ইবিতে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়েে ফুটবল খেলোয়াড় ও ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ভারপ্রাপ্ত রেজিস্টার এ এইচ এম আলি হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছ। তদন্ত কমিটিতে চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর এ এইচ এম আখতারুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যগণ হলেন,সহকারী প্রক্টর ডক্টর আমজাদ হোসেন,শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর দেবাশীষ শর্মা,সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর আসাদুজ্জামান এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা সাথী।এ সংঘর্ষে ১২ জন আহত হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর বিকাল পাঁচটায় ইবির কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিদিনের মতো ফুটবল খেলোয়াড় ও ক্রিকেট খেলোয়াড়রা যথারীতি তাদের প্র্যাকটিস শুরু করে।ফুটবল টিমের সদস্যরা মাঠের দক্ষিণ পাশে তাদের অনুশীলন শুরু করে। এবং ক্রিকেট খেলোয়াড়রা মাঠের উত্তরপাশে অনুশীলন শুরু করে।খেলার মাঝামাঝি সময়ে ফুটবল খেলোয়াড়দের নিক্ষেপিত ফুটবলটি ক্রিকেট খেলোয়াড়দের স্টাম্প ভেঙ্গে দেয়।এতেই ঘটে যায় বিপত্তি। ক্রিকেট খেলোয়াড়রা প্রতিবাদ জানালে শুরু হয়ে যায় বাকবিতণ্ডা।বাকবিতান্ডার এক পর্যায়ে শুরু হয়ে যায় মারামারি।মারামারি রূপ নেয় সংঘর্ষে।ফুটবল খেলোয়াড়েরা সঙ্ঘবদ্ধ হয়ে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে ক্রিকেট খেলোয়াড় তূর্যকে বেধড়ক মারপিট করে।তূর্যর অবস্থা আশঙ্কাজন। আহতদের ইবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। অধিকতর আহত তূর্যকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সাধারণ শিক্ষার্থীরা ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা করছে।প্রক্টর ডক্টর শাহাদাৎ হোসেন আজাদ সকালের সময়কে জানান,এমন ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।তিনি আরো বলেন,এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান পূর্বক ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছ।তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম

ইবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নেতৃত্ব উন্নায়ন কর্মশালা

ধ*র্ষ*ন হুমকির প্রতিবাদে গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

গোবিপ্রবি উপাচার্যের কাছে ছাত্রদলের চার দফা দাবী

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইউডি'কে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবিতে জাককানইবি'তে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে
