ইবি'তে র্যাগিং ও ভাংচুরের ঘটনায় বিভিন্ন মেয়াদে ৬ জন বহিষ্কার

ইবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ইং সেশনের শিক্ষার্থী তাহমিন ওসমানকে র্যাগিংয়ে সরাসরি জড়িত থাকার অপরাধে ৩ জনকে স্থায়ী এবং ইবি হাসপাতাল ভাংচুরের ঘটনায় জড়িত ৩ জনকে ১বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।গত মঙ্গলবার ইবির ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ তথ্য ছাত্র উপদেষ্টা প্রফেঃড.শেলীনা নাসরীন নিশ্চিত করেছেন।স্থায়ী বহিষ্কার হওয়া ৩ জন শিক্ষার্থীরা হলেন, আইন বিভাগের ২০১৮-১৯ইং সেশনের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্য, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ইং সেশনের শিক্ষার্থী হিশাম শুভ এবং একই বিভাগ ও সেশনের মিজানুর রহমান ইমন। ইবি হাসপাতাল ভাংচুরের ঘটনায় অভিযুক্ত সাময়িক বহিষ্কার হওয়া ৩ জন শিক্ষার্থী হলেন -২০২১-২২ইং সেশনের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার পুলক,এবং একই বিভাগ ও সেশনের শিক্ষার্থী শেখ সালাউদ্দিন সাকিব ও সাদমান আকিব।১০ জুলাই রাত ১০ টায় এ্যাম্বুলেেন্স দিতে বিলম্ব করায় অভিযুক্ত শিক্ষার্থীরা হাসপাতালে ভাংচুর চালায়।প্রসঙ্গত ২ সেপ্টেম্বর ইবিতে র্যাগিংয়ের কালোদাগ মুছতে না মুছতেই আবারও এক নবীন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়।র্যাগিংয়ের শিকার ওই ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোঃ তাহমিন ওসমান তার পিতার নাম মোঃ শওকত হোসেন।সে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ইং সেশনের ১ম বর্ষের শিক্ষার্থী। ২ সেপ্টেম্বর ইবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলাকালে একই বিভাগের পাঁচ শিক্ষার্থী মোঃহিশাম নাজির শুভ,মিজানুর রহমান(ইমন),পুলক,আকিব ও সাকিব-দ্বারা র্যাগিংয়ের শিকার হন।ভুক্তভোগী প্রতিবাদ করায় ৩ সেপ্টেম্বর সাদ্দাম হোসেন হলের পিছনে ডেকে তাকে মানসিক ভাবে হেনস্তা ও 'ব্যাচ আউট' করে দেওয়া হবে বলে হুমকি প্রদান করা হয়। ভুক্তভোগীর পিতা বিষয়টি ৫ সেপ্টেম্বর মেইল করে ইবির প্রক্টর ও এ্যান্টি র্যাগিং কমিটির আহবায়ক প্রফেঃড.শাহাদাৎ হোসেন আজাদকে অবহিত করেন।৯ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজেই প্রক্টর অফিসে লিখিত ভাবে অভিযোগ করলে সংবাদটি বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিসি তাৎক্ষণিকভাবে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহবায়ক প্রফেঃ ড.শাহাদাৎ হোসেন আজাদ, সদস্য সচিব ডিপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোঃআলীবদ্দীন খান,অন্যান্য সদস্যরা হলেন, ছাত্র উপদেষ্টা প্রফেঃড.শেলীনা নাসরীন, আইন প্রশাসক প্রফেঃ ড.আনিচুর রহমান এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগী ছিলেন। তদন্ত কমিটি গত ২৩ সেপ্টেম্বর অধিকতর তদন্তের স্বার্থে উন্মুক্ত তথ্য গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান জানান,ইবি প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।এ সম্পর্কিত একটি অণুসন্ধান মূলক রিপোর্ট গত ২৯ সেপ্টেম্বর সকালের সময়ে ফলাও করে প্রকাশ করা হয়।
এমএসএম / এমএসএম

ধ*র্ষ*ন হুমকির প্রতিবাদে গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

গোবিপ্রবি উপাচার্যের কাছে ছাত্রদলের চার দফা দাবী

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইউডি'কে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবিতে জাককানইবি'তে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে

রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল
