কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ সিএনজিতে লক্ষ লক্ষ টাকার টোকেন বাণিজ্য

চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম সিএনজি থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকার টোকেন বাণিজ্য করে আসছে একটি সিন্ডিকেট। অভিযোগ উঠেছে সিএমপি কমিশনার কার্যালয়, চান্দগাঁও থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ডিসি, টিআইর নাম ভাঙ্গিয়ে মাসিক টোকেন দিয়ে বিভিন্ন উপজেলা থেকে প্রতিমাসে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত মাসিক চুক্তিতে এ টোকেন দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে সিএনজি পুলিশের নাম ভাঙ্গিয়ে কথিত পরিবহন শ্রমিক নেতা আবুল কালাম ও আনু মিয়া আনু, মোরশেদ টোকেন দিয়ে প্রতিমাসে ৪ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা অবৈধভাবে আদায় করে আসছে। কালাম আর আনু মিলে টোকেন বাণিজ্য বিভিন্ন হাতে মাসোহারা হিসাব বন্টন করে থাকে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসহাব উদ্দিন ছাড়া প্রশাসনকে প্রতিমাসে মৌখিক চুক্তি মোতাবেক নিধারিত সময়ে পরিশোধ করতে হয়। প্রতিমাসে চান্দগাঁও থানার নামে ৬৮ হাজার টাকা, কাপ্তাই রাস্তার মাথায় দায়ীত্বরত টি আইর প্রতিনিধি দালাল জয়নালের মাধ্যমে ৭০ হাজার টাকা, কালুরঘাট পুলিশ ফাঁড়ির নামে ১০ হাজার টাকা, কাপ্তাই রাস্তার মাথা পুলিশ ফাঁড়ির নামে ১০ হাজার টাকা, কাপ্তাই রাস্তর মাথায় দায়ীত্বরত সার্জেন্টদের নামে ৩৬ হাজার টাকা, বিভিন্ন খাতে খরচ বাবদ ৫০ হাজার টাকা, বোয়ালখালী পৌরসভার এক কাউন্সিলরকে ৩০ হাজার টাকা, তারা টোকেনের নামে চাঁদাবাজি করে আসছে সাধারণ গাড়ি চালকদের কাছ থেকে। পরিবহন শ্রমিকদের অভিযোগ অবৈধ সিএনজিগুলো মাসিক টোকেন না নিলে শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। বোয়ালখালী থেকে কর্ণফুলী নদী পার হয়ে নগরীতে প্রবেশ নিধেষধাজ্ঞা থাকলেও মাসিক চুক্তিতে অবৈধ গাড়িগুলো শহরে প্রবেশ করায় পুরো এলাকা যানজট সৃষ্টি সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তিতে। আনু আর কালাম জামায়াতের শ্রমিক সংগঠনের নেতা হারুনের অনুসারী। টোকেন বাণিজ্যে জড়িত আনু মিয়া আনুর মোবাইলে এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যয়নি।
এ বিষয়ে কাপ্তাই রাস্তার মাথা টিআই কামরুজ্জামান রাজের কাছে টোকেন বাণিজ্যর বিষয়ে জানতে চাইলে তিনি কমিশনারের কার্যালয়ে রয়েছে বলে দাবি করে এ বিষয়ে পরে কথা বলে জানায়, টোকেন বিষয়ে তিনি কোন ধরণের মন্তব্য করেনি।
এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, টোকেন বাণিজ্য নিয়ে আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসলে আমরা টোকেন বাণিজ্যর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি এবং টোকেন দিয়ে যে সব গাড়ি চলাচল করত এধরণের ব্যক্তি এবং গাড়িগুলো আটক করার নির্দেশনা রয়েছে।এ নিয়ে যে কেউ থানায় আসলে আমরা তার অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেব।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
