চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সমাবেশে মহিলা আওয়ামী লীগ ১০ হাজার মহিলা জামায়েত করবে

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল আগামী ২৮ অক্টোবর শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিশাল সমাবেশের আয়োজন করেছে কর্ণফুলী উপজেলার কেইপিজেড চত্বরে। এতে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় ১০ হাজার মহিলা নিয়ে সমাবেশে জমায়েত করার সিদ্ধান্ত নিয়েছে সাবেক এমপি ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব। সমাবেশে সফল করতে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করে প্রস্তুতি সভা করা হয়েছে। সমাবেশ শুরু হওয়ার তিন চার ঘন্টা আগেই মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা সমাবেশ স্থলে মিছিল সহকারে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর সমাবেশে সফল করতে সাবেক সংসদ সদস্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়বের সভাপতিত্বে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেব এমপি চেমন আরা তৈয়বের বাস ভবনে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক ববিতা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিলোয়ারা কায়েস সুমী ও কৃঞ্চ রানী দাশ, জেলা মহিলা সংস্থার কর্মকতা শাহনা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সায়মা নওশীন লুনা, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, জেলা মহিলা সংস্থার প্রশিক্ষক রুশ্নী আকতার, পটিয়া পৌরসভার মহিলা আওয়ামী লীগের নেত্রী কাউন্সিলর ইয়াসমিন আকতার চৌধুরী, আনোয়ারা উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী হামিদা আকতার, সাবেক ইউপি সদস্য লাকী দাশ, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিল্পী মিত্র মেম্বার, রিংকী দেব মেম্বার, পটিয়া পৌরসভার সাংগঠনিক সম্পাদক হোসনে আরা, চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী শর্মিলা বৈদ্য, রিক্তা দাশ, পূর্ণিমা দে, ফেরদৌস বেগম, নিলুফা আকতার, লুৎফার নেছা, স্বপ্না রানী ধর প্রমুখ। সমাবেশে মহিলা আওয়ামী লীগের ব্যানারে চট্টগ্রাম উত্তর জেলা দক্ষিণ জেলা, মহানগর, কক্সাবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দারবানসহ জেলা পরিষদের মহিলা সদস্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা,সিটি কর্পোরেশন ও পৌরসভার মহিলা কাউন্সিলররাও অংশ নিবেন।
প্রস্তুতি সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব বলেন, নির্বাচনের আগ মর্হুতে প্রধানমন্ত্রীর সমাবেশটা খুব গুরুত্বপর্ণ। সমাবেশকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলা উপজেলা ও পৌরসভায় মিলে কয়েক লক্ষাধিক পুরুষের উপস্থিতির মধ্যে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ হাজার মহিলা জমায়েত করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি সরকারের উপকার ভোগী বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন উপকার ভোগী মহিলারাও স্বেচ্ছায় সমাবেশে অংশ নিবে। পটিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর ইয়ামিন আকতার চৌধুরী বলেন, পটিয়া হচ্ছে কর্ণফুলী উপজেলার পাশের উপজেলা সমাবেশে শুধুমাত্র পটিয়া থেকেও কয়েক হাজার মেয়ে অংশ নিবে। এদের অংশ গ্রহণের বিষয়টি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।
সমাবেশের প্রসঙ্গে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া বলেন,প্রধানমন্ত্রী হচ্ছে গণমানুষের প্রিয় নেত্রী প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য সমাবেশের আশ পাশের উপজেলার কোন মা বোন ঘরে থাকবে না সবাই সমাবেশে চলে আসবে। আমাদের সভাপতি চেমনা আরা আপার নেতৃত্বে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ হাজারের বেশী মহিলা অংশ নিবে। আশা করি এ সমাবেশ হবে সারা দেশের মধ্যে স্মরণকালের সব চেয়ে বড় সমাবেশে।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
