সিএমপির ট্রাফিক পুলিশের ৮ পয়েন্ট মাস্ক বিতরণ

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সচেতনতায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে নগরীর ৮টি পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সিএমপি কমিশনার উদ্বোধন করেন। শনিবার (৭ আগস্ট) বেলা ১১টায় নগরীর জিইসি মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারীদের মাঝে মাস্ক পরিয়ে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. আলী হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান, তারেক আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. রইছ উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) রাশেদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) ছত্রধর ত্রিপুরা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) মো. শামীম কবির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) আরাফাতুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. সবির উদ্দিন, টি.আই (প্রশাসন-উত্তর) সৈয়দ মো. জাহাঙ্গীর, টি.আই (প্রশাসন-দক্ষিণ) মো. মহিউদ্দিন খান, টি.আই (এমটি) সুমন জাহিদ লোভেল, ট্রাফিক (প্রসিকিউশন-উত্তর) মো. আরাফাত আহম্মেদ প্রমুখ।
মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, করোনা থেকে জাতিকে রক্ষায় সরকারের পক্ষ থেকে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। করোনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বস্তরের মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচী গ্রহন করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্টে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রতিদিন পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা সকলে সচেতন হলে করোনা যুদ্ধে জয়ী হব।
তিনি বলেন, সরকারি বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে গণপরিবহন চলাচল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অতিজরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।
এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
