ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সাটুরিয়ায় স্বাস্থ্যবিধি মেনে গণটিকাদান কার্যক্রম সম্পন্ন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ৪:৪৬
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে গণটিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে শনিবার (৭ আগস্ট) সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা ইউনিয়নের সকল টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
 
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে এসব নেতাকর্মী একযোগে কাজ করেন। কর্মসূচির প্রথম দিনে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭ টিকাদান কেন্দ্রে মোট ৫ হাজার ৪০০ নারী-পুরুষকে টিকা প্রদান করা হয়।
 
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক হোসেন রাজ, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রদ্যোত ঘোষ এ্যাপোলে, সাধারণ সম্পাদক মো. জামান আহমেদ রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ওবায়দুর রহমান, মো. রাজ আহমেদ রুবেল, হাজী আলামিন মীর, মো. শাহীন আলম, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আপেল মাহমুদ চৌধুরী, মো. শওকত আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা প্রমুখ।
 
এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক হোসেন রাজ বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে নিয়ে আমরা প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে ভোন্টিয়ার হিসেবে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। প্রথম ধাপের টিকাদান কর্মসূচিতে আমরা প্রতিটি কেন্দ্রে উপস্থিত থেকে যে সমস্ত লোকজন টিকা দিতে এসেছেন তাদের মাস্ক দিয়ে এবং তাদের বসার ব্যবস্থা করে দিয়ে বিভিন্নভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সফল করার জন্য কাজ করে যাচ্ছি। দ্বিতীয় ধাপেও একই ভাবে প্রত্যেকটি ইউনিয়নে প্রতিটি কেন্দ্রে আমরা এভাবে কাজ করে যাব।
 
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা মো. মামুনুর রশিদ বলেন, সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে মোট ৫ হাজার ৪০০ নারী-পুরুষকে সুষ্ঠুভাবে এ টিকা প্রদান করা হয়েছে। কিন্তু সার্ভারের সমস্যাজনিত কারণে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যায়নি। তবে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি। সরকারি নির্দেশনা মোতাবেক ধারাবাহিকভাবে আগামী ১৪ আগস্ট পূনরায় এ টিকা প্রদান করা হবে। 

এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক