ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিজের বিবেক বোধ থেকে পাবনার উন্নয়নে কাজ করবো : রাষ্ট্রপতি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৮-৯-২০২৩ দুপুর ১১:৭

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, নিজের বিবেক বোধ থেকে পাবনার উন্নয়নে কাজ করে যাবো। এ জন্য তিনি  দেশের সর্বোচ্চ পদে তার দায়িত্ব পালনে দল-মত নির্বিশেষে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।  বুধবার রাত ৯টার দিকে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে পাবনার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা কামনা করেন। একজন সাবেক সাংবাদিক হিসেবে তিনি পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য।
এ সময় রাষ্ট্রপতি ছাত্র রাজনীতিজীবনসহ তার সহকর্মিদের রাজনৈতিক জীবন নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করেন। ওই সময়ে ছাত্র রাজনীতির সাথে তার সাংবাদিকতা পেশার যথেষ্ট সামঞ্জস্য ছিল। মোঃ সাহাবুদ্দিন পাবনা ট্রেন লাইন চালুর ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন এবং এ নিয়ে যেন কেউ ভুল ব্যাখা না করতে পারে সে জন্য তিনি আবারও সাংবাদিকদের সহযোগিতা চান। ছাত্রনেতা হিসেবে ছাত্রজীবনের বিভিন্ন দিক ও মতাদর্শের কথা উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, কোনো সমাজ ব্যবস্থা ধার করা যায় না। রাষ্ট্রপতি বলেন, জনগণের আকাংখার ভিত্তিতে সমাজ গড়তে হবে।
তিনি আরো বলেন, ‘আমি অনেক মতবাদ দেখেছি, কিন্তু শেখ মুজিবের আদর্শ বা মুজিববাদকে হৃদয়ে ধারণ করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি।’
বীরমুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বলেন, ‘ওই সময়ে অন্য কোন মতবাদ কার্যকরী ছিল না, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারা ও আদর্শই সঠিকভাবে কাজ করছিল। তার নেতৃত্বে, আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে  দেশকে স্বাধীন করি।’
রাষ্ট্রপতি এ সময় তার সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতিমন্থন করে বলেন, ‘আমি এই পাবনা প্রেসক্লাবে অনেক  গৌরবময় ও উজ্জ্বল দিন অতিবাহিত করেছি।’   
তিনি সাংবাদিকদের জানান, তিনি বিভিন্ন সময়ে মানুষের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়িয়েছেন তা অব্যাহত থাকবে বলে জানান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরো বলেন, ‘আমি সব সময়ই ত্যাগের রাজনীতি করেছি এবং কোন ধরণের রাজনৈতিক সুবিধা লাভের জন্য সম্পৃক্ত হইনি।’
 মোঃ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং এটি রাষ্ট্রপতি হিসেবে তাঁর দ্বিতীয় পাবনা সফর।
এর আগে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে পৌঁছুলে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ তাকে ফুল দিয়ে বরণ করেন। 
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম ও পাবনা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত