ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আ' লীগে প্রকাশ্যে বিভক্তি, বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল"


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ৪:৪৯
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে (খানসামা-চিরিরবন্দর) উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর- ৪ আসনে বিভিন্ন দলের প্রায় দেড় ডজনেরও বেশি প্রার্থী দৌড়ঝাঁপে রয়েছেন। প্রার্থীদের ব্যানার-পোস্টার ঝুলিয়ে দৃষ্টি আকর্ষণের পালা শুরু হয়েছে অনেক আগেই। করছেন গণসংযোগ, যোগ দিচ্ছেন সভা-সমাবেশেও। গরিবের মাঝে তুলে দিচ্ছেন দান-অনুদানও। এলাকাটি কোনো একক দলের ঘাঁটি না হলেও বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোন্দল দৃশ্যমান। উভয় দলেই দলের কেন্দ্রীয় কর্মসূচি পালিত হচ্ছে আলাদাভাবে। বিভক্তির এ ঢেউ আছড়ে পড়ছে তৃণমূলেও। ফলে তৃণমূলের নেতাকর্মীরাও বিভ্রান্ত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনে কঠিন রাজনৈতিক মেরুকরণ চলছে। জয় ঘরে তুলতে দলীয় কোন্দল মেটাতে হবে সবার আগে।
খানসামা উপজেলার ৬টি ও চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত দিনাজপুর-৪ আসনের প্রথম ১৯৭৩ ও দ্বিতীয় ১৯৭৯ সালে এই আসনে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রয়াত অ্যাডভোকেট শাহ মাহতাব আহমেদ। ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে জয়ী হন আওয়ামী লীগের মিজানুর রহমান মানু।
১৯৮৮ সালে জয়ী হন জাতীয় পার্টির প্রয়াত নেতা সাখাওয়াত হোসেন। ২০০১ সালে আওয়ামী লীগের তিনবারের এমপি মিজানুর রহমান মানুকে হারিয়ে বিজয়ী হন বিএনপি'র আখতারুজ্জামান মিয়া। আবার ২০০৮ সালে তাকে হারিয়ে বিজয়ী হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনিই ২০১৪ ও ২০১৮ সালেও আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। আগামী নির্বাচনেও তিনি প্রার্থী।
আসনটিতে বড় দু’দল আওয়ামী লীগ ও বিএনপিতে দলীয় কোন্দল প্রকাশ্যে। দলের গ্রুপিংয়ের কারণে একে অপরের প্রতিপক্ষ হয়ে দলীয় পৃথক কর্মসূচি, সভা-সমাবেশ ও গণসংযোগের পাশাপাশি নানাবিধ কারণে দ্বিধাবিভক্ত তৃণমূল।
 
আসনটির বর্তমান এমপি আবুল হাসান মাহমুদ আলীর বিষয়ে স্থানীয়দের অভিযোগ, তিনি এলাকায় কম আসেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততাও কম, এ নিয়ে তৃণমূল আওয়ামী লীগের ক্ষোভ রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীর কোন্দলের ভিড়ে সুযোগ পাওয়ার চেষ্টা করছেন দলটির নতুন নতুন মুখ। 
আগামী নির্বাচনে এই আসনে বর্তমান এমপি ছাড়াও আওয়ামী লীগের ১১ জন প্রার্থী মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন।
তারা হলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মিজানুর রহমান মানু। একই সঙ্গে সমান তালে প্রচার চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, সাবেক জেলা যুবলীগ ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড.. হাজী মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. সামসুর রহমান পারভেজ, এছাড়া একই দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করছেন ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিফ কনসালট্যান্ট, জেলা আওয়ামী লীগের সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। এছাড়াও রয়েছেন চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক ব্যাক্তিগত নিরাপত্তা সহকারী, চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য ও জেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হাবিব, খানসামা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রমথ চন্দ্র রায়, চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার।
 
এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন-২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া। ২০০৬ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাব মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। আবারও বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। একই দল (বিএনপি) থেকেই মনোনয়ন পেতে চান ২০০৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা লুসাকা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি হাফিজুর রহমান সরকার। তবে দলীয় প্রতীক না পেয়ে তিনিও ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এরপরেও আগামী নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ ছাড়াও আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে চান সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম।
আসনটিতে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন খানসামা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোনাজাত চৌধুরী মিলন ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলীম হাওলাদার। জামায়াত থেকে মনোনয়ন পেতে পারেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দিন মোল্লা।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত