ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

স্বাস্থ্য বীমার আওতায় আসতে চায় কুবি শিক্ষার্থীরা


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ১২:৪২

প্রতিষ্ঠার ১৭ বছরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের  জন্য সাময়িক জীবন বীমা চালু হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হয়নি কোন স্বাস্থ্যবীমা। ফলে শিক্ষার্থীদের কেউ গুরুতর অসুস্থ হলে বিচ্ছিন্নভাবে টাকা তোলার মাধ্যমে চিকিৎসা সেবা নিতে হয় তাদের।

সম্প্রতি গুগল ফর্মের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯ বিভাগের ২০০ জন শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হয় তারা স্বাস্থ্যবীমার আওতায় আসতে চায় কী না? এর মধ্যে ৯৮ শতাংশ শিক্ষার্থী মতামত দিয়েছে তারা স্বাস্থ্যবীমার আওতায় আসতে চায়। 

২০১৫ সাল থেকে কিডনি জনিত সমস্যায় ভুগছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর সাহা। বর্তমানে কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য প্রয়োজন ৩০-৩৫ লক্ষ টাকা। এর মধ্যে কিছু টাকা বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে চাদা তুলে সংগ্রহ করা হলেও সকল টাকা সংগ্রহ করা সম্ভব হয়নি। তার যে শেষ ভিটেমাটি আছে সেটা বিক্রি করে চিকিৎসার কথা ভাবছেন তিনি।

অন্তর সাহা বলেন, 'আমার পুরা টাকার ব্যবস্থা এখনো হয়নি। জায়গা বিক্রি করতেছি, সেটা বিক্রি করার পরে ইন্ডিয়া যাবো চিকিৎসা করাতে। আমাকে আমার বিভাগ এবং বিশ্ববিদ্যালয় সাহায্য করেছে। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু থাকতো তাহলে আর আর্থিক ভাবে এতো চাপ পড়তো না।'

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক জীবন বীমার সুবিধা:

গত বছরের ১০ নভেম্বর শিক্ষক, কর্মর্কতা-র্কমচারীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সাময়িক জীবন বীমার চুক্তি স্বাক্ষর হয়েছে।

বীমার আওতায় বীমাবৃত ব্যক্তিবর্গের  জনপ্রতি বীমা অংক নির্ধারণ করা হয়েছে শিক্ষক, কর্মকর্তার জন্য ১২ লাখ টাকা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর জন্য ছয় লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শাখায় বার্ষিক প্রতি হাজারে ২.৬৫ টাকা প্রিমিয়াম প্রদান করে এই সুযোগ পাওয়া যাবে।

এই চুক্তির আওয়তায় তিন বছরের মধ্যে (১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৫) বিমাবৃত কোন ব্যাক্তির মৃত্যু হলে সেই ব্যক্তি ১২ লাখ ও ছয় লাখ টাকা করে পাবেন। তবে দুর্ঘটনাজনিত কারণে যদি কোন বিমাবৃত ব্যাক্তির মৃত্যু হয় তাহলে সে ওই টাকার দ্বিগুণ অর্থ পাবেন। তবে এইডস/ এইচআইভি এবং প্রথম বছরে আত্নহত্যাজনিত কারণে মৃত্যু হলে এই সুবিধা পাওয়া যাবে না।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চিত্র:

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিমা চালু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভর্তির সময় এককালীন ২৭০ টাকা প্রিমিয়াম দিয়ে তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নেওয়ার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বীমাসুবিধা পাবেন শিক্ষার্থীরা। তবে কোনো শিক্ষার্থীর বয়সসীমা ২৮ বছর অতিক্রম করলে কিংবা ছাত্রত্ব শেষ হলে এ সুবিধা পাবেন না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ বিভাগে ভর্তিকালীন সময়ে বাৎসরিক ২৫০ টাকা পরিশোধের মাধ্যমে এই বীমার অন্তর্ভুক্ত হতে হয় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীর জন্য এ বীমা বাধ্যতামূলক। অধ্যয়নরত অবস্থায় কোন শিক্ষার্থীর মৃত্যু হলে অথবা ছাত্রত্ব শেষ হলে এ বীমা পরিসমাপ্ত হবে।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষ্যাধক্ষ অধ্যাপক ড মো: আসাদুজ্জামান বলেন, 'এ ব্যাপারে প্রশাসন ইতিবাচক। কাজ চলমান রয়েছে। শিক্ষার্থীরা খুব দ্রুতই সুখবর পাবে বলে আশা করছি। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমরা চুক্তির জন্য বিভিন্ন প্রস্তাব পেয়েছি। সংশ্লিষ্ট কমিটি এবং উপাচার্য স্যারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়া যায়।'

এই বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন বলেন, ' শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা নিয়ে আমাদের  কাজ চলছে। আমরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রস্তাবনা সংগ্রহ করেছি। আমরা খুব দ্রুত এটা বাস্তবায়ন করতে পারবো বলে আশাবাদী।'

এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি