ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

আ.লীগ ধরে রাখতে ঐক্যবদ্ধ, দোটানায় বিএনপি তবুও চায় পুনরুদ্ধার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ৩:৫০

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পাবনা-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী মাঠে সরব রয়েছেন। অপরদিকে বিএনপি দ্বিধাদন্দ্বে রয়েছে। 
জানা গেছে, সদ্য ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনটি পেতে প্রত্যাশীরা মাঠে সরব রয়েছেন নতুন পুরাতন মিলে ডজন খানেক  নেতা। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে প্রার্থীতার দাবি জানিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে আওয়ামীলীগের প্রত্যেকেই উপজেলাসমূহের শহর থেকে পাড়া-মহল্লায় সভা-সমাবেশের মাধ্যমে শোডাউন করে যাচ্ছেন। 
পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা-৩ আসন। সংসদীয় আসন নম্বর ৭০। মোট  ভোটার ৪ লাখ ৫৬ হাজার ১০১ জন। এই আসনটি আওয়ামী লীগ ও বিএনপির বেশ শক্ত অবস্থান রয়েছে। ২০০৮ সাল থেকে আসনটি আওয়ামী লীগের দখলে রয়েছে। তবে অন্য দুই উপজেলা মিলে যে ভোট, তারচেয়েও  বেশি ভোট চাটমোহর উপজেলায়। সেক্ষেত্রে জয়-পরাজয়ে এবার বড় ফ্যাক্টর হবে চাটমোহর উপজেলার  ভোটাররা।
১৯৮৬ সাল  থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের তথ্য ঘেটে দেখা যায়, আওয়ামী লীগ ৫ বার, বিএনপি ৩ বার এবং জাতীয় পার্টি একবার জয়লাভ করে। কিন্তু ২০০৮ সাল থেকে টানা তিনবার জয়লাভ করে আওয়ামী লীগের প্রার্থী। ইতোমধ্যে পরপর তিনবার জয় লাভ করে নিজেদের একটি বেশ ভালো অবস্থান তৈরি করেছে ক্ষমতাসীন দল। আর দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় দল গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। আসনটি ফিরে  পেতে বেশ বেগ পেতে হবে তাদের।
আগামী নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রস্তুতি থাকলেও এখনও সাড়া নেই বিএনপির। এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে অন্য দলগুলোর জনপ্রিয়তা নেই। এক্ষেত্রে এগিয়ে আছে  আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। তারা বিভিন্ন সভা, সমাবেশে যোগ দিচ্ছেন। কুশল বিনিময় করছেন নেতাকর্মী ও  ভোটারদের সাথে। আসনটি নিজেদের দখলে রাখতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ।
অপরদিকে, এখনও নির্বাচনে আসার সিদ্ধান্ত না হওয়ায় দোটানায় রয়েছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। এর মাঝেও যদি বিএনপি নির্বাচনে আসে সেক্ষেত্রে কয়েকজনের নাম শোনা যাচ্ছে মুখে মুখে। ক্ষমতাসীন দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা শুভেচ্ছা বার্তা, নানা উন্নয়নমূলক কর্মকান্ডের ডিজিটাল ব্যানার লাগিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছেন। যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়; তা’হলে নিজেদের হারানো আসন ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে বিএনপি।
আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাম শোনা যাচ্ছে অন্তত: ১৫ জনের। তারা হলেন-বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, চাটমোহর উপজেলা পরিষদের  চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) ড. ফসিউর রহমান, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত  হোসেন সাখো, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুল আলিম, ভাঙ্গুড়া উপজেলা পরিষদেও চেয়ারম্যান বাকি বিল্লাহ, আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে গবেষণা সমন্বয়কারী বায়েজিদ দৌলা বিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, ফরিদপুর পৌর মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাহুর রহমান রোজ, আওয়ামী লীগ নেতা ডা. গোলজার হোসেন, রবিউল করিম।
এই আসনে আওয়ামী লীগের একমাত্র নারী প্রার্থী হিসেবে চমক দিতে পারেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, প্রথম জাতীয় সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর পুত্রবধূ উমেদা জাবীন সমাজী। তিনিও বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
বিএনপি নির্বাচনে এলে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাম শোনা যাচ্ছে সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম।
জানা গেছে, আওয়ামী লীগের বর্তমান সাংসদ মকবুল হোসেনের একটা আলাদা অবস্থান তৈরি হয়েছে। যদিও বর্তমানে তিনি বয়সের কারণে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। সরকারের উন্নয়নমূলক কাজ তিনি বিভিন্ন এলাকায় করেছেন। তবে কিছু স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে তার গ্রুপিং ও দ্বন্দ্ব রয়েছে।
এর বাইরে মনোনয়ন প্রত্যাশী প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মাস্টার, প্রকৌশলী আব্দুল আলিম, তরুণ  নেতা আতিকুর রহমান আতিক নিজেদের মতো কওে বেশ তৎপর নির্বাচনী এলাকায়। দলীয় কার্যক্রমে তাদের সরব উপস্থিতি রয়েছে। বিভিন্নভাবে মানুষের পাশে থেকে কাজ করছেন। এছাড়া মেজর জেনারেল (অব.) ড. মোঃ ফসিউর রহমান তিন উপজেলায় ত্রাণ সহায়তা ও উঠান বৈঠকের মধ্যে সময় কাটাচ্ছেন। ইউ জাবীন সমাজী গত ঈদুল ফিতরের আগ থেকে মাঠে গণসংযোগ বাড়িয়েছেন।
আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীরা মাঠে তৎপর থাকলেও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা অনেকটা নিরবে তাদের  যোগাযোগ রক্ষা করে চলেছেন। কেউ প্রকাশ্যে গণসংযোগ করছেন না। দল আন্দোলনমুখী থাকায় কেউ নির্বাচনে  প্রার্থীতা নিয়ে আগেই কেন্দ্রের বিরাগভাজন হতে চাচ্ছেন না।
অন্যদিকে, ভোটারদের মধ্যে আরেকটি হিসেব রয়েছে এই নির্বাচনী এলাকায়। এই আসনের তিনটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা চাটমোহর। অন্য দুই উপজেলা ভাঙ্গুড়া ও ফরিদপুর এই দুই উপজেলা মিলিয়ে যে  ভোটার তারচেয়েও অনেক বেশি ভোটার চাটমোহর উপজেলায়। তাই ভোটের হারজিতে একটা বড় ফ্যাক্টর হবে চাটমোহর উপজেলার ভোট। কিন্তু দীর্ঘবছর ধরে চাটমোহওে কোনো সংসদ সদস্য নেই। বর্তমান সংসদ সদস্যের বাড়ি ভাঙ্গুড়া উপজেলায়। উন্নয়নে পিছিয়ে আছে চাটমোহর উপজেলা। এক্ষেত্রে আসনটিতে চাটমোহর থেকে যদি  কোনো দল যোগ্য প্রার্থী দেয়, সেক্ষেত্রে জয়ের পথে অনেকটাই এগিয়ে থাকবে সেই দল।
বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেন বলেন, ‘বর্তমান সরকারের সময়ে আমার নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠানসহ যেসব উন্নয়ন কাজ হয়েছে তার এর আগে কখনও হয়নি। আর সরকার যেভাবে  দেশের মানুষের কল্যাণে কাজ করে পাশে থাকছে, তাতে নৌকার কোনো বিকল্প নেই। জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে বলে বিশ্বাস করি।’
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা বলেন, এখন পর্যন্ত বিএনপি একটি দৃঢ় অবস্থানে রয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার। বর্তমানে আন্দোলনমুখী রয়েছে দল। আমরা চাই নির্বাচনে যেতে, কিন্তু সেটি হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আর সেই পরিবেশ তৈরি হলে এবং বিএনপি নির্বাচনে গেলে আমরাও প্রস্তুত। আর নিরপেক্ষ মাঠে ভোটের লড়াইয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেই জয়ী হবে। তবে আরো কিছুদিন পরে স্পষ্ট হয়ে উঠবে কে মাঝি হচ্ছেন আর কে শীষ পাচ্ছেন। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত