মান্দায় কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের নামে হরিলুট
নওগাঁর মান্দায় রবি শস্য উৎপাদনের জন্য কৃষি প্রণোদনার বরাদ্দকৃত গম বীজ ও সার বিতরণের নামে হরিলুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কৃষি কর্মকর্তার সহযোগিতায় এমন কর্মকান্ড চলছে বলে অভিযোগ উঠেছে।
একটি এনআইডি নাম্বার ব্যবহার একাধিক কৃষি কার্ডের সুবিধা গ্রহণ করে প্রণোদনার সার-বীজ উত্তোলন করে নিচ্ছেন একটি চক্র। এসব সার বীজ উত্তোলনের পর ফসল উৎপাদনের পরিবর্তে তারা বাজারে বিক্রি করে দিচ্ছেন। যার কারণে ব্যহত হচ্ছে রবি মৌসুমের শস্য উৎপাদন। অন্যদিকে লাভবান হচ্ছে সুবিধাভোগী নামে একাধিক কৃষি কার্ডধারী ব্যক্তিরা। শস্য উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত প্রান্তিক চাষিরা। কৃষি কর্মকর্তার তেলেসমাতি যেন কিছুটা অপাত্রে ঘি ঢালার মত। কৃষি কার্ড যাচাই বাছাইয়ের সুযোগ থাকলেও তা-না করে দিব্যি চালিয়ে যাচ্ছেন বিতরণ কার্যক্রম।
জানাগেছে, রবি শস্য উৎপাদনের জন্য এ বছর ৭শত জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার সার ও গমের বীজ বিতরণ করা হবে। নুরুল্যাবাদ ইউনিয়নের জন্য ৫০টি কার্ড বরাদ্দ হয়েছে। এরই মধ্যে তালিকা অনুযায়ী কৃষকের মাঝে প্রণোদনার সার ও গমের বীজ বিতরণ করাও হয়েছে। নিয়ম অনুযায়ী একটি পরিবারের কর্তার নামে একটি কৃষি কার্ড প্রযোজ্য। কিন্তু পরিবারের কর্তার পরিবর্তে নারী পুরুষ সকল সদস্যকে প্রান্তিক চাষী বানিয়ে এসব প্রণোদনার সার ও বীজ হরিলুট করছেন। আবার এক ব্যক্তির এনআইডি নাম্বার ব্যবহার কয়েকটি কৃষি কার্ড করে এসব সুবিধা গ্রহণ করছেন নাম ধারী সুবিধাভোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান,উপজেলার নুরুল্যাবাদ ইউপির ১ নাম্বার ওয়ার্ডের গোলাম হোসেন ও গোলাম মোস্তফা একই ব্যক্তি উভয়ের পিতা নাসির। তাদের এনআইডি নাম্বার ২১৪৭৭ । হাসান আলী, পিতা গফুর ও হাসান আলী পিতা আ:গফুর উভয়ের আইডি নাম্বার ০০১৪২ । মজিবর আলীর ও মজিবর রহমান উভয়ের পিতা সাইফুল ও ছাইফুল তাদের আইডি নাম্বার ০০৭৮। তারা সকলে এক ব্যক্তি হয়ে একাধিক সুবিধাভোগ করছেন। এছাড়াও প্রবাসী আবুল কালাম আজাদ ও তার স্ত্রী নওশেরা বেগম নামে কৃষি কার্ড করে সুবিধা গ্রহণ করছেন। নুরজাহান, পিতার জায়গাতে নাসিরের ছেলে গোলাম মোস্তফার নাম বসিয়েছেন। এভাবে একই পরিবারের ৮ সদস্যদের নামে উত্তোলন হয়েছে কৃষি প্রণোদনার সার ও গম বীজ । তারা আরও বলেন, অসাধু কৃষি কর্মকর্তাদের যোগসাজসে এসব দুই নম্বর কাজ করার সাহস পাচ্ছেন তারা। এভাবেই উপজেলা জুড়ে অনেকে, প্রণোদনার সার-বীজ উত্তোলন করে হরহামেশা বাজারে বিক্রি করে দিচ্ছেন। প্রণোদনা সার,বীজের নামে বানিজ্য করছেন অনেকে নেতাকর্মী। ফলে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক। গত রবিবার দুপুরে স্থানীয়রা নুরুল্যাবাদ ইউপির জোতবাজারে প্রণোদনার সার ও গমের বীজ ভর্তি একটি ভ্যান আটকের পর ভিডিও ধারণ করলে এসব তথ্য বেরিয়ে আসে।
কৃষি প্রণোদনার বরাদ্দকৃত সার,বীজ প্রকৃত কৃষকরা পাচ্ছেন না এমন খবর উপজেলা জুড়ে ছড়িয়ে পড়লে রবিবার বিকেলে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল হক তদন্তের জন্য নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদে যাওয়ার খবর পাওয়া গেছে ।
এ ব্যাপারে নুরুল্যাবাদ ইউপির দায়িত্ব প্রাপ্ত কৃষি উপ-সহকারী কর্মকর্তা বলেন,এসব কার্ড কিভাবে হয় আর কিভাবে বিরতণ হয় সেটা আপনারা তো ভাল জানেন। নাম মাত্র দ্বায়িত্বে থাকলেও এখানে আমাদের করার কিছুই নেই। আমরা কিছু বললে উপজেলা কৃষি কর্মকর্তা (স্যার) ভালো চোখে নিবে না।
এ ব্যাপারে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের সাথে কথা হলে তিনি জানান, কৃষি কার্ড থাকলেই কৃষক। নারী বা পুরুষ যেই হউক না কেন তাতে কোন সমস্যা নেই। একই ব্যক্তির নামে একাধিক কৃষি কার্ড এবং একই পরিবারে ৮ সদস্যদের নামে কৃষি কার্ডের কথা জানতে চাইলে কোন সদুত্তর দেননি তিনি ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান, মুক্ত হলো ৫ টি শালিক
অফিস সহায়ক ও প্রধান শিক্ষক দুইজন মিলে চারশ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন
টঙ্গীর ৪৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া
নাচোলে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময়
হাতিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় ৮ মাসের শিশু মৃত্যু
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন
রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচনে লড়ছেন লায়ন ওয়ালিদ
টুঙ্গিপাড়ায় টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি
আমার ভাই কবরে' খুনি কেন বাহিরে' : ঢাকা সিলেট মহাসড়কে প্রতিবাদ মিছিল
রাজস্থলীতে স্থানীয়ভাবে প্রযুক্তির মেলা প্রদর্শনী ও সেমিনার সভা
ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া
পরীক্ষার আগেরদিন রাতেই স্ব স্ব শ্রেণীর প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে