সাটুরিয়ায় স্বাস্থ্যবিধি মেনে গণটিকাদান কার্যক্রম সম্পন্ন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে গণটিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে শনিবার (৭ আগস্ট) সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা ইউনিয়নের সকল টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে এসব নেতাকর্মী একযোগে কাজ করেন। কর্মসূচির প্রথম দিনে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭ টিকাদান কেন্দ্রে মোট ৫ হাজার ৪০০ নারী-পুরুষকে টিকা প্রদান করা হয়।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক হোসেন রাজ, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রদ্যোত ঘোষ এ্যাপোলে, সাধারণ সম্পাদক মো. জামান আহমেদ রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ওবায়দুর রহমান, মো. রাজ আহমেদ রুবেল, হাজী আলামিন মীর, মো. শাহীন আলম, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আপেল মাহমুদ চৌধুরী, মো. শওকত আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা প্রমুখ।
এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক হোসেন রাজ বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে নিয়ে আমরা প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে ভোন্টিয়ার হিসেবে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। প্রথম ধাপের টিকাদান কর্মসূচিতে আমরা প্রতিটি কেন্দ্রে উপস্থিত থেকে যে সমস্ত লোকজন টিকা দিতে এসেছেন তাদের মাস্ক দিয়ে এবং তাদের বসার ব্যবস্থা করে দিয়ে বিভিন্নভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সফল করার জন্য কাজ করে যাচ্ছি। দ্বিতীয় ধাপেও একই ভাবে প্রত্যেকটি ইউনিয়নে প্রতিটি কেন্দ্রে আমরা এভাবে কাজ করে যাব।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা মো. মামুনুর রশিদ বলেন, সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে মোট ৫ হাজার ৪০০ নারী-পুরুষকে সুষ্ঠুভাবে এ টিকা প্রদান করা হয়েছে। কিন্তু সার্ভারের সমস্যাজনিত কারণে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যায়নি। তবে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি। সরকারি নির্দেশনা মোতাবেক ধারাবাহিকভাবে আগামী ১৪ আগস্ট পূনরায় এ টিকা প্রদান করা হবে।
এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন
Link Copied