সাটুরিয়ায় স্বাস্থ্যবিধি মেনে গণটিকাদান কার্যক্রম সম্পন্ন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে গণটিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে শনিবার (৭ আগস্ট) সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা ইউনিয়নের সকল টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে এসব নেতাকর্মী একযোগে কাজ করেন। কর্মসূচির প্রথম দিনে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭ টিকাদান কেন্দ্রে মোট ৫ হাজার ৪০০ নারী-পুরুষকে টিকা প্রদান করা হয়।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক হোসেন রাজ, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রদ্যোত ঘোষ এ্যাপোলে, সাধারণ সম্পাদক মো. জামান আহমেদ রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ওবায়দুর রহমান, মো. রাজ আহমেদ রুবেল, হাজী আলামিন মীর, মো. শাহীন আলম, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আপেল মাহমুদ চৌধুরী, মো. শওকত আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মওলা প্রমুখ।
এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক হোসেন রাজ বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে নিয়ে আমরা প্রত্যেকটি টিকাদান কেন্দ্রে ভোন্টিয়ার হিসেবে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। প্রথম ধাপের টিকাদান কর্মসূচিতে আমরা প্রতিটি কেন্দ্রে উপস্থিত থেকে যে সমস্ত লোকজন টিকা দিতে এসেছেন তাদের মাস্ক দিয়ে এবং তাদের বসার ব্যবস্থা করে দিয়ে বিভিন্নভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সফল করার জন্য কাজ করে যাচ্ছি। দ্বিতীয় ধাপেও একই ভাবে প্রত্যেকটি ইউনিয়নে প্রতিটি কেন্দ্রে আমরা এভাবে কাজ করে যাব।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা মো. মামুনুর রশিদ বলেন, সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে মোট ৫ হাজার ৪০০ নারী-পুরুষকে সুষ্ঠুভাবে এ টিকা প্রদান করা হয়েছে। কিন্তু সার্ভারের সমস্যাজনিত কারণে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যায়নি। তবে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি। সরকারি নির্দেশনা মোতাবেক ধারাবাহিকভাবে আগামী ১৪ আগস্ট পূনরায় এ টিকা প্রদান করা হবে।
এমএসএম / জামান
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি
জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু
পঞ্চগড়ে রায় হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা
ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ 'কচ জাল' জব্দ ও পুড়িয়ে ধ্বংস
Link Copied