ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরের কুমার নদীতে বিশাল নৌকা বাইচে হাজার হাজার মানুষের ভীড়


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৮-১০-২০২৩ দুপুর ৪:১৭
নেশা ও যুব সমাজকে বর্তমান নেশার ছোবল থেকে রক্ষা করতে মহামারি করোনার পরে মানুষের মাঝে বিনোদন দিতে এবং হাজার হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুরের পেয়ারপুরে বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এই নৌকা বাইচ দেখতে আশ-পাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ভীড় জমান। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর, ঘটমাঝি ও মস্তফাপুর সীমানায় বহমান কুমার নদীতে প্রায় ২কিলোমিটার দীর্ঘ নৌপথের নৌকা বাইচ দেখা জন্য হাজার হাজার নারী পুরুষ রাস্তার পাকা ব্রীজ , রাস্তার পাশে দাড়িয়ে, নৌকা, ট্রলারে চড়ে বাইছ উপভোগ করেন। শনিবার(৭ অক্টোবার) বিকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া প্রভাতী সংঘের উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করা হয়। এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. মাহফুজুর রহমান লাবলু তালুকদার।
নৌকা বাইচে প্রথম স্থানকারী ও দ্বিতীয় স্থানকারীদের একটি করে ফ্রীজ ও তৃতীয় স্থানকারীকে একটি কালার টেলিভিশন উপহার দেয়া হয়। এছাড়াও সকল নৌকা বাইচ প্রতিযোগীদের বিশেষ পুরস্কার দেয়া হয়। নৌকা বাইচে মোট ৩০টি নৌকা অংশগ্রহন করে এর মধ্যে প্রতিযোগীতার মাধ্যমে প্রথম ও দ্বিতীয়, তৃতীয় স্থান লাভ 
এসময় অতিথিরা বলেন এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি যুবসমাজ ও গাছবাড়ীয়া প্রভাতী সংঘকে ধন্যবাদ জানাই এবং নেশা ও যুব সমাজকে বর্তমান নেশার ছোবল থেকে একদিনের জন্য হলেও রক্ষা করতে পারছে এই উদ্যোগ। আমি ভবিশ্যতে তারা যেকোন ভাল উদ্যোগ নিলে পাশে থাকবো।
গাছবাড়ীয়া প্রভাতী সংঘের সভাপতি  মো. রাশেদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আকতার, মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান,ইউপি সদস্য সানজিদাসহ স্থানীয় নেতাকর্মীরা ও এলাকাবাসীরা।
নৌকা বাইচ দেখতে আসা ওয়াসিফা হাসান জানান, আমি আমার বাবা ও বোনের সাথে নৌকা বাইচ দেখতে এসেছি’ আমার কাছে অনেক ভাল লেগেছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো আমরা এই প্রথম আমাদের কুমার নদীতে নৌকা বাইচ দেখলাম।
নৌকা বাইচ দেখতে আসা মৌসুমী নামে এক কলেজ পড়ুয়া ছাত্রী বলেন, আমি অনেক দুর থেকে আসছি ভাইয়ের সাথে এই নৌকা বাইচ দেখতে। এই নৌকা বাইচ প্রতিবছর হওয়া উচিত এতে মনে প্রশান্তি বাড়ে।
৮০বছরের রহমান নামে এক ব্যাক্তি বলেন, আমরা নিজেরাও অনেক নৌকা বাইচের আয়োজন করেছি কিন্ত বর্তমান যুগে এসে এগুলো হারিয়ে যেতে বসেছে আর এই কারনে যুবকরা নেশা(মাদকে) জড়িয়ে পড়েছে। আমি ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছে। এই নৌকা বাইচের কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। শরীরটা অসুস্থ্য হলেও আনন্দ পেতে নৌকা বাইচ দেখতে চলে এসেছি।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত

তানোরে সড়ক ও জনপথের কাজে নজিরবিহীন অনিয়ম?

মাগুরায় রেলওয়ে প্রকল্পে পরিদর্শন করলেন প্রেস সচিব শফিকুল আলম

নেত্রকোণায় মহাকবি সৈয়দ আলাওলের জীবন ও সাহিত্য কর্মের উপর মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত।

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হত্যাকান্ডের শিকার হওয়া নুরুল কবির বাঁচার জন্য আশংকা প্রকাশ করে থানায় অভিযোগও করেছিল

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান