ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ঝালকাঠি-১

জাতীয় সংসদ নির্বাচন : হাড্ডা-হাড্ডি লড়াইয়ে সম্ভাবনা


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১২-১০-২০২৩ রাত ১১:৪৭

দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনের হাওয়া বইতে শুরু করেছে বরিশাল বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঝালকাঠি-১। রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে এই আসন। এই জনপদের মানুষ অনেক আগে থেকেই রাজনীতি সচেতন। দলীয় সমর্থকদের বাইরে সাধারণ মানুষের ভাবনা একটাই। সামনে নির্বাচনে কাকে ভোট দিলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, হানাহানি মুক্ত থাকতে পারবেন। ক্ষমতাসীন দলের একাধীক প্রার্থী থাকলেও বিএনপিতে রয়েছে একক প্রার্থী।

আগামী সংসদ নির্বাচন ঘিরে এই আসনে এরই মধ্যে বড় দুই দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়ে গেছে। একসময় আসনটি বিএনপির দখলে থাকলেও গত কয়েকটি নির্বাচনে ধারাবাহিকভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলে। নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা গণসংযোগ, সভা-সমাবেশ করে মাঠ চষে বেড়াচ্ছে। পাশাপাশি বিএনপির প্রার্থী এখনো মাঠে দেখা যায়নি। তবে ভেতরে ভেতরে তারাও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। গত ১৫ বছর মাঠ দখলে রেখে নিজেদের শক্তিশালী করেছে আওয়ামী লীগ। দলীয় নেতাদের দাবি, উন্নয়নের চিত্র দেখে দুটি আসনের জনগণ টানা চতুর্থবারের মতো আবারো নৌকাকে বিজয়ী করবে। অন্যদিকে বিএনপি বলছে, রাজপথের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) মনোনয়নপ্রত্যাশীরা হলেন- আওয়ামী লীগের আলহাজ বজলুল হক হারুন (বর্তমান এমপি), কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক উপকমিটির সদস্য মনিরুজ্জামান মনির, প্রকৌশলী আবুল কাশেম সীমান্ত, যুব মহিলা লীগের সাবেক সহ- সভাপতি ইয়াসমীন আক্তার পপি, জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) এনামুল হক রুবেল, বিএনপি থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর-উত্তম। এছাড়া জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম জামালের নাম শোনা যাচ্ছে। তিনি ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচন করেছিলেন।

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি বজলুল হক হারুন পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালের পর তিনিই ২০০৮ সালে আসনটি উদ্ধার করেন। তবে সাম্প্রতিক সময়ে এ আসনের দুটি উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় এমপি হারুনের। শুধু তা-ই নয়, দুই

উপজেলার ১২টি ইউপির মধ্যে ১১টি ইউপি চেয়ারম্যানই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নেতাকর্মীদের অভিযোগ, নির্বাচনের পর তিনি এলাকায় আসছেন না বললেই চলে।

রাজাপুরের কয়েকজন নেতাকর্মী এই প্রতিবেদকে জানান, এই ১৫ বছর রাজাপুরের মানুষ অনেকটা শান্তিতে আছেন। এখানে কোন হানাহানি নেই বললেই চলে যা বিএনপির আমলে ছিলো। এছাড়া সারা দেশের মতো রাজাপুরেও অনেক উন্নয়ন হয়েছে। রাজাপুরে কোন প্রতিহিংসার রাজনীতি নেই।

এ বিষয় বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন বলেন, এক সময়ের সন্ত্রাসের জনপদ ছিলো রাজাপুর - কাঠালিয়া। এই এলাকায় শান্তি ফিরিয়ে আনা আমার জন্য ছিলো চ্যালেঞ্জ। আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি শান্তি ফিরিয়ে আনতে পেরেছি। এই এলাকায় কোন কাঁচা রাস্তা আছে বলে আমার মনে পরে না। এর পরে কি কি কাজ করেছি তাতো সাংবাদিকরা ভালোই জানে। তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে আমাদের ভরসার যায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রাখবেন।

এলাকাবাসীর মতে, মোহাম্মদ ইসমাইল একজন ভালো মানুষ। তিনি সরকারী চাকরিতে থাকলেও নিয়মিত মানুষের পাশে থেকেছেন। তার ৩৫ বছর চাকরি জীবনে কয়েক শ’ ছেলে মেয়েকে চাকরি দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। রাজাপুর কাঠালিয়ার বহু শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, নতুন পদে লোকবল নেয়া এ সব কাজে তিনি ছিলেন নিবেদিত প্রান, যা এখনো অব্যহত রেখেছেন। বিশেষ করে দীর্ঘ দিনের পার্বত্য চট্টগ্রামের হানাহানির অবসান হয়েছে এতে তার ভূমিকা ছিলো স্বরণীয়। অশান্ত পাহাড়ে ফিরে এসেছে শান্তি। ১৯৯৭ সালে ২ ডিসেম্বর যে ঐতিহাসিক শান্তিচুক্তি হয় তার অবদান এজাতি ভুলতে পারবে না। পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনে সাফল্যের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার ইউনেস্কো শান্তি পুরস্কার প্রাপ্তিতে সমগ্র জাতি গর্বিত। একইভাবে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক হিসেবে ঐ প্রক্রিয়ায় ইসমাইল সাহেব ওতপ্রোতভাবে জড়িত থাকায় কাঁঠালিয়া-রাজাপুরের জনসাধারণও তাকে নিয়ে গর্বিত। তিনি ২০১৪-২০২০ পর্যন্ত ৬ বছর বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। কাঁঠালিয়া ও রাজাপুরে কৃষি ব্যাংকের ৮টি শাখায় ৬০ সহস্রাধিক আমানত-হিসাব রয়েছে।

এ বিষয় মোহাম্মদ ইসমাইল বলেন, আমি মনোনয়নের জন্য ট্রাই করছি। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে দল থেকে মনোনয়ন দেয় তাহলে এই আসনে নৌকার বিজয় নিশ্চিত হবে। কেননা এবারের নির্বাচন হবে খুবই চ্যলেঞ্জপূর্ণ। এই চ্যালেঞ্জ একমাত্র আমিই মোকাবেলা করতে পারবো বলে আমার বিশ^াস।

কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক উপকমিটির সাবেক সদস্য এম মনিরুজ্জামান মনির। তিনি এলাকার সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণতহবিল থেকে অনুদানের চেক এনে বিতরণ করেন। এছাড়া এলাকার সকল দলীয় অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন। করোনার সময়ও তাকে নেতাকর্মীদের খোঁজ খবর নিতে দেখা গেছে। তবে স্থানীয় আ.লীগের দাবি, তৃণমূলে যে নেতার পদচারণা বেশি, তাকে মনোনয়ন দিলে এ আসনে আ. লীগ জিতবে।

এ বিষয় এম মনিরুজ্জামান মনির বলেন, আমি আমার জীবনের সোনালী সময় ব্যয় করেছি রাজনীতির পেছনে। এলাকার মানুষের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছি। দল থেকে যদি আমাকে নৌকার ননোনয়ন দেয় তাহলে আমি নিশ্চিত জয়লাব করতে পারবো এবং এই জনপদের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবো।

অপর এক প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও স্টামফোর্ড ইউনিভার্সিটি চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। তিনি রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রয়াত সভাপতি ড. হান্নার ফিরোজের স্ত্রী এবং ভাষসৈনিক সাইদুর রহমানের কন্যা। তার বাবা ১৯৭১ সালে মুজিব নগর সরকারের ৬৪ নং কর্মাকর্তা ছিলেন। এছাড়া যুদ্ধকালীন সময় ইন্ডিয়া হাইকমিশনে কর্মরত ছিলেন এবং স্বরনার্থী শিবিরে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়রা জানান, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে দীর্ঘ সময় ধরে এলাকার মানুষকে সাহায্য করে আসছেন তিনি। নিয়মিত যোগাযোগ রাখছেন এলাকায়। সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড।

মনোনয়ন প্রসঙ্গে ফাতিনাজ ফিরোজ বলেন, আমার স্বামীর স্বপ্ন ছিলো রাজাপুর- কাঠালিয়া হবে হানাহানি মুক্ত। আমি সে লক্ষে কাজ করছি। আমি আমার স্বামী ড. হান্নার ফিরোজে অসমাপ্ত অনেক কাজ ছিলো সে গুলো শেষ করার চেষ্টা করছি। আমাকে যদি দল থেকে মনোনয়ন দেয় তাহলে এলাকার মানুষের জন্য কাজ করবো। আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই।

প্রকৌশলী আবুল কাশেম সীমান্ত সিলেট শাহ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্র সংসদের নির্বাহী সদস্য ও ভারপ্রাপ্ত ভিপি ছিলেন ছাত্রলীগ থেকে। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি সঙ্গে যুক্ত আছেন।

মনোনয়ন বিষয় আবেুল কাশেম সীমান্ত বলেন, নির্বাচন রানীতিরই একটা অংশ। সেহিসেবে আমি মনোনয়ন চাইতেই পারি। আমাদের দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করলে মনোনয়ন দিবেন। তার সিদ্ধান্ত চূড়ান্ত।

ইয়াসমিন আক্তার পপি মুক্তিযোদ্ধার একজন সন্তান। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সমপৃক্ত ছিলেন। বিএনি জামায়ত জোট সরকারে আমলে রাজপথে থেকে কয়েক বার কাড়া বরণ করেছেন। নেত্রী মুক্তি আন্দোলনে তিনি যুব মহিলা লীগের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, ঝালকাঠি-১ আসনে বিএনপিপন্থি লোক বেশি। বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর-উত্তম। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে আসবে এবং ব্যারিস্টার শাহজাহান ওমরকে বিএনপি থেকে মনোনয়ন দিলে তাকে পরাজিত করে এ আসনটি দখল করে নেয়ার মতো অন্য কোনো শক্ত প্রার্থী নেই বলে মনে করছেন দলের অধিকাংশ নেতাকর্মী।

ঝালকাঠি-১ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের পদচারণা ও জনসমর্থন বেশি। এ দুই দল নির্বাচনে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মন্তব্য করেন সাধারণ মানুষ।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ