ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

খুলনায় চালের মূল্য বৃদ্ধিতে ৫ সদস্যের কমিটি গঠন


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১২:৫১

ধান-চালের অবৈধ মজুদ ও বাজারে ঘাটতির কারণ নির্ণয়ে খুলনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জুলাই মাসের তুলনায় ধান-চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। এর কারণ নির্ণয়ে সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য কৃষি বিপণন অধিদপ্তর পরামর্শ দিয়েছে। জেলায় চালের প্রতি কেজির সর্বনিম্ন মূল্য ৪৪ টাকা, সর্বোচ্চ ৭০ টাকা।

কৃষি বিপণন অধিদপ্তরের নিদেশনায় গত ৫ আগস্ট ধান-চালের অস্বাভাবিক মূল্য ও অবৈধ মজুদের কারণ জানতে জেলা প্রশাসন ৫ সদস্যের কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রককে সদস্য সচিব, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ, জেলা বাজার কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালককে কমিটির সদস্য করা হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ জেলা প্রশাসনে পাঠানো এক পত্রে উল্লেখ করেন, ধান-চালের পাইকারি ব্যবসায়ী, মিল মালিকসহ তৃতীয়পক্ষের মাত্রাতিরিক্ত ধান-চাল মজুদের কারণে অস্বাভাবিক মূল্য দেখা দিয়েছে। সরেজমিনে বাস্তবতা পরীক্ষা-নিরীক্ষা শেষে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার এ প্রতিবেদককে জানান, এক মাস আগে চালের যে মূল্য ছিল সেটাই স্থিতিশীল রয়েছে। নতুন করে মূল্য বাড়েনি। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি বাস্তবতা নিরূপণে মিল ও বাজার পরিদর্শন করবে। লকডাউন ও অন্যান্য কারণে কমিটির তৎপরতায় বিলম্ব হয়েছে।

তিনি বলেন, এক মণ ধানে ২৭ কেজি চাল উৎপাদন হয়। এক্ষেত্রে ধানের মূল্য ও উৎপাদন খরচ হিসাব করে বেশি হলে ব্যবস্থা নেয়া হবে। তার দেয়া তথ্যমতে, গত রোববার নগরীর বাজারের মোটা চাল ৪৪-৪৬ টাকা, মাঝারি ৫৪-৫৬, চিকন ৬২-৬৪ টাকা দরে বিক্রি হয়।

নিউ মার্কেটের খুচরা চাল ব্যবসায়ী নয়ন এন্টারপ্রাইজের মালিক আব্দুর রাজ্জাক খান জানান, সোমবার মোটা চাল ৪৪-৪৫ টাকা, মাঝারি ৪৮ টাকা, প্রকার ভেদে ৫২ টাকা এবং চিকন ৬৬-৭০ টাকা দরে বিক্রি হয়। দ্বিতীয় দফা লকডাউনের পর মূল্য বাড়ে।

আমদানীকারকের সূত্র জানিয়েছেন, অতিরিক্ত মাত্রায় আমদানি শুল্ক নির্ধারণ বেশি মুনাফায় আশায় মিল মালিকদের অতিরিক্ত মজুদ, বাজারের সরবরাহ কমানো এবং সরকারের নজরদারির অভাবে চালের মূল্য বেড়েছে। চালের অস্থিরতা কমাতে গত সাত জানুয়ারি আমদানিতে বিদ্যমান সাড়ে ৬২ শতাংশ শুল্ক কর ২৫ শতাংশে নামিয়ে আনা হয়। চাল আমদানিতে শুল্ক ১০ শতাংশ ও সম্পূরক শুল্ক ২৫ শতাংশ মোট ৩৫ শতাংশ কমানো হয়। এ সময় জাতীয় রাজস্ব বোর্ড একটি আদেশ জারি করে। এনবিআরের চেয়ারম্যানের আদেশে বলা হয়, আমদানি শুল্ক কমানো সর্ম্পকিত এ আদেশ ৩০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। সে সময় পার হয়েছে।

এর আগে স্থানীয় কৃষকদের সুরক্ষা দিতে চাল আমদারি নিরুৎসাহিত করায় সাড়ে ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়। তবে লাগামহীনভাবে চালের মতো নিত্যপণ্যে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের সুরক্ষা দেয়ার বিষয়টি সামনে আসে।

এমএসএম / জামান

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ