ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মান্দায় মটরসাইকেলে আগুন ও ভাংচুরের অভিযোগ


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ১১-১০-২০২৩ দুপুর ৪:৪৯

নওগাঁর মান্দায় চেয়ারম্যানের লোকজনকে হুমকি- ধামকি, মারধর, বাড়িঘর ভাংচুরসহ মটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউপির চককসবা গ্রামে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগীরা হলেন, চককসবা গ্রামের লাহোর উদ্দিনের ছেলে হাফেজ উদ্দিন, আব্দুর রহিমের ছেলে দুলাল হোসেন, মৃত আমজাদ হোসেনের ছেলে আরিফ হোসেন, শুকুর আলীর ছেলে কামরুল ইসলাম ও চক-রামাকান্ত গ্রামের জানবক্সের ছেলে বুলেট হোসেন।
অপরদিকে অভিযুক্তরা হলেন, চককসবা ভরট্রো গ্রামের আব্দুল খালেক মোল্যার ছেলে মামুন (৩৬), মিরাজের ছেলে ডিলার (৩০), ইউসুফ মহুরীর ছেলে লুৎফর রহমান (৩৫) ও এনামুল হক (৩৩), মৃত মোসলেমের ছেলে লিটন (৩০), ইসরাঈলের ছেলে আফজাল (৩০), দানেশ মোল্যার ছেলে সাহেব আলী (৩৬) ও কালু কারিগরের ছেলে লালু (৪০)। 

জানাগেছে, গত সোমবার (৯ অক্টোবর) ভুক্তভোগী খড় ব্যবসায়ী বুলেট হোসেন ঘটনার দিন অনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে খড় ক্রয় করার উদ্দেশ্যে চককসবা গ্রামের শুকুর আলীর বাড়িতে যায়।  এই সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে মটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডিসকভার-১২৫ সিসি পোড়া মটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ভূক্তভোগী বুলেট জানান, অভিযুক্তরা দীর্ঘদিন থেকে চেয়ারম্যানের লোক বলে আমাদেরকে টার্গেট করতো। পূর্ব পরিকল্পিত ভাবে তারা আমার মটরসাইকেলটি পুড়িয়ে দেয়। ঘটনা জানতে পেয়ে এগিয়ে আসলে তারা আমাকে ধাওয়া করেন। প্রাণ রক্ষার্থে পালিয়ে যায়। এই ঘটনার জের ধরে পরের দিন ওই গ্রামের দুলালের বাড়িতে হামলা ভাংচুর চালিয়েছেন তারা। বর্তমানে তাদের সন্ত্রাসী কর্মকান্ডে ওই গ্রামের ৪টি পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন। তারা জীবনের ভয়ে বাড়িতে যেতে না পেরে পালিয়ে বেড়াচ্ছে। 

এব্যাপারে ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু জানান, অভিযুক্তদের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে আমার লোকজন ও গ্রাম পুলিশ দিয়ে    মাদকসহ লুৎফরকে ধরে পুলিশে দিয়েছিলাম। তার জের ধরে তারা আমার লোকজনের উপর অত্যাচার, মারপিট ও মটরসাইকেল পুড়িয়ে দেওয়ার মত জঘন্য কাজ করেছেন। একটি মহল সঠিক ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে তিনি জানান।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী বলেন, ঘটনাস্থল থেকে একটি পুড়ে যাওয়া মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান, মুক্ত হলো ৫ টি শালিক

অফিস সহায়ক ও প্রধান শিক্ষক দুইজন মিলে চারশ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন

টঙ্গীর ৪৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া

নাচোলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময়

হাতিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় ৮ মাসের শিশু মৃত্যু

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচনে লড়ছেন লায়ন ওয়ালিদ

টুঙ্গিপাড়ায় টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

আমার ভাই কবরে' খুনি কেন বাহিরে' : ঢাকা সিলেট মহাসড়কে প্রতিবাদ মিছিল

রাজস্থলীতে স্থানীয়ভাবে প্রযুক্তির মেলা প্রদর্শনী ও সেমিনার সভা

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

পরীক্ষার আগেরদিন রাতেই স্ব স্ব শ্রেণীর প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি