ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

কোটি টাকার বাণিজ্য

চট্টগ্রামে পুলিশ ও পরিবেশ কর্মকর্তার সহায়তায় নিষিদ্ধ পলিথিন কারখানা


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৯-২০২৩ বিকাল ৫:৪

চট্টগ্রামে বাকলিয়া আনু সওদাগরের কলোনি চেয়ারম্যান ঘাটা এলাকায় আইয়ুব নামের এক পুলিশ কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের অসাধু কিছু কর্মকর্তা মিলে গড়ে তোলেন সুপিয়া পলি নামের এক পলিথিন কারখানা শুরু করে। বর্তমান নাম পরিবর্তন করে নাজির প্যাকেজিং এবং বাকলিয়া পলি নামের দুটি নিষিদ্ধ পলি কারখানা চালু রয়েছে। পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন এ কারখানাগুলোর মালিকানা থাকায় ভয়ে কোন সংস্থা অভিযান করতেও সাহস করছে বলে সূত্রে জানায়।
 নিষিদ্ধ পলি(এস.ডি.পি) তাদের নিজস্ব খারখানায় উৎপাদন ও বিপণন করার কাজ দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে কোটি কোটি টাকার ব্যবসা করে আসলেও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে এই অবৈধ ও নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণন করে আসছে তারা। নিষিদ্ধ পলিথিন কারখানার স্টাফ ও স্থানীয়রা জানায়, পুলিশ ইন্সপেক্টর আইয়ুব দীর্ঘ সময় ধরে পরিবেশ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা, স্থানীয় থানা পুলিশ,  গোয়েন্দা পুলিশ ও রাজনৈতিক  নেতার সমন্বয়ে  কৌশলে চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণন কাজ। বিনিময়ে থানা পুলিশ, পরিবেশ কর্মকর্তা,  গোয়েন্দা পুলিশ ও রাজনৈতিক নেতা পায় নিয়মিত মাসোহারা নিচ্ছে ৫০ হাজার  থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। 
বর্তমান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা হিল্লোল এখন এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণন কাজে আইয়ুবের সব চেয়ে বড় সহযোগি তথ্য পাওয়া গেছে। এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মেট্রো কর্মকর্তা হিল্লোল বিশ্বাসের কাছে বক্তব্য জানতে তাঁর মুঠো  ফোনে একাধিক বার ফোন করে তিনি রিসিভ না করায় তাঁর মতামত নেওয়া সম্ভব হয়নি। এছাড়া থানা ও  গোয়েন্দা পুলিশ ম্যানেজ করে পুলিশের এক এএস আই  তিনি দীর্ঘকাল চট্টগ্রামে কর্মরত ছিলেন, বর্তমানে ডিএমপিতে কর্মরত। বিভিন্ন অনিয়ম দুনীতির অভিযোগে ডিএমপিতে বদলি হলেও চট্টগ্রামে এসে নিষিদ্ধ পলিথিন কারখানাসহ বিভিন্ন স্পট থেকে চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে। পুলিশ কর্মকর্তা আইয়ুবের ম্যানেজার হিসেবে কর্মরত সেলিম ও তার সহযোগী আরমানের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির এক সিনিয়র নেতার আত্বীয়। গত  ১৯ ডিসেম্বর  মুক্তিযোদ্ধা  মো. রফিক নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন।বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক লিখিত অভিযোগে জানায়, ১৯৯৩ সালে বিএনপি সরকারের  সময় এস আই পদে আইয়ুবের নিয়োগ হয়। ২০২১ সালে পুলিশ পরিদর্শক হন। পুলিশ পরিদর্শক হিসেবে  গোপালগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায় এক আওয়ামী কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠে। এর পর আইয়ুব বদলি হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানায়। সেখানেও আওয়ামী লীগের ৫ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতা হত্যার অভিযোগে  নিয়মিত মামলা হলে প্রাথমিকভাবে প্রমানিত হলে চাকুরী থেকে বরখাস্ত হয়। পুলিশের চাকুরী হারানোর পর তৎকালিন সময়ে চট্টগ্রামের বাকলিয়ায় আনু সওদগরের কলোনী চেয়ারম্যান ঘটনায় সুপিয়া পলি নামের এক পলিথিন কারখানা শুরু করে। বর্তমান নাম পরিবর্তন করে নাজির প্যাকেজিং এবং বাকলিয়া পলি নামের দুটি পলি কারখানা চলমান রয়েছে।  অবৈধ পলিথিন কারখার মালিক আইয়ুব চট্টগ্রামে ট্যুরিস্ট পুলিশে কর্মরত। নিষিদ্ধ পলিথিন কারখানার উৎপাদনকৃত পলিথিনগুলো  দুইটি মিনি কাভার্ড ভ্যান যার বডিতে জরুরি রপ্তানি কাজে নিয়োজিত লিখা আছে। একটি চট্টমেট্রো- ম-১১-০৭০১। অপরটি চট্টমেট্রো-ম-৫১-৮৫৫ গাড়ি দুটি দিয়ে সারা দেশে সরবরাহ করে আসছে। য়র নেতার সাথে সখ্যতার পাশাপাশি তারাও বিএনপির রাজনীতির সাথে জড়িত। 
নিষিদ্ধ এসডিপি পলিথিন কারখানার ম্যানেজার সেলিম বলেন, আমি পুলিশ আইয়ুব সাহেবের ভাগিনা আশিকের মালিকানাধীন নাজির প্যাকেজিং এ চাকুরি করি। নিষিদ্ধ পলিথিন কারখানার মালিক ও পুলিশ কর্মকর্তা আইয়ুবের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে গত 
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মুফিদুল আলম বলেন, অবৈধ কোন পলিথিন কারখানার সন্ধান পাওয়ার সাথে সাথে আমরা অভিযান করব। যদি আমাদের কোন অফিস স্টাফ অবৈধ কারখানার মালিকদের সাথে সখ্যতা গড়ে তোলে অনৈতিক লেনদেনের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হয় তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব, সে যে হবে হউক।

এমএসএম / এমএসএম

তিন ফসলের বরেন্দ্র এখন খাদ্যের ভান্ডার : কৃষি সচিব

রাজবাড়ী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সহ পরিবারের ৫ জনের ৬৫ কোটি টাকার সম্পত্তি ক্রোকের আদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চউক ঠিকাদার সমিতির দোয়া মাহফিল

লাকসামে যুবকের লাশ উদ্ধার র‌্যাব-১১ এর অভিযানে গ্রেফতার ৯

নিসচা'র ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়লেখায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, ভোক্তার জরিমানা

রাজস্থলীতে বন্যপ্রাণী রক্ষা উদ্ধার টিম কমিটি গঠিত

কালিয়াকৈরের সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

বড়লেখায় দশম গ্রেড দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

শ্রীপুরে দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত

সিংড়ায় কালভার্ট নির্মানের দাবিতে মানববন্ধন