মধুপুরে মোটারসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে, একজন ব্যবসায়ী নিহত আহত দু'জন
টাঙ্গাইলের মধুপুরে মোটারসাইকেল- অটোরিক্সার সংঘর্ষে মোটরসাইকেল চালক জুয়েল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন পেশায় তিনি কলা ব্যবসায়ী। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুইজন।মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মহিষমারা ইউনিয়নের নেদুর বাজারের কাছে এমন মর্মান্তিকজ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল একই উপজেলার বেরীবাইদ ইউনিয়নের জনৈক আজাহার আলীর ছেলে। আহত মোটরসাইকেল আরোহী একই এলাকার বাসিন্দা অপর দুইজন হলেন সাইফুল ইসলাম ও বিমল বৈষ্ণব।
এলাকার বাসিন্দারা জানান, জুয়েল দুই বন্ধুকে সাথে নিয়ে পাশের ঘাটাইল উপজেলার সাগরদীঘির দিকে ব্যবসা সংক্রান্ত কাজে যাচ্ছিলেন। মধুপুর উপজেলার নেদুর বাজার অতিক্রম করার সময় ঘটনাস্থলে পৌছলে সামনের দিকে থেকে আসা অটোরিক্সার চাকা খুলে গেলে মোটরসাইকেল- অটোরিক্সার সংঘর্ষ বাধে। গুরুতর আহত অবস্থায় জুয়েল ও তার সঙ্গী দুইজনকে (বিমল বৈষ্ণব ও সাইফুল) উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। বাকি দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম