ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মনোহরগঞ্জে প্রবাসীর দোকান ঘর ভাংচুর জায়গা দখল


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৯-৯-২০২৩ দুপুর ৪:২৬

কুুমিল্লার  মনোহরগঞ্জ উপজেলার উওর হাওলা ইউনিয়ন নাথের পেটুয়া বাজার ভূঁইয়া মেডিকেলের উওর পাশে ঢাকা  নোয়াখালী মহাসড়কের পূর্ব পাশে, হাতিমারা গ্রামের প্রবাসী মিজানুর  রহমানের বাড়ির চলাচলের রাস্তা বিভিন্ন সময় বন্ধ করে দেয়। এবং মিজানুর রহমানের  ছেলে জোনায়েদুর  রহমান কে বলে এই জায়গা  দিয়া চলাফেরা করিতে  হইলে পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হইবে। চাঁদা হিসাবে কোন টাকা দিতে  পারিবেনা এ কথা বলিলে জোনায়েদুর  রহমানকে কিল, ঘুষি ও দেশীয় অস্র দিয়া মারধর করে । এবং জায়গা দখলে নিতে দোকানঘর, টিনের বেড়া ভাংচুর করে। একই গ্রামের বাসিন্দা মৃত আবুুল  কালামের ছেলে সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদকসেবী  জিয়াউর রহমান। গত ২৫ ই সেপ্টেম্বর সোমবার  ঘটনার সূত্রপাত । এ ঘটনায় মিজানুর  রহমানের  ছেলে  জোনায়েদুর  রহমান বাদী হয়ে ২৬সেপ্টেম্বর কুুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলী আদালতে ৪ জনকে আসামী করে পাঁচ লক্ষ টাকা চাঁদা, টিনের বেড়া,দোকান ঘর, ভাংচুরের মামলা দায়ের করেন । মামলা  নং সি,আর ৬২৮/২৩ ইং স্বারক ১৯৩৯ / ২৬/৯/২৩ ইং। মামলার আসামীরা হলেন, জিয়াউর রহমান( ৩০)পিতা মৃত আবুল কালাম। সৈকত (২৫) পিতা মৃত কলিমুল্লা। মোঃ তোফায়েল (৩৫) পিতা মৃত আবুুল কালাম ও রাকিব  (২৮)পিতা ইলিয়াছ  সর্ব সাং হাতিমারা । জোনায়েদুর  রহমান বলেন, আমার  বাবা দেশের বাহিরে থাকে আমি লেখাপড়া করি। বিভিন্ন সময় আমাদের  মালিকানা জায়গায় দখল করার জন্য ষড়যন্ত্র করে জিয়াউর  রহমান । বিষয়টি গ্রামের সালিশদার স্হানীয় মেম্বার চেয়ারম্যান মিমাংশা করার জন্য একাধিক বার চেষ্টা করলেও সন্ত্রাসী ভূমি দস্যু মাদকসেবী জিয়াউর  রহমান তাদের কথা রাখেনি। আমি বাড়ির  চলাচলের রাস্তায় বালু ভরাট করতে গেলে সে বাধা দেয় এবং আমার কাছে চাঁদা হিসাবে পাঁচ লক্ষ টাকা দাবি করে। চাঁদা না দেওয়ায় জিয়াউর  রহমান  আমাকে মারধর করে এবং আমার দোকান ঘর, টিনের বেড়া ভাংচুর করে এবং বিনয়ঘর মৌজা দাগ নং ৪৭৪/৪৭৫/ খতিয়ান নং ৯৯ এর আমার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালায় । হাতিমারা গ্রামের জুয়েল বলেন, জিয়ার বিরুদ্ধে জায়গা দখলের অনেক অভিযোগ আছে  আদালত ও থানা হাতিমারা  গ্রামের  মোঃ জহিরুল ইসলাম তার বিরুদ্ধে আদালতে  মামলা করেন  যার গত ২৫/৫/২০২৩ ইং মামলা  নং সি, আর,৩২৩/২৩ ইং। স্হানীয় মেম্বার নুরুনবী বলেন, আমরা অনেক বার সালিস  দরবার করি এই জায়গা প্রবাসী মিজানুর  রহমানের  জায়গা, জিয়াউর  রহমানকে বার বার নিষেধ করি ঝামেলা না করার জন্য কিন্তু সে শুনেনা। ইউনিয়ন  যুবলীগের  সভাপতি  শামীম বলেন,মিজানুর রহমানের বাড়ির পথের জায়গা এবং দোকানঘরের জায়গা এটা তার মালিকানা  জায়গা আমরা জানি,  তার ছেলে ঘর করলে  জিয়া অন্যায় ভাবে ভাংচুর করে।

এমএসএম / এমএসএম

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি

মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর

গণমাধ্যম কর্মী স্বর্ণময়ীরকে আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

নেত্রকোণায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

জনসমুদ্রে পরিনত উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের প্রচারণা সভা

প্রায় ৩ মাস পর ভেসে উঠল ঝুলন্ত সেতু

নরসিংদীতে নতুন করে আরও ১৭ জনের ডেঙ্গু শনাক্ত

আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তারেক রহমান: রেজাউল ইসলাম রেজু

চাঁদপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজিসহ জ্বালানি

শ্যামনগর উপজেলা প্রসাশনকে ম্যানেজ করে এখনও বহাল তবিয়তে বির্তকিত সেই তিন ঠিকাদার

কালকিনি কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জমে উঠেছে,কুন্ডুবাড়ির মেলা

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান