আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল খেলা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু গোল্পকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের আঞ্চলিক প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।
সেপ্টেম্বর বুধবারে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি আরিফ্জুজামান উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় অংশ গ্রহণ করে আলফাডাঙ্গা কুঠরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বোয়ালমারী পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছেন।
খেলাটি উদ্বোধন করেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস।
আলফাডাঙ্গা শিক্ষা অফিসার প্রীতি কণা বিশ্বাসের সভাপতিত্বে খেলা পরিচালনায় ছিলেন আলফাডাঙ্গা সহকারী শিক্ষা অফিসার মো.মমিনউদ্দিন, আলফাডাঙ্গা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শমশের উদ্দিন টিটো, প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস ( বোয়ালমারী), কামরুজ্জামান সহকারী শিক্ষক ( বোয়ালমারী), ও সহকারী শিক্ষক নাহিদ আহসান।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিহাবুল ইসলাম,আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা ও আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রোকসানা পারভিনসহ আলফাডাঙ্গা ও বোয়ালমারীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম