ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কোয়েস্ট ২০২৩ অনুষ্ঠিত

কৃষি গবেষণা ফাউন্ডেশনের এমসিসিএ, সিআরপি-২ প্রকল্পের অর্থায়নে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কোয়েস্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে আগামী কৃষির চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাব্য সমাধানকে সামনে রেখে নাটক, বৈজ্ঞানিক পোস্টার, ভিডিও বার্তা ইত্যাদি সৃজনশীল কর্মকান্ড প্রদর্শনের বিভিন্ন ইভেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ (তিনশত) শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নাট্যাংশে টিম রাইজোব্যাকটেরিয়া, আইকারাস ও ড্রিমার এ তিনটি সেরা টিম হিসেবে নির্বাচিত হয়। এছাড়া পোস্টার তৈরিতে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এস. কে রেজওয়ানা কাদির রাইসা চ্যাম্পিয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের খালিদ হাসান মিলু প্রথম রানার আপ এবং জান্নাতুল ফেরদৌস মিতি দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন। ভিডিওগ্রাফিতে সেরা টিম নির্বাচিত হয় যথাক্রমে: দ্যা টুমোরো, স্যাম-স্কোয়াড দ্যা ইকো-গ্রো ও দ্যা কিংফিশার।
এমসিসিএ প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর ড. মিজানুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন প্রকল্পের কো-অর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস, প্রফেসর মোঃ নাসিমুল বারি, প্রফেসর ড. নাসরিন আক্তার আইভি, প্রফেসর ড. মোর্শেদুর রহমান, প্রফেসর ড. আবু সাদেক মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. আবিয়ার রহমান, প্রফেসর ড. মোঃ সাইফুল আলম, প্রফেসর ড. এস এম রফিকুজ্জামান, প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন, প্রফেসর ড. মইনুল হোসেন অলিভার, প্রফেসর ড. মোতাহার হোসেন, প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য্য ও সহযোগী অধ্যাপক কেয়া রানী দাস। অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন ড. শাহরিনা আক্তার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং এমএস শিক্ষার্থী নুসরাত জাহান রোবাইদা, মোঃ মোস্তাকিম বিল্লাহ এবং বিএস শিক্ষার্থী তানভীরুল ইসলাম আলভী সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ
Link Copied