অবরোধের দ্বিতীয দিন
রাজধানীর প্রবেশপথে পাহারায় আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচীতে নাশকতা ঠেকাতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর চার প্রবেশমুখে সকাল থেকেই পাহারা বসিয়েছে আওয়ামী লীগ। সেই সঙ্গে অবিভক্ত ঢাকার ২০টি নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ন পয়েন্টে পয়েন্টে দিনভর সতর্ক অবস্থায় অবস্থান নিয়েছে থানা-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। তারমধ্যে রয়েছে, ডেমরা সুলতানা কামাল সেতু-আমিনবাজার, বাবুবাজার, আবদুল্লাহপুর, সাইনবোর্ড,গাবতলী।
বুধবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে পাহারা বসানো হয়েছে। শুধু তাই নয়,অনেক জায়গায় থানা-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের হাতে হাতে হকিস্টিক ও লাঠি নিয়ে মহড়া দিতে দেখা গেছে। এদিন সকাল ৯টা থেকে নেতাকর্মীদের গুলিস্তানে অবস্থান নেয় ঢাকা মহানগর নেতারা। এতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী সাগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চাই। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাই। জনগণের জানমালের রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে (দুপুরে) নেতাকর্মঅ শূণ্য হয়ে পড়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনের এলাকা। ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়।
বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় লাঠি ও হকিস্টিক হাতে মিছিল করেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু। উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া,সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রধান প্রমূখ। অবরোধ কর্মসূচিতে রাজধানীতে চলাচলকারী মানুষ ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি তারাও মাঠে রয়েছেন বলে জানিয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যে ঠেকাতে বুধবার (১নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর অন্যতম প্রবেশপথ ডেমরা সুলতানা কামাল সেতুতে কঠোর অবস্থান নিয়েছেন ঢাকা-৫ আসনের নৌকার সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল। এছাড়াও ডেমরার ডেমরা স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, সানারপাড়, কোনাপাড়া, মাতুয়াইল, সাইনবোর্ড, শনিরআখড়া ও ধলপুরে (গোলাপ বাগ মাঠ) অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন ডেমরা থানা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত (৬৪,৬৫ ও ৬৬নং ওয়ার্ড) কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ অপু, সাবেক ছাত্রনেতা ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম বাবু, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিপুসহ বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এদিন দুপুরে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে অবরোধবিরোধী মোটরসাইকেলের শোডাউন দেওয়া হয়। এ সময় মুক্তিযুদ্ধের গান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন দিনভর প্রচার করা হয়। একইসঙ্গে শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে পথচারিদের মাঝে লিফলেট বিবতরণ করেন নেতাকর্মীরা। ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি আলহাজ¦ হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল বলেন, বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসের দল। তারা দেশজুড়ে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আগুনে পুড়িয়ে মানুষ মারতে চায়। এদের কাছে মানুষের জীবনের মূল্য নেই।
অবরোধে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট: বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে দাপিয়ে বেড়িয়ে সিএনজি-অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা। এদিন রাজধানীতে কিছু সংখ্যক বাস চলাচল করলেও দূরপাল্লা-আন্তঃজেলার বাস চলাচল করতে দেখা যায়নি। তাই ঝুঁকি নিয়ে যাত্রীদের একমাত্র ভরসা এখন ব্যাটারিচালিত অটোরিকশা। ভাড়াও হেকেছেন তিন-চারগুন বেশি। তবে যাত্রারা ছিল একেবারেই নির্বিকার। বেসকারি একটি প্রতিষ্ঠানে চাকুরী করেন তাপস শেখ। তিনি জানান, অফিস তো আর অবরোধ-হরতাল মানবে না। সময় মতো অফিসে যেতে না পারলে চাকুরীই তো থাকবে না। তাই আমরা নির্বিকার, যত টাকা কিংবা কষ্টই হোক অফিসে যেতে হবে। একইকথা জানিয়েছেন বনানীতে ডাচবাংলা ব্যাংকে কর্মরত সাইদুল ইসলাম। তার বাসা নারায়নগঞ্জের ভ’ইঘর এলাকায়। সেখান থেকেই তিনি প্রতিদিন অফিসে যান।
এমএসএম / এমএসএম

মুনিয়া হত্যা সাধারণ ঘটনা নয়, ফাঁস হয়েছে ষড়যন্ত্রের মূল তথ্য

প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির নতুন কৌশল

সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধে আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি-ইসলামী ছাত্র আন্দোলন

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

"ভুয়া লাইসেন্সে হুন্ডি ব্যবসা" শিরোনামের সংবাদের প্রতিবাদ
