জিনিয়ার আবু মোঃ আবু তালেব দোলন, স্থপতি ড. মাসুম ইকবাল, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার শিশির কুমার শীল, ইঞ্জিনিয়ার মোঃ কামরুল হাসান, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, প্রমুখ। 

এমএসএম / এমএসএম

প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির নতুন কৌশল

সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধে আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি-ইসলামী ছাত্র আন্দোলন

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন