ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

দামুড়হুদার জয়রামপুর রেলস্টেশনে নকশী কাঁথা মেইল ট্রেনের যাত্রা বিরতি পুনর বহাল রাখার জন্য মানববন্ধন


 জাহাঙ্গীর আলম  photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ২৪-১১-২০২৩ রাত ১০:৩৫

চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশন এর নকশি কাঁথা মেইল ট্রেনের চারটা বিরতি পুনর বহাল রাখার জন্য মানববন্ধন করেন জয়রামপুর গ্রাম সহ আশেপাশের গ্রামের সাধারণ মানুষ।প্রতিনিধিত্ব করেছেন জয়রামপুর মানব কল্যাণ এর কেন্দ্রীয় সভাপতি মিলন মাহমুদ ও সেনা সদস্য লাজিব সিদ্দিক।
বাংলাদেশের প্রথম রেল যোগাযোগ স্থাপন হয় দর্শনা থেকে জগতি। ১৮৬২ সাল থেকে দর্শনা থেকে জগতি রেল যোগাযোগের প্রথম হলেও এলাকার মানুসের দাবি জয়রামপুর প্রথম স্টেশন। চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী কৃষি পণ্যবাহী প্রথম স্টেশন নামে খ্যাত জয়রামপুর রেলস্টেশন। এই ঐতিহ্যবাহী রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতি না থাকলেও মেইল ট্রেনগুলো যাত্রা বিরতি করত। জয়রামপুর থেকে কৃষি পণ্য ঢাকা খুলনা রাজশাহী বিভিন্ন এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাওয়ার প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হতো নকশি কাঁথা মেইল ট্রেন। সেই নির্ভরযোগ্য একমাত্র মেইল ট্রেন আজ জয়রামপুর স্টেশনে যাত্রা বিরতি থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে। জয়রামপুর গ্রামের ঐতিহ্য বয়ে নিয়ে আসার মূল তালিকাসক্তি হিসেবে পরিচিতি লাভ করে জয়রামপুর রেলস্টেশন।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা অর্জনের বড় প্রকল্পের একটি হলো পদ্মা সেতু প্রকল্প। পদ্মা সেতু রেল যোগাযোগের মধ্য দিয়ে ঢাকা খুলনা যোগাযোগ এর নতুন মাত্রা যোগ হয়েছে।সেই ধারাবাহিকতায় খুলনা ,দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মুন্সিগঞ্জ, পোড়াদহ, কুষ্টিয়া, হয়ে ফরিদপুর ভাঙ্গা  দিয়ে নকশী কাঁথা মেইল ট্রেনের নতুন রোডম্যাপ তৈরি হয়েছে।নতুন রোডম্যাপে জয়রামপুর স্টেশনে নকশি কাঁথা মেইল ট্রেন ২৫ ও নকশি খাতা মেইল ট্রেন ২৬এর যাত্রা বিরতি বন্ধ করে দেয়া হয়েছে।জয়রামপুর স্টেশন চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহ্যবাহী রেলস্টেশন। দামুড়হুদা থানার একমাত্র স্টেশন। সেই ঐতিহ্যবাহী স্টেশন অন্ধকারে নেমে যাচ্ছে। একটি রেল স্টেশনের ঐতিহ্য ও আলো বয়ে নিয়ে আসে স্টেশনে যাত্রা বিরতি করা ট্রেনের মাধ্যমে।জন্য গ্রামবাসী মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে প্রধান আলোচোক হিসেবে উপস্থিত ছিলেন, হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন ।এ বিষয়ে তিনার কাছে জানতে চাইলে তিনি বলেন, দামুড়হুদা থানার একমাত্র ঐতিহ্যবাহী রেলস্টেশন জয়রামপুর। জয়রামপুরসহ আশেপাশের গ্রামের খেটে খাওয়া দিনমজুর মানুষের বসবাস। তাদের চলাচলের একমাত্র বহন হলো এই মেইল ট্রেন। এই  ট্রেনের মাধ্যমে তাদের জীবিকা নির্ভর করে। অসুস্থ মানুষ এখান থেকে চিকিৎসা নিতে যায় যাতে তাদের যাতায়াত খরচটা কম হয়। কৃষি পণ্য বহন করে খরচ কমানোর জন্য। এই ট্রেনটি যদি এখানে না থামে তাহলে তাদের বড় ধরনের ক্ষতি হতেপারে । এজন্য রেল মন্ত্রণালয় এর কাছে আমাদের দাবি অবিলম্বে জয়রামপুর রেলস্টেশনের লোকবল নিয়োগ এর মাধ্যমে আবারও এই স্টেশনটাকে পুনরুজ্জীবিত করতে হবে। 
এ সময় উপস্থিত ছিলেন জয়রামপুর সহ আশেপাশের গ্রামের মানুষ। তাদের একটাই দাবি নকশী কাঁথা ২৫ মেইল ট্রেনসহ জয়রামপুর স্টেশন স্টাফ দিয়ে স্টেশন  আবারো জাগ্রত করতে হবে। এ সময় ধরমপুর স্টেশন প্রাঙ্গন আমাদের দাবি আমাদের দাবি স্লোগানে মুখরিত হয়ে ওঠে। জয়রামপুর স্টেশন থেকে কৃষি পণ্য ও যাত্রী উঠানামা করে জয়রামপুর উক্ত চাঁদপুর দিননাথপুর নেহালপুর ডুগডুগি তারিনীপুর লোকনাথপুর দামুড়হুদা সহ আরো অনেক গ্রামের মানুষ। এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন জয়রামপুর স্টেশন কৃষি নির্ভর স্টেশন। জয়রামপুর এলাকাটা একটি কৃষি অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর পরিমাণ সবজি চাষ হয়। নকশী কাঁথা মেইল ট্রেনের মধ্য দিয়ে জয়রামপুরসহ আশেপাশে গ্রামের সবজি কুষ্টিয়া কুমারখালী রাজবাড়ী খুলনা দৌলতপুর যশোর ইত্যাদি স্থানে বিক্রয়ের জন্য নেয়া হয়।

জয়রামপুর সহ আশেপাশে গ্রামের মানুষের প্রাণের দাবি অবিলম্বে নকশি কাঁথা ২৫ নকশি কাঁথা ২৬ মেইল ট্রেনের যাত্রা বিরতি পুনর বহাল রাখতে হবে।এ বিষয়ে স্থানীয় ব্যক্তি হাওলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন দামুড়হুদা থানার একমাত্র ঐতিহ্যবাহী রেলস্টেশন জয়রামপুর জয়রামপুরসহ আশেপাশের গ্রামে খেটে খাওয়া দিনমজুর মানুষের বসবাস তাদের চলাচলের একমাত্র বহন হলো এই লোকাল ট্রেন। এই লোকাল ট্রেনের মাধ্যমে তাদের জীবিকা নির্ভর করে। অসুস্থ মানুষ এখান থেকে চিকিৎসা নিতে যাই যাতে তাদের যাতায়াত খরচটা কম হয়। কৃষি পণ্য বহন করে খরচ কমানোর জন্য। এই ট্রেনটি যদি এখানে না থামে তাহলে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে । এজন্য রেল মন্ত্রণালয় এর কাছে আমাদের দাবি অবিলম্বে জয়রামপুর রেলস্টেশনের লোকবল নিয়োগ এর মাধ্যমে আবারও এই স্টেশনটাকে পুনরুজ্জীবিত করতে হবে। 
এ সময় উপস্থিত ছিলেন জয়রামপুর সহ আশেপাশের গ্রামের মানুষ। তাদের একটাই দাবি নকশী কাঁথা ২৫ মেইল ট্রেনসহ জয়রামপুর স্টেশন স্টাফ দিয়ে স্টেশন  আবারো জাগ্রত করতে হবে। এ সময় ধরমপুর স্টেশন প্রাঙ্গন আমাদের দাবি আমাদের দাবি স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এমএসএম / এমএসএম

শালিখায় 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫' শুরু, প্রধান অতিথি ইউএনও

মধুখালীতে প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সন্দ্বীপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান

মান্দায় প্রাণীসম্পদ প্রদর্শনী পালন

কাউনিয়ায় জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী–২০২৫ উদযাপন

ফুলছড়িতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রাজস্থলীতে একমাত্র ঝুলন্ত ব্রিজ স্থানীয় জনগণ প্রতিদিন ঝুঁকি তে চলাচল

নেত্রকোনার মদনে মহিউদ্দিন মার্কেটে কাপড়ে দোকানে আগুন লেগে প্রায় ৪০টি দোকান পুড়ে চাই

ভূরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহও প্রদর্শনী ২০২৫ উদযাপন

কুমিল্লায় খুচরা সার বিক্রেতা ও কৃষকদের মানববন্ধন বিক্ষোভ

রংপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণায় এগিয়ে ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

আশুলিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে ভিক্ষাবৃত্তি