ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জনসেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ওসি শেখ আবু হেনা মিলন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৭-৮-২০২১ বিকাল ৫:৩১

নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রিয়াজুল ইসলাম (সদর ও নড়াইল সার্কেল) তানজিলা সিদ্দিকার নির্দেশনা মেনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মানুষের কল্যাণে দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছেন লোহাগড়া থানায় যোগদানের পর থেকে অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন।

সততা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে লোহাগড়া থানার পুলিশের ভাবমূর্তি উজ্বল করেছেন সর্বসাধারণের কাছে। তিনি ইতোমধ্যেই দলমত নির্বিশেষে লোহাগড়াবাসীকে সাথে নিয়ে থানা পুলিশের টিম নিয়ে অপরাধবদ্ধ ও ডাকাতি, খুন, জখম, মাদকমুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থার প্রতীক হিসেবে সুনাম কুড়িয়েছেন। 

কোভিড-১৯-এর প্রাদুর্ভাব ঠেকানোর জন্য লোহাগড়া উপজেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থানসহ মানবসেবায় ও তিনি পিছিয়ে নেই। কখনো অসহয়-এতিমদের পাশে, কখনো গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে, কখনো ছিন্নমূল মানুষের পাশে থেকে সুনাম অর্জন করেছেন। পুলিশের ভাবমূর্তি ও লোহাগড়া থানার ভেতরে সব ধরনের দালালমূক্ত ঘোষণা কারার কারণে কিছু স্বার্থন্বেষী মহল, অসাধু, দুষ্কৃতকারী, বাটপার ও মাদকসেবী তার সুনাম নষ্ট করার জন্য পাঁয়তারা চালাচ্ছে। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) শেখ আবু হেনা মিলন এলাকাবাসীর সহযোগিতা কামানা করে জানান, মাদক একটি দুরারোগ্য ব্যাধির মতো। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় লোহাগড়া থানা পুলিশও বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের (পিপিএম) নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নসহ বাস্তবায়নে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে লোহাগড়া থানা পুলিশ। 

লোহাগড়া থানাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং সম্ভবনাময় তরুণ প্রজন্মকে বাঁচাতে লোহাগড়া থানার প্রত্যেক এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি, তাদের আশ্রয়দাতাসহ মাদকসেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যদিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। দেশের বৃহত্তর স্বর্থে আপনাদের সহযোগিতা থানা পুলিশ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। পাশাপাশি তথ্য প্রদানকারীর গোপনীয়তা রক্ষা করবে থানা পুলিশ। আপনাদের চারপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধের সংবাদ আমাকে জানান। আপরাধী যতই শাক্তিশালী হোক না কেন, আইনগত ব্যবস্থা নেয়া হবে। তথ্য দিন সেবা নিন। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত