জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র দাখিল
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন- অতি উৎসাহী হয়ে কেউ যেন নির্বাচনী আচরণ লংঘন না করি। তাহলে কাংখিত সুন্দর নির্বাচন পাবোনা। নির্বাচনে আমেজ থাকবে উৎসব থাকবে। নির্বাচনী আচরন বিধি সকলেকে মানতে হবে। আমরা একটি সুষ্ঠ নির্বচান চাই। আজকে আমরা শুধু মাত্র প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি।
আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি মাদারীপুর-১(শিবচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাদারীপুরের সহকারী রিটার্নি অফিসার ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলামের কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র দাখিল করে।
সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি আরো বলেন- এই পর্যন্ত শিবচর থেকে আমাকে ৬বার একক প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।শিবচর উপজেলা আওয়ামী লীগ এবার ৭ম বার একক প্রার্থী হিসেবে মনোনয়ন দিলো। এজন্য তিঁনি দলের নেতাকর্মী ও শিবচর বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি আওয়ামী লীগ মনোনীত প্রাথ হিসেবে সহকারী রিটার্নি অফিসার ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলামের কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র দাখিল করনে।এসময় চিফ হুইপ আচরণ বিধি মেনে শুধু মাত্র মনোনয়ন পত্রের উল্লেখিত প্রস্তাবক ও সর্মথকরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধরী এমপি এর আগে সকালে দত্তপাড়া তার পিতা সাবেক সাংসদ সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে শিবচরের বাহাদুরপুরে হাজী শরিয়ত উল্লাহর আস্তানায় পীর মঞ্জিলের কবর জিয়ারত করেন। সেখানে দেয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী শরিয়তউল্লাহর আস্তানার পীর মঞ্জিলের বর্তমান পীর আবদুল্লাহ মোহামদ হাসান। শিবচর উপজেলা আওয়ামী লীগের
সভাপতি ও সাবেক শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদারের কবর জিয়ারত করেন।
এসময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মোঃ সেলিম, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানসহ ও তার সঙ্গে দলীয় নেতা কর্মীরা
উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম