ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কোয়েস্ট ২০২৩ অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ৪:৪৯
কৃষি গবেষণা ফাউন্ডেশনের এমসিসিএ, সিআরপি-২ প্রকল্পের অর্থায়নে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কোয়েস্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে আগামী কৃষির চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাব্য সমাধানকে সামনে রেখে নাটক, বৈজ্ঞানিক পোস্টার, ভিডিও বার্তা ইত্যাদি সৃজনশীল কর্মকান্ড প্রদর্শনের বিভিন্ন ইভেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ (তিনশত) শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নাট্যাংশে টিম রাইজোব্যাকটেরিয়া, আইকারাস ও ড্রিমার এ তিনটি সেরা টিম হিসেবে নির্বাচিত হয়। এছাড়া পোস্টার তৈরিতে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এস. কে রেজওয়ানা কাদির রাইসা চ্যাম্পিয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের খালিদ হাসান মিলু প্রথম রানার আপ এবং জান্নাতুল ফেরদৌস মিতি দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন। ভিডিওগ্রাফিতে সেরা টিম নির্বাচিত হয় যথাক্রমে: দ্যা টুমোরো, স্যাম-স্কোয়াড দ্যা ইকো-গ্রো ও দ্যা কিংফিশার। 
 
এমসিসিএ প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর ড. মিজানুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন প্রকল্পের কো-অর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস, প্রফেসর মোঃ নাসিমুল বারি, প্রফেসর ড. নাসরিন আক্তার আইভি, প্রফেসর ড. মোর্শেদুর রহমান, প্রফেসর ড. আবু সাদেক মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. আবিয়ার রহমান, প্রফেসর ড. মোঃ সাইফুল আলম, প্রফেসর ড. এস এম রফিকুজ্জামান, প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন, প্রফেসর ড. মইনুল হোসেন অলিভার, প্রফেসর ড. মোতাহার হোসেন, প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য্য ও সহযোগী অধ্যাপক কেয়া রানী দাস। অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন ড. শাহরিনা আক্তার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং এমএস শিক্ষার্থী নুসরাত জাহান রোবাইদা, মোঃ মোস্তাকিম বিল্লাহ এবং বিএস শিক্ষার্থী তানভীরুল ইসলাম আলভী সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

গলাচিপায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা