ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কোয়েস্ট ২০২৩ অনুষ্ঠিত

কৃষি গবেষণা ফাউন্ডেশনের এমসিসিএ, সিআরপি-২ প্রকল্পের অর্থায়নে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কোয়েস্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে আগামী কৃষির চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাব্য সমাধানকে সামনে রেখে নাটক, বৈজ্ঞানিক পোস্টার, ভিডিও বার্তা ইত্যাদি সৃজনশীল কর্মকান্ড প্রদর্শনের বিভিন্ন ইভেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ (তিনশত) শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নাট্যাংশে টিম রাইজোব্যাকটেরিয়া, আইকারাস ও ড্রিমার এ তিনটি সেরা টিম হিসেবে নির্বাচিত হয়। এছাড়া পোস্টার তৈরিতে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এস. কে রেজওয়ানা কাদির রাইসা চ্যাম্পিয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের খালিদ হাসান মিলু প্রথম রানার আপ এবং জান্নাতুল ফেরদৌস মিতি দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন। ভিডিওগ্রাফিতে সেরা টিম নির্বাচিত হয় যথাক্রমে: দ্যা টুমোরো, স্যাম-স্কোয়াড দ্যা ইকো-গ্রো ও দ্যা কিংফিশার।
এমসিসিএ প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর ড. মিজানুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন প্রকল্পের কো-অর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস, প্রফেসর মোঃ নাসিমুল বারি, প্রফেসর ড. নাসরিন আক্তার আইভি, প্রফেসর ড. মোর্শেদুর রহমান, প্রফেসর ড. আবু সাদেক মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. আবিয়ার রহমান, প্রফেসর ড. মোঃ সাইফুল আলম, প্রফেসর ড. এস এম রফিকুজ্জামান, প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন, প্রফেসর ড. মইনুল হোসেন অলিভার, প্রফেসর ড. মোতাহার হোসেন, প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য্য ও সহযোগী অধ্যাপক কেয়া রানী দাস। অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন ড. শাহরিনা আক্তার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং এমএস শিক্ষার্থী নুসরাত জাহান রোবাইদা, মোঃ মোস্তাকিম বিল্লাহ এবং বিএস শিক্ষার্থী তানভীরুল ইসলাম আলভী সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এমএসএম / এমএসএম

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ

লোহাগড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

মেহেরপুরে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাগণের ভূমিকা " শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনে হাইব্রিড নেতাদের মুখোশ উন্মোচন

আদমদীঘিতে আওয়ামীলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নেন্টু গ্রেফতার
Link Copied