কুয়াকাটায় আসন্ন রাস মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ২৬ নভেম্বর পটুয়াখালীর কুয়াকাটায় আসন্ন রাস মেলা ও রাস পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। (৬নভেম্বর) সোমবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল ইসলাম, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হালদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার পটুয়াখালী প্রেসক্লাব ও পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন হাওলাদার হীরা, কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মন্ডসহ চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। চলতি মাসের শেষ সপ্তহে হিন্দু ধর্মাবলম্বিদের তিনদিন ব্যাপি আসন্ন রাস মেলা ও পূর্ণ স্নান উদযাপনে লক্ষাধিক আগত পূর্নাথী ও দর্শনাথীদের নিরাপত্তা সহ এই ধর্মীয় অনুষ্ঠানের সকল কর্মকান্ড সুন্দরভাবে পরিচালিত সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়।
এমএসএম / এমএসএম